Nojoto: Largest Storytelling Platform
mampukoley9235
  • 151Stories
  • 11Followers
  • 1.4KLove
    1.8KViews

shri ji ki dasi

রাধাকৃষ্ণের দাস❤️

  • Popular
  • Latest
  • Video
2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

সাধন ভজন জপ তপ কিছই আমার নেই
তবুও জানি তুমি মোর কুটিরে আসবেই
সামনে দাঁড়াবে তুমি দেখবো তোমায় দুচোখ ভরে
নয়নে নয়ন দিয়ে তাকাবো আপন করে
 কিছু বলবোনা আর নিশ্চুপ থাকবো আমি
বৈষ্ণব শ্রীমুখে শুনেছি তুমি নাকি অন্তর্যামী
দেখবো সেদিন কেমন বুঝতে পারো মনের কথা
তুমি নাকি পরীক্ষা নিয়ে বাড়াও সবার দুঃখব্যথা
এসো এসো তোমাকেও পরীক্ষা দিতে হবে প্রিয়
ছাড়বো নাগো এই হালে নিজেকে গড়ে নিও
 সবাই বলে তুমি নাকি সহজে ধরা দাওনা
তোমার নাকি খুব হিসেব অনেক দেনা পাওনা
আমিও ধরা দেবনা তাড়াতাড়ি খুব ঘোরাবো তোমায়
তুমি আগে বিজয়ী হও তারপর নিয়ে যেও আমায়।।

©shri ji ki dasi

11 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

কোনোদিন কি কেউ দেখেছেন 'কাক' খাঁচায় বন্দি আছে।
কিন্তু তোতা পাখি খাঁচায় বন্দি আছে এটা অনেকেই দেখে থাকবেন।কেন বলুন তো?কেন কেউ কাক কে খাঁচায় ধরে রাখে না,তোতা পাখিকে কেন বন্দি করে রাখে?

কারণটা খুব simple but most complicated।কারণ তোতাপাখি সুন্দর কথা বলতে পারে গান গাইতে পারে। তোতা দেখতেও খুব সুন্দর।অর্থাৎ তোতাপাখি অনেক রূপগুনে ভরা।কিন্তু কাক দেখতেও সুন্দর নয় আর কাকের গলা তো সবাই জানেন কি আর বলবো।
তাই কাক মুক্ত আর তোতা বন্দি।
ঠিক এইরকম মানুষের ক্ষেত্রেও হয় রূপগুন খুব বিঘাতক।
গুন তবুও ঢেকে রাখা যায় কিন্তু রূপ তো আর ঢেকে রাখা যায় না।এই রূপ সৌন্দর্য্য খুব বড় বাধা।
আর মানুষের স্বভাব বেশি রূপগুন দেখলেই ধরে খাঁচায় বন্দি করে ফেলতে চায়।
অর্থাৎ রূপগুন থাকলে বন্দি হবার প্রবণতা বেশি।জাগতিক মানুষের ভালোবাসা শুধু বন্দি করতে পারে বদ্ধ করতে পারে।
মুক্ত করার ক্ষমতা একমাত্র ভগবানের ভালোবাসায় নিহিত রয়েছে।
আপনি মানুষের ভালোবাসায় যতটা বদ্ধ হবেন ভগবানের ভালোবাসায় তার অনন্ত গুন মুক্ত থাকবেন।
সত্য খোঁজার আগে বা সত্যের পথে এগোনার আগে মিথ্যে থেকে মুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন।
(আত্মউপলব্ধি)

©shri ji ki dasi #creativeminds
2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

