Nojoto: Largest Storytelling Platform
jayantaroy2876
  • 2.1KStories
  • 1Followers
  • 1Love
    0Views

Jayanta Roy

  • Popular
  • Latest
  • Video
311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

সূর্য থেকে নামে যদি জমাট আঁধার কালো,
চাঁদের ভেতর কলঙ্ক আর কলঙ্ক উপচে পড়ে রাতে,
তুমি বলবে বিষাদ শুধু... আহঃ, অমন বলতে আছে,
বৃষ্টি বৃষ্টি করেই গেলে, মেঘ তো এখন ঠিকানাহীন আকাশপারে উধাও হলো...
বসন্ত প্রাণ খুঁজবে বলে পলাশ শিমুল বনের ধারে
ঘুরতে গেলে... সেও তো অতীত---
শীত চাদরে মগ্ন ছিলো ;
তুমি খালি বিরক্ত হও... কেন বাপু হারানো দিন ফিরে পেতে চাও!
কেমন ভাবে মনের কথা জানতে পারি বললে না তো,
চোখের ভাষায় মান অভিমান পড়তে পারি আড়াল থেকেও---
নিত্যদিনের প্রবাহমান সম্পর্কে ছেদ পড়ে যায়
এই মুহূর্ত থেকেই, পরস্পরের মুখ যদি আর
ঘোলাটে এক বিকেল বেলায় ধোঁয়ায় ধোঁয়ায়
আচ্ছন্ন হয়?
কী বলবে তুমি তখন? সাতজন্মের অধিকারটুকু কাড়তে এলে!

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

আমি জানি কী আর এমন!
ভালোবাসার দুনিয়াদারি, হালফিলে সব
রাস্তা ঘাটের স্মৃতিকথা, সৃষ্টি বিভোর....
সর্বনাশে সর্বনাশে মনখারাপি গলির পথে
জল ছিটিয়ে বাইক থামে,
ফুসলিয়ে যায়, ফুসলিয়ে যায় প্রতিবেশীর চোখে ধুলো,
আমি কী আর বুঝি এমন?
বেশ আনাড়ি, বেশ আনাড়ি ফুলের বনে ভ্রমরাসারি,
অস্ফুটে সব হাওয়ার দিনে আলোর রাতে
মুখ ঢেকেছে বিগত প্রেম, রক্তে শিরায় জমাট শীতল....
অন্ধ চোখে,অন্ধ চোখে ছুঁয়ে দেখে
আমি কী আর বেশী জানি,সময় জানে ঢের বেশী---
ভীড় জমেছে ভীড় জমেছে, ভেতর থেকে খিল দিয়েছি...
দুলছি কেমন ফ্যানের ব্লেডে,আকাশ জমির মধ্যিখানে,
কান পেতেছি, কান পেতেছি....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

আগুন... আগুন...আগুন----
ঝাঁপ দিলো কেউ? সুনিশ্চিত খাদ....
ঈর্ষা ঈর্ষা... প্রতিহিংসা, আঘাত হানলো কেউ!
উর্দ্ধপানে ঘূর্ণি হাওয়া, নীচে মারণ ঢেউ।
ভালোবাসি, ভালোবাসি উচ্চারিত তীব্র গর্জনটুকু
আছড়ে পড়ি, আছড়ে পড়ি বিবিধ শরীর ছোঁয়া
খুঁজে নাও, খুঁজে নাও পাতাল নিম্নমুখে,
কালের নিছক বরণ ডালায় অসুখ ধুকে ধুকে
দ্রবীভূত ঠোঁট কামড়ে তুলি আঁশটে অভিসারে
একটু, একটু অবনমন সৃষ্টির দায়ভারে।
পাপ,, পাপ... আজন্ম পাপ, আত্মহনন রাতে...
কেউ বা কারা কোমর জড়ায় সদ্যজাত হাতে ;
কান্না ভারি... তলিয়ে যাবে সুদীর্ঘ সমারোহে 
মহাশূন্যের জমাট কালো বিচ্ছুরিত বিদ্রোহে....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

কী বলি বলতো প্ৰিয়তমা তোমায়?
ভালোবাসি, নাকি শুধুই ঘৃণার উৎক্ষেপণ!
মাঝরাতের নীল সাগরের মোহনায়
কাটাকুটি বোধ অনুভব শিহরণ....

কী ভাবি প্রিয়তমা তোমায়?
অধিকার আর বিশ্বাসের সহবাসে,
ভিন্ন হতে পারে দুটো ঘর, রাতের বিছানায়
বিচরণ, আলোড়ন পাশাপাশি নিঃশ্বাসে|
এলো যে দক্ষিণ ঝড়, প্রিয়া মুখস্থ পরস্পর,
আগলাবো আগলাবো সীমানা যে যার মতো
অভিনয়ে অভিনয়ে সৌজন্যের সাক্ষাতে----
পরিচয় আনকোরা অযাচিত আমি, তারপর...
কী নামে ডাকি প্ৰিয়তমা তোমায়,
কী বা যায় আসে তাতে?
অর্জিত সম্ভোধন টুকু অতি যত্নে রক্ষিত
আলো-ছায়া মাস-কাল ধুলো-বালি সব ঝেড়ে,
আমি যে সেই তোমার আমি, প্লিজ ভুলে যেও মনে করে....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

