Nojoto: Largest Storytelling Platform
ratulmahmud5618
  • 37Stories
  • 104Followers
  • 138Love
    0Views

Ratul Mahmud

Studies at Fisheries in Patuakhali Science & Technology University

  • Popular
  • Latest
  • Video
370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

আমাদের নিজস্ব একটা সমুদ্র ছিলো
স্পিড বোটের মতো নিউরনে জলোচ্ছ্বাস উঠাতো
আমাদের এখনো একটা নিজস্ব সমুদ্র আছে 
যা অস্তমিত সূর্যের ন্যায় নীরব-নিস্তেজ।
        
                               ©রাতুল মাহমুদ

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

কেউ মরে গিয়েও বেঁচে যায়
আর কেউ মরার জন্য বাঁচে।

           রাতুল মাহমুদ জীবন-মৃত্যু❤

জীবন-মৃত্যু❤ #Quote

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

★আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই★

আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
একটা নতুন ভোরে কিংবা খটখটে দুপুরে আমি মরে যাই
একটা রঙিন সন্ধ্যায়ও আমি মৃত্যুকে আপন করে পাই।

প্রেমিকার সর্বাঙ্গে আমার মৃত্যু লেখা
আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
প্রেমিকার ওষ্ঠে মৃত্যুর গন্ধ পাই
প্রেমিকার চাঁদনী কপালের লাল টিপটা পর্যন্ত আমার মৃত্যু ঘটায়।

এইতো, একটু আগেই আমি মারা গেছি
প্রেমিকার বিষাক্ত ছুরি আমার হত্যাকারী!

চারিপাশে অগণিত মানুষের ভিড়
তারপরও কোথায় একটু শব্দ মাত্র নেই
সবাই নিস্তব্ধ হয়ে গেছে
কারণ একটাই-
আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
আমাকে হত্যা করা হয়
আমি হত্যাকারীকে ভালোবাসি 
হত্যা শেষে প্রেমের রক্ত মাখে প্রেয়সী। 

আমি প্রত্যহ প্রেমিকার হাতে মরে যাই
প্রেমের কোলে মরে যাই
একটি তাজা গোলাপ কাঁটায় আমার মৃত্য হয়
আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই।

শান্ত বিকেলে প্রেমিকার খোঁপায় গোজা কাঠগোলাপে আমার মৃত্যু হয়
থানায় মামলা করা হয়
একটা নতুন ভোর, একটা খটখটে দুপুর,একটি রঙিন সন্ধ্যা, 
একজোড়া ওষ্ঠ, ছোট্ট একটা লাল টিপ,একটি কাঠগোলাপ এবং
 একটা তাজা গোলাপকে গ্রেফতার করা হয়!
প্রেমিকা নতুন জীবন পায়
একের পর এক মৃত্যু খেলায় মেতে যায়। 

আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
এইতো, একটু আগেই আমি মারা গেছি
প্রেমিকার বিষাক্ত ছুরি আমার হত্যাকারী! ❤

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

★আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই★

আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
একটা নতুন ভোরে কিংবা খটখটে দুপুরে আমি মরে যাই
একটা রঙিন সন্ধ্যায়ও আমি মৃত্যুকে আপন করে পাই।

প্রেমিকার সর্বাঙ্গে আমার মৃত্যু লেখা
আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
প্রেমিকার ওষ্ঠে মৃত্যুর গন্ধ পাই
প্রেমিকার চাঁদনী কপালের লাল টিপটা পর্যন্ত আমার মৃত্যু ঘটায়।

এইতো, একটু আগেই আমি মারা গেছি
প্রেমিকার বিষাক্ত ছুরি আমার হত্যাকারী!