Guru Purnima একবার এক কনিষ্ঠ শিষ্য গুরুদেবের সেবা করছে।হঠাৎ করে একজন উত্তম বয়োজ্যেষ্ঠ শিষ্য অর্থাৎ তার বড় গুরুভাই এসে সেই কনিষ্ঠ শিষ্যকে খুব বকছে যা তা বলছে,বলছে তোমার সব সেবাতে এত ভুল হয় কেন,ঠিক করে সেবা করার চেষ্টা তো কোরোনা।কোনো কাজে মন নেই এভাবে সেবা হয়না এভাবে ভজন হয়না।খুব বকছে তাকে,সেই শিষ্য তো বুঝতেই পারছে না কি ভুল হয়েছে তার সে তো সব ঠিকভাবে মন দিয়েই সময়েই করে এক মিনিটও দেরি হয় না।সে মনে মনে খুব কষ্ট পাচ্ছে,ভেতরে ভেতরে তার রাগও হচ্ছে কারণ তার সত্যিই কোনো ভুলই নেই।শুধু শুধু বকা খেলে একটু রাগ হবেই।কিন্তু তবুও সে চুপচাপ শুনে নিলো।
তারপর গুরুদেব তাকে বললেন কি রে তুই কিছু বললি না যে,তুই তো কোনো দোষ করিসনি তবুও কেন তুই সব মুখবুজে সহ্য করে নিলি।তুই তো কিছু বলতেও পারতিস।
সেই শিষ্য বললো গুরুদেব আপনি আমার সামনে ছিলেন আমি কি আর বলবো।
গুরুদেব তখন সেই শিষ্যের মাথায় হাত রেখে বললো 
"ব্যস তোকে এটাই সব পরিস্থিতিতে মনে রাখতে হবে যে আমি সবসময় তোর সামনে আছি।কেউ এসে বকুক,গালাগালি করুক এমনকি কেউ যদি তোকে মারে তবুও তুই ভাববি আমি তোর সামনে আছি,এই ভেবে তুই কিছু প্রতিবাদ করবি না কিছু বলবি না।আমি আছি তো সেখানে তোর কিছু বলার প্রয়োজন কি,দেখ না আমি কি করি এই ভরসা তেই তুই সব সয়ে নিবি।ভক্তি রাজ্যে ঝগড়া চলে না।যে সয়ে সে রয়ে।"

©shri ji ki dasi #Gurupurnima
2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

যে কোনো শাস্ত্র পড়ে দেখো শাস্ত্রের পাতায় পাতায় লেখা আছে "সংসার সত্যি নয়"।
কিন্তু আশ্চর্যের বিষয় এই কথাটা কেউ কোনোদিন শাস্ত্র পড়ে অনুভব করেনি।
কোনো শাস্ত্রের এক পাতা পড়ে ফেললাম তার মাঝে লেখা আছে "সংসার সত্যি নয়"।এক লাইন পড়েই আমার মনে তীব্র বৈরাগ্য চলে এলো।আর আমার সংসার একদম ভালো লাগছে না,চলো এবার ঘর সংসার ছেড়ে চলো।এমনটা কিন্তু কোনোদিন হয়নি।

যাঁর যাঁর বৈরাগ্য জেগেছে প্রধানত দুই ভাবেই জেগেছে।

প্রথমত,সাধুসন্তের বাণী বা ভগবদজ্ঞানের দ্বারা।
দ্বিতীয়ত,সময়ের ঠোকর খেয়ে।

যারা জ্ঞানী হয় তারা সাধুসন্তের বাণী শ্রবণ করেই জীবন পরিবর্তন করে নেয়।

বোকারা নিজে ভুল করে শিক্ষা পায়।
বুদ্ধিমানেরা অপরের ভুল থেকে শিক্ষা গ্রহন করে নিজেকে পাল্টে ফেলে।

©shri ji ki dasi #safar

9 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

অনেক পাপের পাপী আমি অনেক দোষের দোষী
   তবুও আমি তোমারই,আমি তোমায় ভালোবাসি।
পাপের অন্ত,শেষ ঠিকানা কিছুই জানিনা আমি
করুনাময়ী দয়াময়ী কৃপাময়ী "ক্ষমেশ্বরী" তুমি।
ও কিশোরী কৃপা করে একটু শাস্তি দিও মোরে
বেঁধে রেখে দিও চিরদিন প্রেমভক্তি ডোরে।
কিছুই জানিনা অজ্ঞ আমি গড়ে নাও তুমি আমায়
সেবার যোগ্য করে নাও,"স্বামীনি" কবে হেরিব তোমায়।
তোমার সেবার তরে বড়ই ব্যাকুল হয়গো প্রাণ
নির্গুণ আমি কণ্ঠে সুর নেই গাইতেও পারিনা গান।
নিয়ম নিষ্ঠা তত্ত্ব সাধন ভজন কিছুই নেই বিশেষ
শুধু জানি "তোমাতেই" সব শুরু "তোমাতেই" নিঃশেষ।