হৃৎবলয়ে কানামাছি,নিরক্ত হলদে সাদা
রোদ্দুর ধূসর আকাশে ;
বিস্ময় কেন পাপবোধে হারানো নিশ্চয়,
কেন জীবন্ত শরীরের বৃষ্টি ছায়া কল্পনা আগামীর অপচয়......
কার নির্জন আর্তি শুনে পাথরের চাপা বোবা শীতল স্বর,
কার বেপরোয়া ঠোঁট হিমঘরে ছিন্ন রাতের আলোর বাসর |

নেশাময় ভোর উঁকি মারে নির্বিকার মৃত্যুহীন বিপ্লবে বিনাশকালে,
বুদ্ধিভ্রমে স্মৃতির মগজ সুখ বিছানায় শুধু হাই তোলে...
কার নিশিরাত ছুরির আঘাত ক্লোরোফর্ম ঘোরে
স্ট্রবেরী  লিপস্টিকে,
কার ধুম জ্বরে তাপের পারদ চড়ে অনাবিল অন্দরে যাবতীয় রং ফিকে।
হেরে যাওয়ার দিন ভুরু বাঁকিয়ে চায় ন্যাকামি ঢঙ যত নিটোল যৌনতায়....
পাশাপাশি স্নায়ুতন্ত্র বিছানায়।

আমি কাঁদছি যত,পুড়ে যাচ্ছি ততো---
গোলাপ পাপড়ি ছুঁয়ে ক্ষত রক্তে ধুয়ে,
শাস্তি মরণ প্রতিক্ষণ,বোকা প্রেমের দায়ে....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

কেউ তো আমায় ভালোবাসে না ;
সবাই কেমন দুঃখ দেয়।
দুঃখ থাকে,অবিচল... অবিকৃত 
দুঃখ ঢাকে শরীর মাথা চোখের পাতা
দুঃখ বলে 'তোমার আমি, তোমার আমি'....
আমি বলি দুঃখ তুমি বলতে না পারা যন্ত্রনা বোধ
আলোর নীচে আঁধার বলয়, পায়ের নীচে দুভাগ জমি |
কেউ বুঝি এখন কাছে টানে?
আলগোছে হাত বুলিয়ে নিতে চায় সব দুঃখের ভাগ?
দুঃখ তোমায় কবেই তো ছেড়ে গেছে----
শুকনো ক্ষতে রক্তের দাগ।
হাত বাড়ালো তো সে, দেখলেই না তুমি!
দুঃখ সাগর, দুঃখ সিন্ধু ডুব দিয়ে যাও ডুব দিয়ে যাও,
বদ্ধ ঘরের গুমোট হাওয়ায়
ফিরবে যদি আবার কাছে তবে কী এই ভনিতা মানায়?
দুঃখ পেলে, আঘাত পেলে,হরদম শোক একলা রাত,
মনের ভেতর দুঃখ ঠাসা---বেরিয়ে আসে অকস্মাৎ।

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

লোভের ইচ্ছেডানা মানছে না কোনো মানা
লালসার সত্তা আঁকড়ে বাঁচা--
ওড়ার নেশায় চলা, ফুরিয়ে আসে বেলা
তবুও আকাশ লাগছে খাঁচা ;
চাইছি স্বপ্ন ছুঁতে শিখরের দেখা পেতে
ভোরের পাখির মতো মুক্ত সূর্য পানে....

হিসেবের খাতাটায় রাখছি লিখে 
ভাগ্যের কপালে কবে ছিঁড়বে শিকে ;
জানছি লক্ষ্য আছে ছুটবো আরও কাছে
যন্ত্রের মতো বিরামহীন চলার টানে....

বিবেকের আয়নাটায় ঝাপসা কাঁচে
মূল্যবোধের কী মূল্য আছে?
আরও উপরে ওঠি চাহিদার নেই ছুটি,
স্রোতে স্রোতে গা ভাসাই পাল তুলে উজানে...

গতিপথের ঠিকানা, আজ তবু নেই জানা
সব কিছু মাড়িয়ে এগিয়ে যাওয়া,
কতকিছু দরকারি খুঁজে খুঁজে মরি মরি
অবিরাম এই চাওয়া-পাওয়া;
চাইছি মনের মতো,সুখ ভোগ অবিরত
চাইনা বেকার ঘুরে শান্তির সন্ধানে....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