চারিপাশে অগণিত মানুষের ভিড়
তারপরও কোথায় একটু শব্দ মাত্র নেই
সবাই নিস্তব্ধ হয়ে গেছে
কারণ একটাই-
আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
আমাকে হত্যা করা হয়
আমি হত্যাকারীকে ভালোবাসি 
হত্যা শেষে প্রেমের রক্ত মাখে প্রেয়সী। 

আমি প্রত্যহ প্রেমিকার হাতে মরে যাই
প্রেমের কোলে মরে যাই
একটি তাজা গোলাপ কাঁটায় আমার মৃত্য হয়
আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই।

শান্ত বিকেলে প্রেমিকার খোঁপায় গোজা কাঠগোলাপে আমার মৃত্যু হয়
থানায় মামলা করা হয়
একটা নতুন ভোর, একটা খটখটে দুপুর,একটি রঙিন সন্ধ্যা,
 একজোড়া ওষ্ঠ, ছোট্ট একটা লাল টিপ,একটি কাঠগোলাপ এবং 
একটা তাজা গোলাপকে গ্রেফতার করা হয়!
প্রেমিকা নতুন জীবন পায়
একের পর এক মৃত্যু খেলায় মেতে যায়। 

আমি প্রত্যহ নিয়ম করে মরে যাই
এইতো, একটু আগেই আমি মারা গেছি
প্রেমিকার বিষাক্ত ছুরি আমার হত্যাকারী! ❤

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

★ যৌবনের আদিমতা ★

এখনো আমরা বড্ড আদিম,
প্রেমিকার বুকে ভালোবাসার পাহাড় খুঁজে ফিরি
বিছানাস্বর্গে যৌবনের হিংস্রতায় মেতে উঠি
দেবতাদের সাক্ষী করে কামশক্তির চিত্রাঙ্কন করি।

প্রেমিকার উড়নচণ্ডী চুল, বিধ্বংসী ঠোঁট, রক্তিম ললাট, স্পর্শকাতর স্তন, কারুকার্যখচিত কোমর থেকে শুরু করে নিতম্ব, যোনী কিংবা উরু দিয়ে ক্রমশ যৌবন চুয়িয়ে পড়ছে।
এ যৌবন ছোঁয়ার অধিকার আমার নেই
সে অধিকার এখন অন্যকারো
সে যৌবন এখন অন্যকারো অপেক্ষায় বসে থাকে।

প্রাক্তনের যৌবনের ব্যবচ্ছেদ করা হলো
একটা নীল শাড়ি আর সঙ্গে কিছু রংতামাশা বেরিয়ে আসলো
বেরিয়ে আসলো আরো কিছু সুখস্মৃতি এবং একটা বিছানাস্বর্গ, যেখানে চিত্রাঙ্কন করেছিলাম আমরাও।

এখনো আমরা বড্ড আদিম,
প্রাক্তনের সুখস্মৃতিতে বিষাক্ত হয়ে উঠি
কালগোখরোকে হার মানিয়ে ভয়ার্ত ছোবল দিয়ে বসি
অকৃত্রিম ভালোবাসাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে উঠি।

এতো আধুনিকতার পরও অন্ধকারে আমরা আদিমতার সাক্ষী হই, 
পরষ্পরের নেশায় নিজেকে ভুলে যাই।
এখনো আমরা বড্ড আদিম,
প্রেমের ছলে প্রেমিকার হাতে হাত রাখি, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে স্বপ্নস্বর্গে হারিয়ে যাই
পক্ষান্তরেই প্রয়োজনে যাযাবর হয়ে অন্য শহরের পথিক হই।

© রাতুল মাহমুদ যৌবন

যৌবন

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

★ যৌবনের আদিমতা ★

এখনো আমরা বড্ড আদিম,
প্রেমিকার বুকে ভালোবাসার পাহাড় খুঁজে ফিরি
বিছানাস্বর্গে যৌবনের হিংস্রতায় মেতে উঠি
দেবতাদের সাক্ষী করে কামশক্তির চিত্রাঙ্কন করি।

প্রেমিকার উড়নচণ্ডী চুল, বিধ্বংসী ঠোঁট, রক্তিম ললাট, স্পর্শকাতর স্তন, কারুকার্যখচিত কোমর থেকে শুরু করে নিতম্ব, যোনী কিংবা উরু দিয়ে ক্রমশ যৌবন চুয়িয়ে পড়ছে।
এ যৌবন ছোঁয়ার অধিকার আমার নেই
সে অধিকার এখন অন্যকারো
সে যৌবন এখন অন্যকারো অপেক্ষায় বসে থাকে।