©sri ji ki dasi

10 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

একবার একজন সাধুবাবা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।তখন ওনার সাথে গ্রামের একজন ব্যক্তির সাক্ষাৎ হয়।ব্যক্তিটি বাবাকে প্রনাম করে বলে বাবা আমার সংসারে খুব অশান্তি।আমাকে কিছু ভগবদজ্ঞান দান করুন যাতে সংসারে শান্তি ফিরে আসে।
বাবা কিছু বললেন না চুপ করে রইলেন।
ব্যক্তিটি বারবার খুব অনুরোধ করাতে বাবা বললো আচ্ছা আমায় একটা কথা বলবি?
সে বললো হ্যাঁ বলুন।
বাবা বললো দুধ কেমন পাত্রে রাখিস?
সে বললো শুদ্ধ পরিস্কার কোনো পাত্রে।
বাবা একটু মৃদু হেসে হাসলেন,রাধারাণী তোর মঙ্গল করুক বলে বাবা চলে গেলেন।

বুঝলেন তো বাবা কি বলতে চাইলেন।

দুধ সবসময় শুদ্ধ পবিত্র কিন্তু তা যদি কোনো নোংরা অপরিস্কার পাত্রে রাখা হয় তখন আর কোনো সেবায় লাগে না।

ঠিক তেমনই ভগবদজ্ঞান সদা সর্বদা পবিত্রতম সম্পদ কিন্তু তাঁর মর্ম বোঝার জন্য হৃদয় পাত্রকে শুদ্ধ নির্মল পবিত্র হতে হবে।
নিষ্কপট চিত্তশুদ্ধ পবিত্র হৃদয়পাত্ররূপী দূর্লভ মহাত্মারাই কেবলমাত্র ভগবদজ্ঞানের মহিমা বুঝতে পারেন।

©sri ji ki dasi

6 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

ফুলের কতো ভাগ্য বলো সে তোমার চরণ পেলো
গাছের ফল সেও তোমার প্রসাদ হলো।
সাগরের জলে থেকেও শঙ্খ পেয়েছে তোমার বদন
ময়ূরীর পুচ্ছকে মাথায় রেখেছো কত কে যতন।
ভাগ্যবতী তো ভগবতী মিটিয়েছে গোবিন্দের ক্ষুধা
সতী তুলসী ভক্তির জোরে পেয়েছে তোমার প্রেমের সুধা।
বাঁশির হলো গো পরম গতি হয়েছে তোমার প্রেমের সুর
সেই সুরের ছন্দে কাতর অনন্ত প্রকৃতি সুদূর।
তোমার সাথে পিরিতি করে ব্যাকুল হয় শ্রী স্বামিনী
তোমার অপ্রাকৃত প্রেমের লীলা পবিত্রতম প্রেম কাহিনী।
আমি শুধু ভেবেই যাই কবে কোথায় তোমায় পাই
কবে তুমি ডাকবে আমায় সেই অপেক্ষায়।

©sri ji ki dasi

7 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

তোমার ভেতরে যা থাকবে বাইরেও তুমি তাই দেখবে।
এই বিষয়টা প্রতিবিম্বের মতো।
তুমি জলে সূর্যের স্থির প্রতিবিম্ব দেখতে পাচ্ছ।কারণ তুমি আকাশে স্থির সূর্যকে দেখতে পাচ্ছ।কিন্তু এবার তুমি ওই জলটা একটু নাড়িয়ে দাও তখন তুমি কম্পমান প্রতিবিম্ব দেখতে পাবে।তার মানে কি তখন আকাশের সূর্য কম্পিত হচ্ছে।
না মোটেই না।এটাই তো আমাদের সামনে দৃশ্যমান মায়া।
এতেই আমরা উতলা হয়ে উঠি।মায়া সর্বদা এভাবেই ধোকা দেয়।
কিন্তু যা সত্য তা ওই সূর্যের মতোই নিত্য স্থিরভাবে বিরাজমান।

