Nojoto: Largest Storytelling Platform
nojotouser1379443225
  • 88Stories
  • 314Followers
  • 597Love
    0Views

অপূর্ব বিশ্বাস

  • Popular
  • Latest
  • Video
187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

উত্তরপ্রদেশে যেটা হচ্ছে,সেটা খুব নিন্দনীয়।
প্রশ্নটা অন্য্ জায়গায়।কামদুনীর ঘটনা হয়ত ফিকে হয়ে গেছে।বিরোধীরা দোষী দের বিচার চাইতে চাইতে হাঁফিয়ে গেছে।তবে এটা ভাববেন না-ম্যাডাম,যে আমরা ভুলে গেছি।
তখনও আপনার সরকারের বা প্রশাসনের  দায়িত্ব বোধ এ আমরা অবাক হয়েছিলাম।
তারপরেও বহু জল গড়িয়েছে।বহু ধর্ষন ঘটে গেছে এই বাংলায়।ধর্ষক রা বাংলা আলো করে ঘুরেও বেড়াচ্ছে।
তাই,উত্তরপ্রদেশের ঘটনা মাথা ঘুরিয়ে দেবার মতো হলেও,সেটা নিয়ে আপনার বা আপনার চ্যালা চামুন্ডা দের লাফালাফি মানায় না।
তাপসী মালিক যুদ্ধের বোড়ে হয়ে প্রাণ টা দিল।তাপসীর মৃত্যুর পেছনে কাদের হাত ছিল,সেটা বুঝতে কি আমাদের খুব অসুবিধা হয়?আমরা কি এতই বোকা ম্যাডাম?
তাই উত্তরপ্রদেশ নিয়ে আপনি অন্তত বেশি মাতামাতি করবেন না।
তার চেয়ে বরঙ ভাবুন,আর কিভাবে কাদের অনুদানের নামে আমাদের জনগনের টাকা নষ্ট করা যায়।যেটা আপনাকে মানায় সেটাই করুন। উত্তরপ্রদেশ আমরা এবং বাংলা

উত্তরপ্রদেশ আমরা এবং বাংলা

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

একবার-2,5,8,9,16,17,23,24,31
একবার-5,8,16,17,23,24,31
আবার-5,8,20,21,27,28,31
-এটা সার্কাস ভেবে ভুল করেছিলাম।পরে ভাবলাম উনি বোধহয় আর একটা কবিতা ছাড়লেন।
অবশেষে বুঝলাম-এটা ক্যালেন্ডারের টেকনিকাল ফল্ট।🤣😉

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

ভালোবাসা পীথাগোরাসের উপপাদ্য নয় যে,প্রমাণ করতেই হবে।💞
ভালোবাসা 'শেষের কবিতা'র মতো যা,উপলব্ধি করতে হয়।❤

এবং
ভালোবাসা 'অন্ধ' হয়,😎আবার 
ভালোবাসা 'অন্ধকারে'ও হয়।🤣

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

😈"বাংলার বনসৃজন"👿
35টা গাছ লাগাতে খরচ 75000টাকা।😲

এটাকে "কাটমানি" বলা যায় না।এটা হোল "কাঠমানি"।
ইয়ে পেড় বড়ে হোঙ্গে,বহুত সারা কাঠ হোঙ্গে।
ও কাঠ সে হাম চুলা জ্বালায়েঙ্গে,উপর কড়ামে সরষো কা তেল টগবগ করকে ফুটেঙ্গে।
অর,ওহি তেল মে হাম লোগ ভাজেঙ্গে বড়া বড়া চপ।
ও চপ হাম china মে এক্সপোর্ট করেঙ্গে।
হামরা চপ শিল্প femous হো যায়েঙ্গে।
ইয়া হু।😂🤣

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

"যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়,তাকে হারানো কঠিন।"

"জীবনে একা থাকতে শিখতে হয়,কারন-কঠিন সময়গুলো একাই কাটাতে হয়।"

"প্রশংসা সেটা নয়,যেটা তোমার সামনে করা হয়,বরং সেটা যা তোমার অনুপস্থিতিতে করা হয়।"

"আগের নষ্ট করা সময়ের জন্য আক্ষেপ করলে,এখনকার সময় নষ্ট হবে।"

collected বড্ড সত্যি না?