হৃদয় থেকে সম্পর্কটা চুইয়ে পড়ার আগে
একফোঁটা বাগদান আমার ঠোঁটের উষ্ণতায়....
সেই তো গ্রহণ করার শুরু ;
আরও আরও কতবার হাওয়ার জটলা থেকে
বুকে ধরি সমুদ্র বাষ্প, কে বলে আমি পাগল?
অথবা পাগলামি লাফিয়ে ওঠে আমার হিংসা
বা মৃত্যুভয় ঘিরে, সেই তো আগুনে জলে শরীর
ভাসানো শুরু.....
কেমন করে সবাই জানলো এসব!
রাত দুপুরে কবিতার খাতায় হুড়মুড়িয়ে ওঠে
আসে রেললাইন, এদোগলিতে ভাসতে থাকে
নৌকা,----কে বলে আমি ধরিবাজ? হাড়পাঁজরা
সর্বাঙ্গীন নিঃস্ব ধান্দা খালি,
ভেজা ভেজা রূপালী ঝিনুক সাবান ফেনায় সাঁতার কাটে,
আমার মতিভ্রম চূর্ণ-বিচূর্ণ সপাটে,
হেয়ালি ভীষণ,কী ভাবে মনে পড়লো তোমায়? উত্তর খুঁজি, উত্তর খুঁজি,
জন্ম থেকে জন্মান্তরে---
সেই তো কাছে আসার শুরু
মন হারালো,মন হারালো সোহাগ আদর আর আবদারে....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

বাতিল আমি সময়ের কাছে ;
বলছো, তবে ফেরার পথ নেই....
নিয়ন পথ জুড়ে নেমেছে অসময়ে বৃষ্টি,
দাঁড়াতে হবে যে কোনো অবস্থাতেই।
আপত্তি নেই কিছু, বেশ তো সম্মতি থাকুক
দেওয়ালেরও কান আছে,মুখ বন্ধ রাখুক।
এখন যেকালে মুক্তি নেই শীত বসন্তের খামখেয়ালে
তাই বুঝি যাবার আগে দু হাত বাড়িয়ে জড়িয়ে নিলে---
জড়াও জড়াও আরও জড়াও ওষ্ঠ চুমুর দাগে ভরাও,
রোজ বিকেলে ব্যালকোনি তে রেলিং ধরে থমকে দাঁড়াও ;
এখন হাওয়া চুলের পাশে ফিসফিসিয়ে বললো কী যে,
বালিকা বয়স মরেছে কবেই, ফুল ধরেছে গাছে গাছে |
তেমনি করেই গন্ধ শুকে নাম লিখেছি প্রিয় স্থানে,
এক পা দু পা সিঁড়ির ধাপে হাত ধরে কে হ্যাঁচকা টানে...
বাড়তি কথা ভাল্লাগে না, যাও তো চলে আর এসো না,
বলিহারী যাই সাহস তোমার,পড়লে ধরা...প্লিজ সোনা...
ধু ধু মাঠে শীতের দুপুর মনকেমনেই ফুরিয়ে এলো,
তোমার আমার গল্প শেষে নটে গাছটিও মুড়িয়ে গেল....

311f31725c565395902b8ec8a49766c9

Jayanta Roy

যাই বলতে নেই গো, বলো আসি।
এতটা পথ পেরিয়ে এলাম দুজনে পাশাপাশি ;
চাই নি সেভাবে কিছুই আশাও রাখি নি কোনো 
ভালোলাগা আর ভালোবাসাটুকুই মিলেমিশে ছিলো যেন ;
সময় ছিলো, অসময় ছিলো, ছিলো রাত্রি দিন
লেখার জন্য ছিলো অবকাশ শব্দ বেশ স্বাধীন ;
স্বাধীনতা ছিলো মনেতে মগজে প্রেরণা ছিলো অবাধ ;
ভরসা ছিলো সাহস ছিলো,প্রণয়-প্রীতি-বিষাদ |
অতর্কিতে এমন হবে ছিন্ন হবে সব টান
ভাঙবে আকাশ মাথার উপর, ভাবনার অবসান ;
ভাবনা ভাবি, ছন্দ আসে এক লহমায় ছবি,
আনকোরা সব লেখার কলম মুহূর্তে হয় কবি ;
কবিই বলো আর যা কিছুই ছন্নছাড়া বা গভীর
হারিয়ে আবার লেখায় ফেরা,থাকতে পারিনি স্থবির ;
এভাবেই সব স্থবির হবে!ভুলেও ছিলো না যে সংশয় ;
আজ যেকালে কিছু না পেয়েও সব হারানোর ভয়.....
 #শেষ লেখা your quote এ,
আবার যদি দেখা হয় এভাবেই কোনো অজানা পথের
বাঁকে,একরাশ ভাবনা আর শব্দ নিয়ে....
সকলের ভালোলাগা আর ভালোবাসা নিয়ে ;
শেষ হোক কোনোকিছু আবার নতুন শুরুর অপেক্ষায়...
সে বিশ্বাসটুকই না হয় তোমার আমার সহায়,সঞ্চয়।

#শেষ লেখা your quote এ, আবার যদি দেখা হয় এভাবেই কোনো অজানা পথের বাঁকে,একরাশ ভাবনা আর শব্দ নিয়ে.... সকলের ভালোলাগা আর ভালোবাসা নিয়ে ; শেষ হোক কোনোকিছু আবার নতুন শুরুর অপেক্ষায়... সে বিশ্বাসটুকই না হয় তোমার আমার সহায়,সঞ্চয়।

loader
Home
Explore
Events
Notification
Profile