Nojoto: Largest Storytelling Platform
susantabarman9596
  • 145Stories
  • 12Followers
  • 1.5KLove
    4.2KViews

sushant barman

কেউ কবিতা শুনতে চাইলে আমাকে follow করতে পারেন

  • Popular
  • Latest
  • Video
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

White তোমারে দেখি না কত বছর ধরে 
মনে হচ্ছে তোমার কণ্ঠ শুনেছিলাম সেই দ্বাপর যুগে, 
তুমি কি জানো! তোমাকে না দেখার অসুখ একটু একটু করে আমাকে শেষ করে দিচ্ছে,
বারবার মনে হচ্ছে তোমাকে পেয়ে গেলে জ্যোৎস্না থেকে আর কখনো অন্ধকার আসবে না 
ফাল্গুনী পূর্ণিমার চাঁদ বিদায় নিতে দ্বিধাবোধ করবে 
নিস্তব্ধ শ্রোতা হয়ে সে চাঁদ শুধু আমাদের দিকে চাইবে ,
আমরা তখন চাঁদকে উপেক্ষা করে গভীর প্রেমে মাতোয়ারা হয়ে হারিয়ে যাব কোনো এক অজানা স্বপ্নের দেশে,
আর নিজের অজান্তে হাতে হাত রেখে বারবার বলব কেন মিলন হলো না আমাদের/কেন মিলন হলো না আমাদের,
সেই মধ্যরাতে স্বপ্ন কাটিয়ে আবার হতাশ হব আমি  
আমার শরীর শীতল হয়ে আসবে 
 অশ্রু তখন চোখ বেয়ে মাটিতে গড়াবে 
তুমি হয়তো তখন ব্যস্ত থাকবে অন্য কাউকে ভালোবাসা দিতে।।

©sushant barman #Moon
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

White 
 নয়নে নয়ন মিলিয়ে দেখো কাউকে দেখতে পাবে না তুমি নিজেকে ছাড়া,
হৃদয়ে হাত দিয়ে দেখো সে সর্বক্ষণ ছুটে চলতেছে 
কারণ তার দায়িত্ব নিজেকে ভালো রাখা ।।

©sushant barman #love_shayari
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

White কুয়াশা
তুমি যদি কুয়াশা নাহয়ে বৃষ্টি হতে রাত জেগে তোমায় নিয়ে লিখতাম মস্ত বড় এক কবিতা
যে কবিতার অন্তরালে থাকতো সুধুই নিস্তবতা 
আমি সেই কবিতায় ফুটিয়ে তুলতাম সবার প্রিয় কুয়াশা; 
কিন্তু কি করবো বলো ? তুমি তো আর বৃষ্টি নও ;
আমার টিনের চালে ঝমঝমিয়ে আওয়াজ কোরোনা,
সকালে পুকুর পাড়ে সোনা ব্যাঙের ডাকও শুনতে পাইনা,
চারাগাছ গুলোও কিরকম মনমরা হয়ে ওঠে তারাও বেড়ে ওঠার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে,
মাছরাঙ্গা পাখিরা খাদ্যের অভাবে পাড়ি দেয় দূর দেশে, 
তুমি জানো কুয়াশা, তুমি আশাতে আমরা পাহাড় ও পর্বত নিয়ে একটু বেশিই fascinate হয়ে পড়ি।।
তুমি না আসতেই পারতে ;
 তুমি আসাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায় সবকিছু;
যেমন তোমাকে নিয়ে মাতামাতির ভিড়ে মানুষ ভুলে গেল তিলোত্তমার কথা !
আমি কিন্তু তোমাকে নিয়ে লেখার অপেক্ষায় থাকবো তুমি কুয়াশা হয়ে নয় আসলে এবার বৃষ্টি হয়ে এসো

©sushant barman #sad_qoute
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

Unsplash বিবেকের দোহাই দিয়ে মানুষ যখন মানুষকে ছেড়ে যায় 
আবেগ তখন বাক্যহীন ‌শ্রোতা হয়ে অতীতে ফিরে যায়

©sushant barman #lovelife
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

#HeartfeltMessage
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

White "রাত্রি"
ওহ্ রাত তুমি এত নিষ্ঠুর কেন 
হ্যাঁ তুমি নিষ্ঠুর
কারণ মধ্যরাতে নিয়ে এসে চোখের ঘুম কেড়ে নিয়ে  আমাদের সবাইকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করাও বারবার।।
বলতে পারো কেন তোমার নাম শুনলে রাস্তার ধারে নরখাদকরা তোমার অপেক্ষায় থাকে,
আর কেনই বা কাজ থেকে ফেরা সেই মেয়েটির বাবা তোমার নাম শুনে ভয়ে কেঁপে ওঠে ।।
কেনই বা শত শত যুবক-যুবতীদের চোখের জলের কারণ হয়ে ওঠো তুমি, 
সত্যি বলছি "রাত" তুমি না আসলে হয়তো ভিন্ন ভিন্ন কারণে বদনাম হতো না আমার এই মাতৃভূমি

©sushant barman #good_night  বাস্তবতা উদ্ধৃতি

#good_night বাস্তবতা উদ্ধৃতি

02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

White নতুন কোনো জায়গাকে ভালবাসতে গেলে যে রকম ভোরে ওঠা খুব জরুরী,
ঠিক তেমনি আমার পছন্দের মানুষ হতে গেলে তাকে যে হতেই হবে কবিতা প্রেমী ।।
বৃষ্টির রাতে যখন ঝিঁঝিঁ পোকারা বিদায় নেবে আমার পাড়া থেকে,
ওহ্ প্রেমিকা আমি কবিতা শুনতে পাবো তো তোমার সেই মধুময় কন্ঠে ।।
বসন্তের বিকেলগুলোতে আমার বাড়ির উপরে যে কোকিলটি রোজ ডাকে অঝোরে,
তুমি আসার পর হয়তো সেও লজ্জায় ডাক ভুলে গিয়ে আমার মতো নিস্তব্ধ শ্রোতা হয়ে শুধু তোমার পানে চাইবে ।।

©sushant barman #love_shayari
02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

02fe972aa6841370ec30617dd63542ef

sushant barman

loader
Home
Explore
Events
Notification
Profile