প্রাক্তনের যৌবনের ব্যবচ্ছেদ করা হলো
একটা নীল শাড়ি আর সঙ্গে কিছু রংতামাশা বেরিয়ে আসলো
বেরিয়ে আসলো আরো কিছু সুখস্মৃতি এবং একটা বিছানাস্বর্গ, যেখানে চিত্রাঙ্কন করেছিলাম আমরাও।

এখনো আমরা বড্ড আদিম,
প্রাক্তনের সুখস্মৃতিতে বিষাক্ত হয়ে উঠি
কালগোখরোকে হার মানিয়ে ভয়ার্ত ছোবল দিয়ে বসি
অকৃত্রিম ভালোবাসাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে উঠি।

এতো আধুনিকতার পরও অন্ধকারে আমরা আদিমতার সাক্ষী হই, 
পরষ্পরের নেশায় নিজেকে ভুলে যাই।
এখনো আমরা বড্ড আদিম,
প্রেমের ছলে প্রেমিকার হাতে হাত রাখি, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে স্বপ্নস্বর্গে হারিয়ে যাই
পক্ষান্তরেই প্রয়োজনে যাযাবর হয়ে অন্য শহরের পথিক হই।

© রাতুল মাহমুদ আদিমতা

আদিমতা

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

সেদিন আমার,দুহাত ভরা আবির ছিলো! 
মস্তবড় ইচ্ছে ছিলো!
সেদিন তোমার,দুচোখ ভরা কাজল ছিলো!
মস্তবড় স্বপ্ন ছিলো!

আবিরটুকু হারিয়ে গেলো!
স্বপ্নগুলো উড়াল দিলো!
প্রগাঢ় মেঘের সাক্ষী হলাম!
ইচ্ছেগুলো ভাসিয়ে দিলাম!

পূব আকাশে সূর্য ওঠে
দুচোখে মোর অশ্রু হাসে!
মিছে মায়ায় ভ্রমর দেখি
মায়ার ফাঁদে উল্টে পড়ি!

আমি এবার আবির হবো!
তোমার চোখের কাজল হবো!
দুচোখ ভরে ছড়িয়ে যাবো
সারা শরীর রাঙিয়ে দেবো। 

ঈশ্বরকে সাক্ষী রাখি
বিষাদনামা আপন করি,
প্রিয় এই বিষাদনামায়
পৃথিবীকে বিদায় জানাই।

★বিষাদনামা ০৪★ বিষাদনামা

বিষাদনামা

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

আমি প্রত্যহ ওষ্ঠে মৃত্যুর মধুর স্বাদ পাই
যা আমাকে আত্মহত্যার বাণী শেনায়... আত্মাহুতি

আত্মাহুতি

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

ঘিরে আছে নিকষকালো অন্ধকার
স্মৃতির পাতা নাড়া দিয়ে যাচ্ছে বারংবার
বিধাতা আমায় ডাক দিয়েছে
পাড়ি দিতে হবে গন্তব্যহীন পরপার। স্মৃতিচারণ

স্মৃতিচারণ

370741e92ee604ba7c481aa2dddfdb45

Ratul Mahmud

যৌবনের করিডোরে হাপিত্যেশের রংহীন আল্পনা
সান্ধ্য নিশিতে তক্ষকের বিরামহীন ডেকে চলা
সবকিছু ছাপিয়ে
বেহুলার আচলের ভরসায়
মৃত্যুপুরীতে স্বাগত জানাই।

আত্মাহুতির নিষ্ফল প্রয়াসে
শ্রেষ্ঠত্বের ভঙ্গুর বিদায়ে
আমিত্বকে অভিবাদন জানাই।

আত্মার অহংকারের নির্মূলতায়
বিধবা নারীর অশ্রু কণায়
বিদেহী আত্মার মাগফিরাত জানাই।

★বিষাদনামা★ বিষাদনামা

বিষাদনামা

loader
Home
Explore
Events
Notification
Profile