বড্ড সত্যি না?

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

online ক্লাস এর পর-

ম্যাডাম-
"যদি কোনো doubt থাকে তো,ক্লিয়ার করে নাও আর একবার ভালো করে।"🤔

ছাত্র-
"ম্যাম,যে চা দিয়ে গেলো,ও কি আপনার মেয়ে?"🤣

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

স্বামীজি মৃত্যুর ঠিক আগের একাদশী তিথিতে নিবেদিতা সহ কয়েকজন কে নিজে হাতে,পরিবেশন করে খাইয়ে,নিজে তাদের হাত ধোবার জন্য জল ঢেলে দিচ্ছিলেন।সবাই অবাক হয়ে প্রশ্ন করায় তিনি বলেছিলেন-"ভগবান যীশুও তো মারা যাবার আগে ভক্তদের পা ধুইয়ে দিয়েছিলেন।"
--হয়তো তিনি বুঝতে পেরেছিলেন।
ওনার তিরোধান দিবসে জানাই প্রণাম,আর মনে মনে কামনা করি ,বাঙালী হিসাবে একটা দৃঢ় মেরুদণ্ড এর অধিকারী হবার।🙏

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

বছর দুয়েক আগে আমার পাড়ায় একটা সাইকেল চোর ধরা পড়েছিল।সালাকে জুতো দিয়ে পিটিয়েছিলো।
গরীবের চাল,আমফানের টাকা যারা ঝাপছিস,তোদের দেখে তার কথা খুব মনে পড়ছে।
প্রার্থনা করি,ভগবান করুন,তোরা আরো বড় চোর তৈরি হ।
সঙ্গে রাখিস কারো নীল সাদা অনুপ্রেরণা।

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

পশ্চিমবঙ্গে লকডাউন ৩০শে জুন অব্দি বাড়ানো হল। 

ব্যতিক্রম হিসেবে অফিস-কাছারি, দোকানপাট, মন্দির-মসজিদ, শুটিং, চায়ের দোকান, পাড়ার আড্ডা, মদের দোকান, ঘোরাফেরা,প বাস-ট্রাম, অটো ট্যাক্সি, ভিড় ঠেলাঠেলি গুঁতোগুঁতি ইত্যাদি চালু থাকবে। 

বাকি সব কিছু স্ট্রিক্টলি বন্ধ থাকবে।

দয়া করে লকডাউন মেনে চলুন।

🤣🤣🤣🤣

187b3c58b9da97e0fff381713929bdc4

অপূর্ব বিশ্বাস

পরশু দিনের মধ্যে কি কি করবেন--

1-সবার আগে নিজের ফোনটা ফ্যাক্টরী রিসেট মেরে দিন।
2-নীল ব্যাকগ্রাউন্ড এ রিয়ার ক্যামেরায় নিজের একটা ভালো ছবি তুলে রাখুন।
3-প্রেমিকার ঠোঁটে স্যানিটাইজর মাখিয়ে একবার চুমু খেয়ে নিন।
4-নিজের সম্পত্তি উইল করে ফেলুন।
5-বর বৌ এর সমস্ত অপরাধ ক্ষমা করে ফেলুন।নিশ্চিত করুন,একই ব্যক্তি যেন পরজন্মে ফিরে না আসে।
6-সমস্ত শত্রুদের লিস্ট বানিয়ে রাখুন।8তারিখের পর সবার বাড়ি যাবেন।
7-একটা প্রি ডেথ শুট করে ফেলুন।

আপাতত এইটুকুই।পরে কোনো পরামর্শ মনে এলে বলব।

loader
Home
Explore
Events
Notification
Profile