Nojoto: Largest Storytelling Platform
souravsantra9807
  • 17Stories
  • 24Followers
  • 91Love
    0Views

Sourav Santra

  • Popular
  • Latest
  • Video
0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

আজ আবার ঝামেলা হলাে তটিনী আর সমকের ৷
প্রতিদিনের সেই এক ঝামেলা , 
কথায় কথায় ওদের ঝামেলা হয় ৷৷৷ 
অথচ ঝামেলার কারণ গুরুতর না ৷ এই নিয়ে তাদের ৫ বছরের সম্পর্ক , কলেজ লাইফ থেকে ৷৷ 
তটিনী সব সময় ভাবে যে তারা আর ঝামেলা করবে না ৷ 
কিন্তু পরক্ষণেই সমক্ এর ব্যাবহারে চুপ করে থাকতে পারে না ৷৷৷ সমক যে কোনাে ছােট ব্যাপার কে তিল থেকে তাল করে তােলে যার কারণ হয় এই সমস্যা ৷৷৷ 
সব সময় তটিনী সহ্য করে নেয় কিন্তু আজ আর পারলাে না ৷ আজ সমাক যা তা বলে কে অপমান করেছে তার বাড়ির মানুষ গুলােকে নিয়েও খারাপ কটুক্তি করেছে অভদ্র এর
 মত ( কফি হাউসে সবার সামনে সিনক্রিয়েট করে ) ৷৷৷ 
সবাই কেমন যেনাে ওদের ঘুরে ঘুরে দেখেছিল ৷ খুব খারাপ লাগছিল তার ৷ ঝামেলার কারণ কফি হাউসে কফি খাবার সময় ভুলবশত হাত লেগে কফি মগ টা উল্টে যায় আর একটু কফি ছিটকে তার শার্ট এ পরে.....
 যার কারণে এত অবহেলা এ লাঞ্ছনা ৷৷ 
তাই সে ভাবলাে আর না কতো সহ্য করবাে আর না ৷৷ 
তথন মনে মনে ভাবলাে ,
 " অভদ্র শিক্ষিতদের থেকে ভদ্র অশিক্ষিত অনেক ভালাে " অন্তত অসম্মান তো করে না ৷৷৷ #seaside
0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

সত্যি বলতে আমি কোনো প্রেমিকই নই,
ওতো সন্দেহ মায়াজাল,
ভালোবেসে শুধু বলে যেতে চাই,
আমি ভালোবাসার রঙমশাল।। #meltingdown
0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

"রঙিন ইতিহাস বলে কিছু ছিল না আমার,
বর্তমানটাই রং ছিল কিন্তু নানা দিকে,
অসম্পৃক্ত প্রভাব মধ্যস্থতায়,
ভবিষ্যৎ স্বপ্ন ,দেখে সব যেন ফিকে।"

                   সৌরভ - #shadesoflife
0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

"স্বপ্নগুলো সব এলোমেলো
বৃত্তে ঘেরা নানা দিন,
কালো বিন্দু ,স্ফটিক আভাস
ছুঁয়েছি রাত্রি, ঘুমহীন।"
    
                        সৌরভ - #peace
0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

Relationship is not about having a handsome boyfriend or having a beautiful girlfriend. Its not about looking for a perfect person because there is no perfect person on earth. Its not about looking for a well off or rich person. Money cant buy love. A relationship is finding someone who respects you, who cares about you, who understands you, who is proud of having you, who loves you the way you are, who is faithful to you, who knows how to comfort you, who knows how to encourage you and who would accept the worst of you and who will go through everything without giving up on you. Such people are very rare to find these days so if you have got one, just keep that person, handle him/her with extra care, be honest & contented with that person, don't ever think of hurting or letting down that special person. If you don't have such relationship you better start praying & looking for one. God will strengthen your relationship and you will find someone with such qualities. ❤
collected

0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

may be
 you will need space

don't worry 
I will gone🙂

0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

I'm sure you will need space
don't worry,, I will gone 🙂

0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

If you need me
I am here,

If you need space
I am gone .

0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

সেই দিনটায়....

পড়ন্ত বিকেলে ঝিলের পাড়টা একেবারে ফাঁকা।
খুব কাছের মানুষটা বেশ দূরে।দূরত্বে। মনটা সদ্য খুন
 হয়েছে । সাথে কিছুটা স্বপ্ন আর অনেকখানি আবেগ।
চোখটাও বেশ অবাধ্য, কখনো ঝাপসা ভীষণ,
কখনও বাষ্প। ভাঙতে চাওয়ার ইচ্ছে পিছু ধরলে
গড়ার কারণগুলো উপহাস করে ।হ্যাঁ ওটাই নিয়ম।
ওদের উপহাসের কড়া জবাব "ভালো থাকিস"।
কাছের মানুষটা আরও অনেক দূরে..
মিলিয়ে যাচ্ছে নাকি চোখটা আবার ঝাপসা।


শীতের সময় সন্ধ্যেটা ঝুপ করে নামে ।আচমকা
অন্ধকারে ঢেকে যায় ।আজকে একাই ফিরবো আর
পিছু ফিরে  তাকাবো না। কাল থেকে শুধু ব্যর্থতার
হিসেব কষবো বা কোন নিল মোড়কের চিঠিতে
ভালোবাসা খুজবো। আর যদি খুব ইচ্ছে হয় চোখটা
তো আছেই ঝাপসা করে দূরত্ব বাড়াবে না হয়।।

                         ~~সৌরভ(সংগৃহীত)।

0e46b83d0f1e5901b5b781c66072c3cd

Sourav Santra

আচ্ছা ভাই ফোঁটা কি শুধুই ভাই অার বোনের মধ্যেই , স্নেহ অার ভালোবাসা কি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ?
কেন এমনটা কেন তারা কি তাদের একে অপরের প্রিয় মানুষ টাকে ফোটা দিতে পারে না ফোঁটা দিলেই কি তারা ভাই আর বোনের সম্পর্কে জড়িয়ে পড়বে?
কবিগুরু তো রাখি পরিয়ে দিয়েছিলেন একে অপরের মধ্যে মেলবন্ধনের সুর এনে দেবার জন্য।
তাহলে আমরাও প্রিয় মানুষটিকে ফোঁটা দিয়ে তার প্রতি কর্তব্য ,ভালোবাসা, একটুখানি প্রতিশ্রুতি জ্ঞাপন করতে পারিনা?
 একটুখানি চোখ খুলে দেখো এটা প্রতিশ্রুতির ফোটা ,এটা ভালবাসার ফোটা, এটা দায়িত্বের ফোটা, এটা কর্তব্যের ফোটা ।

কি এমন এসে যায় যদি তুমি তোমার ভালোবাসার মানুষটিকে একটিবার ফোঁটা দিয়ে কিছু কামনা করো?
সবকিছু আরো গভীর হবে 💚
 

                                                                                                "প্রতি প্রেমে জ্বলুক আয়ু ঝড়ের ক্ষতি সয়ে..
                                                                                                 শেষ দুয়ারে দাঁড়িয়ে যাবো জমের কাঁটা হয়ে।"



                                                                                                                                                  ~~~~ সৌরভ

loader
Home
Explore
Events
Notification
Profile