আমার হৃদয়ে যদি পাথর থাকে তাহলে বাইরের মন্দিরে আমি পাথরের মূর্তিই দেখতে পাবো।
কিন্তু তোমার হৃদয়ে যদি তুমি গোপালকে অনুভব করো তাহলে তুমি শুধু মন্দির কেন এই আকাশ বাতাস  জল, শস্য মাটি ফল,
সর্ব জীবের হৃদয়ে  সৃষ্টির কণায় কনায় গোপালকে দর্শন করবে।

©sri ji ki dasi

10 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

প্রিয়
      সকালে তুমি যখন চোখ খুললে আমি তোমার পাশেই বসে ছিলাম,ভেবেছিলাম তুমি দিনের শুরুতে আমার সাথে কথা বলবে।কিন্তু তুমি উঠে চলে গেলে আমার দিকে ফিরেও তাকালে না।তারপর তুমি ফ্রেশ হয়ে যখন আসলে আমি ভাবলাম এখন নিশ্চয় তুমি আমার কথা মনে করবে,কিন্তু তুমি ফোন নিয়ে খাবার টেবিলে চলে গেলে।আমি ভাবলাম খাবার আগে তুমি নিশ্চয় একবার হলেও আমার কথা ভাববে।কিন্তু তুমি খেয়ে নিজের কাজে বসে গেলে।আমি ভাবলাম এখন ডাকলেনা স্নান করে নিশ্চয় ডাকবে,কিন্তু তুমি স্নান করে তৈরি হয়ে কাজে বেরিয়ে গেলে।পুরো রাস্তাতে আমি তোমার পাশেই ছিলাম তবুও আমার সাথে একটুও কথা বললেনা।আমি ভেবেছিলাম তুমি তোমার কিছু কথা বলবে আমি তোমাকে কিছু পরামর্শ দেবো।সারাদিনের পর তুমি বাড়ি ফিরে এলে আমি ভাবলাম এবার নিশ্চয় আমাকে একবার ডাকবে কিন্তু তুমি বিশ্রাম নিতে ঘরে চলে গেলে।আমি ভাবলাম এখন তো কোনো কাজ নেই এখন অবসর সময়ে তুমি আমার সাথে কথা বলবে।কিন্তু তুমি মুখ ঘুরিয়ে নিয়ে শুয়ে পড়লে।আমি ভাবলাম রাত্রে তুমি নিশ্চয় কথা বলবে,আমাকে বলবে সারাদিন কি কি করলে,আমাকে সব মনের কথা বলবে।কোনোদিনের কোনো ঘটনা নিয়ে আমাকে ধন্যবাদ দেবে,কিন্তু তুমি পরিবারের সদস্যদের শুভরাত্রী বলে শুয়ে পড়লে।আমি অপেক্ষা করতেই থাকলাম,আমি তোমার পাশেই ছিলাম তবুও আমাকে একটিবার ডাকলেনা।একবারও ভাবলেনা আমি তোমাকে কতো ভালোবাসি,তোমার সাথে কথা বলার জন্য কতো অপেক্ষা করি।

                      তোমার গোপাল

©sri ji ki dasi

9 Love

2c576472859eb61018de8228e88e607e

shri ji ki dasi

একজন এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো-
কৃপা করে বলুন life style কেমন হওয়া উচিত?

উনি বললেন  life  style অবশ্যই সুন্দর হওয়া উচিত।

সুন্দর কি?
👉যা সত্য তাই সুন্দর।

সত্য কি?
👉যা অপরিবর্তনশীল তাই সত্য।

আপনি আমি এই বিশ্ব জগৎ এগুলো কি সত্য?
👉না এগুলো কিছুই সত্য নয়।
সংসার সদা পরিবর্তনশীল।

তাহলে সত্য কি?
সত্য একমাত্র শ্রী হরি।নিত্য সত্য সনাতন অনাদির আদি গোবিন্দ।
সৃষ্টির পূর্বেও ছিল এখনও আছে সবকিছু ধ্বংসের পরেও থাকবে।

©sri ji ki dasi

6 Love

loader
Home
Explore
Events
Notification
Profile