Nojoto: Largest Storytelling Platform
nilanjanganguli7913
  • 18Stories
  • 77Followers
  • 147Love
    903Views

Nilanjan Ganguli

জানি অনেকের ভিড়ে আমার কবিতা হয়না মানানসই । কিন্তু কী বা করি ,, খেয়ালী মনের আবদার মেটাই শুধু শখের কবি তো নোই।

  • Popular
  • Latest
  • Video
368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

উড়ু উড়ু চুল এলোমেলো মন পুড়ল 
আকাশে আবার নতুন রঙের খেলা 
পাওয়া না পাওয়া প্রত্যাশা থাক শূন্য 
পুর্ণরা পায় শুধুই অবহেলা ।

©Nilanjan Ganguli #OneSeason
368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

ইতিহাস যত লেখা ছিল মনে 
হল ধুসর পাণ্ডুলিপি,,  
সুনীল আঁধারে স্রোতস্বিনী তীরে
 বিস্ময়ে ভ্রমে জলপিপি !!

©Nilanjan Ganguli writing

writing #Quotes

368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

হৃদয় কলম দিয়ে রক্তের কালিতে লিখেছি 
আমার প্রতি মজ্জায় শুধুই সময়ের
 কাব্যগাঁথা ❤

©Nilanjan Ganguli a few thoughts ❤❤

@Nilanjan Ganguli 

#সাহিত্যেরসাতকাহন  
#literature

a few thoughts ❤❤ @Nilanjan Ganguli #সাহিত্যেরসাতকাহন #literature

368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

কবিতা গুলো আজও তেমনি আছে ;
শুধু উদ্দেশ্য টাই হারিয়ে গেছে.....

©Nilanjan Ganguli
368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

যখন সায়াহ্নের অন্ধকার ঘনিয়ে আসে ,, 
     দ্বীপশিখাটি মৃদু মৃদু কাঁপে দখিনা
                                        হাওয়ায় ,,
তখনি তোমার সুখস্মৃতির উপন্যাস 
                         খুলে বসি.......
আমার ভাঙা ঘরে  । 🖤🖤

©Nilanjan Ganguli
368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

ঢুলু ঢুলু  আঁখি অস্তাচল সূর্য ভাসে       জোয়ার – ভাটার   কোলাহলে ,,
ভাঙা তরী সাজিয়ে বসে একাকী আমি তোমার পদধ্বনি খুজি 
        প্রতি হিল্লোলে  । ❤❤

©Nilanjan Ganguli খেয়ালী মন❤❤

খেয়ালী মন❤❤ #thought

368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

প্রণতি
       ----------------------------
                    --- নীলাঞ্জন গাঙ্গুলী 

তাপস যোগী বিবেকানন্দ 
       প্রণতি জানাই তোমায় ;
বিশ্ব জয়ের  মূলমন্ত্র 
             দিয়েছ সর্বজনায় ।

আপন করে নিয়েছ মানুষ
         দেশী বিদেশি নির্বিশেষে ,
ধন্য হয়েছে জন্মভূমি 
  তোমার স্নেহের  শীতল পরশে ।

জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছ
             অজ্ঞ দেশের ঘরে ঘরে ;
কর্মঠতার গুণগান  রচেছ 
               বিশ্বের দরবারে  ।
  
তব গুণগান আজি ধ্বনিছে,,
                 সারা বিশ্বে সমস্বরে 
তোমার মতো প্রকৃত পুরুষ
           আসুক ফিরে বারেবারে ।।

         🤍🙏¤¤¤¤¤¤¤¤🙏🤍

©Nilanjan Ganguli

368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

উন্মুক্ত বালুকারশি নীলাকাশের বন্দরে,,
উদাসী হাওয়ার নাচন লাগে 
                               খোলা প্রান্তরে ।

©Nilanjan Ganguli
368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

নূতনত্বের প্রতি
      ************************
হে নূতন বর্ষ,, 

যখন , দুর্ভেদ্য জটীল কুয়াশা
ঢেকে ফেলেছিল আশার আলো ;
জীবনের রসদভরা নৌকো 
তিলতিল করে এগচ্ছিলো ক্রমে , 
               ভরাডুবির পথে .........
       
       ঠিক তখনই হ্যাঁ তখনই ,,

দিক্ভ্রস্ট নাবিকের কাছে
                  কূলের কিনারা হয়ে ,
জীবন- মৃত্যুর মাঝামাঝি পর্যায়ের
একঘেয়েমিতে ক্লান্ত নৌযাত্রীদের 
      অশ্রুমাখা আনন্দ হয়ে ,,
         তোমার প্রকটতা ----
 মানবাত্মার পর্ণমোচী অরণ্যে
     নতুন পাতার জন্ম দেয় । 

রাজকীয়তার তূর্য নিনাদে,
নূতন আঙীকে গড়ে ওঠে-- 
         তোমার মসনদ্  
               আমদের হৃদয় মাঝে  ।

যে মসনদ্ পুরানো জরাজীর্ণতার 
         লেশমাত্র রাখে না । 
যেখানে ,
    সমস্ত  বস্তাপচা মৃত্যুর আখ্যান 
                   ছিড়ে ফেলে,     রচিত হয় সজীবত্বের ইতিহাস  । 


                                                           সমস্ত টুকরো টুকরো                                                                    
             ভালো অনুভূতিগুলো ,,
তোমায় ঘিরে প্রবাহিত হয়  
  রক্তবহের মধ্যে নতুন আবেগে!!
              
নগর-নগরী , গ্রাম- গঞ্জ         ছাপিয়ে ওঠে ----
তোমার জয় জয় রব ; 
বরণ হয় সাদরে এক নতুন যুগের
               নতুন বর্ষ রূপে  । 
    

জানি, 
 হয়ত কালের করালগ্রাস একদিন 
তোমাকেও ইতিহাস করে দেবে ! 
তবে আজকের নতুন শুরুর 
                 অঙীকার গুলো---
  থেকে যাবে আগামীতেও,,
ডায়েরীর পাতা হয়ে  ।।

         ¤¤¤¤ ❤️❤️¤¤¤¤
                 
                   ## নীলাঞ্জন গাঙ্গুলী

©Nilanjan Ganguli # New year poetry

# New year poetry

368b4dfe3e298dc167da5e65d8db0b81

Nilanjan Ganguli

সূর্যাস্তের ফিকে রঙে ভাসে       বিস্তীর্ন জলাশয় 
দিনের শেষবারের মতো ,,,,
হঠাত্ জেগে ওঠাআশারবুদবুদ :
ঢলে পড়ে আবার অনন্ত      কালো ঘুমে  ।

©Nilanjan Ganguli @$সমন্বায়ক$

@$সমন্বায়ক$ #thought

loader
Home
Explore
Events
Notification
Profile