Nojoto: Largest Storytelling Platform
nojotouser7764387244
  • 188Stories
  • 201Followers
  • 1.9KLove
    81Views

বাপ্পা দে

কবিতা চর্চা মোর মন মাতানো পাগলামি, কবিতারে যেন যতনে রাখি হৃদয়পুরে সাবধানী।

  • Popular
  • Latest
  • Video
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

প্রাপ্য'টা যদি হকের হয়, তাহলে সেই প্রাপ্য প্রতারকদের দ্বারা যতোই প্রতারিত হয়ে যাকনা কেন। সময়ের ব্যাবধানে সেই প্রাপ্য আপনার কাছে পুনরায় ফিরে আসবে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে।

©বাপ্পা দে #diary
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

জন্মের পর যখন সম্যক জ্ঞান হয়, ঠিক তখন থেকে মাথার উপর ছাদ'টা সরে যাওয়া অবধি, আমি নীতি-আদর্শ'কে পথ ভাবতাম, সত্য'কে ভাবতাম রথ এবং আমার সহজাত সরলতা'কে ভাবতাম আনন্দের চাবিকাঠি। কিন্তু হঠাৎই যখন মাথার উপর থেকে ছাদটা সরে গেলো, তখন চোখ খুলেই দেখলাম আমার নীতি-আদর্শ, সততা আর সরলতার সুযোগ নিয়ে, আমার আপনজনেরা'ই আমার সংখ্যাগরীষ্ঠ্য অধিকার হরণ করে নিয়েছে। বর্তমানে নীতি-আদর্শের প্রতি আমার ভয়ংকর রকমের ভয় হয়। সত্যে'র উপর প্রচন্ড ঘৃণা আর সরলতার উপর হয় অজস্র ক্ষোভ! 
তাই বর্তমানে নীতি-আদর্শ, সততা আর সরলতা'কে মনে হয় আফিমের নেশা মাত্র। অবশ্য'ই নীতি-আদর্শ, সততা ও সরলতাকে অবলম্বন করে জীবনের পথিক হওয়া কাম্য। কিন্তু নেশায় পরিণত করা মূর্খামি মাত্র....

©বাপ্পা দে #Hopeless
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে



।। অ নু শা স ন ।। 
  বা প্পা  দে 

গালভরা অনুশাসন,
আঁটোসাটো রেজিমেন্ট;
আড়ালে ধর্মসভা,
প্রবেশিকার ডিটারজেন্ট।

তবুও হায়! তাল'কাটা,
বিশৃঙ্খলার অতি'হিং;
সাক্ষী রইল যেন,
ওয়ারেন হেস্টিং....

©বাপ্পা দে
  #Dussehra
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে



।। অ নু শা স ন ।। 
  বা প্পা  দে 

গালভরা অনুশাসন,
আঁটোসাটো রেজিমেন্ট;
আড়ালে ধর্মসভা,
প্রবেশিকার ডিটারজেন্ট।

তবুও হায়! তাল'কাটা,
বিশৃঙ্খলার অতি'হিং;
সাক্ষী রইল যেন,
ওয়ারেন হেস্টিং....

©বাপ্পা দে
  #Dussehra
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

।। অ নু শা স ন ।। 
  বা প্পা  দে 

গালভরা অনুশাসন,
আঁটোসাটো রেজিমেন্ট;
আড়ালে ধর্মসভা,
প্রবেশিকার ডিটারজেন্ট।

তবুও হায়! তাল'কাটা,
বিশৃঙ্খলার অতি'হিং;
সাক্ষী রইল যেন,
ওয়ারেন হেস্টিং....

©বাপ্পা দে #Dussehra
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

অনেকেই বলে "উপরে গিয়ে নাকি 
জবাব দিতে হয়"। 
আমি বলি "উপরে সকলেই স্থান 
পায়না, কারণ কর্মের ভিক্তিতে উপরে স্থান পাওয়া যায়"। 
সুতরাং অনেককে নিচে 
গিয়েও জবাব দিতে হয়।

©বাপ্পা দে #bye2020
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

অস্তিত্বের সংগ্রামে জয়ী হলে,
স্বভাবসিদ্ধ'ই হয়তো দেখা যাবে;
মানবরূপী মুখোশের ভিড়ে,
আসছে বছর আবার হবে....

                                    বাপ্পা দে

©বাপ্পা দে #Dussehra2020
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

।।কোভিড কালীন পুজো প্রেম ।।
বাপ্পা দে 

কোভিডে কাশফুল, ম্যাজম্যাজে রোদ্দুর, ষষ্ঠী'র সকাল।
হাতে গ্লাভস্, মুখে মাস্ক, জিন্স আর ফ্রকে মণিমালার আবির্ভাব। 
ফ্যালফেলিয়ে চেয়ে থাকা কারো মনপ্রাণ কিশলয়। 
মণিমালা হেসে যায়, মন কারো উড়তে চায়।
সেতো এক গোবেচারা, ফণীভূষণ ময়রা।
তেলচিটে কেশ তার, মুখে নেই মাস্ক, নেই জুতো পায়েতে।
কিছুতেই সে পায়না ভেবে, মণি কি তার প্রেমিকা?
তার মনপ্রাণ কি যে হয়! যেন চঞ্চল পায়রা।

সপ্তমী'র দুপুরবেলা, তাঁরা সকলেই দুগ্গা মেলা। 
মণিমালা এগিয়ে এসে, তাকে চকোলেট হাতে দেয়। 
তার মনের মধ্যে আন্দোলন, একি প্রেমের আস্ফালন? 
কিছুতেই সে পায়না ভেবে, মন তার চঞ্চল। 

অষ্টমী'র বিকেলে, যদিও ফণী সেকেলে। 
বললো তারে সাহস করে, "তোমায় ভালোবাসি"!
মণিমালা হাসিখুশি, তার হাতে দেয় চিরকুট। 
চিরকুটে লেখা হয়, "আই লাভ ইউ"!
দু'জনে তারা বসে এক নির্জন নিরালায়। 

নবমী'র বারবেলা, মণিমালার বাবা আসে, জোর করে নিয়ে যায়।
মণিমালা কেঁদে যায়, মাস্ক তার খুলে যায়।
ফণী শুধু হতবাক, নিষ্ঠুর এ সমাজে ফ্যালফ্যাল চেয়ে রয়।

দশমী'তে বিসর্জন, তাদের প্রেমের বিসর্জন।
মণিমালা মারুতি চড়ে কলকাতা ফিরে যায়।
শেষ হয়ে যায় তাদের, কোভিড কালীন পুজো প্রেম কাহিনী। 
ফণী শুধু চেয়ে রয়, যেন এক হতভাগা মণিহারা ফণী।

©বাপ্পা দে #One_sided_love
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে



।।  স্ব'আহত ।। 
  বাপ্পা দে 

নিজের কাছে নিজেই'তো লজ্জিত! 
নিজের হাতেই কাটলো যে অন্তর;
অপরের হাতে কাটলে'ও স্বস্তি ছিল, 
শুধুই ভাবছি, মিছে নিজের ঘর!

জানি একদিন শেষ হবে এই হাত, 
কাটার মতো'ও শক্তি হবে লোপ;
তবে কেন যে, কিসের এতো নেশা?
স্ব'আহত হওয়া'ও অভিজ্ঞতার কোপ!

স্ব হয়তো হয়ে'ও হয়না নিজের,
দেওয়ানেওয়া'তেই মশগুল স্বত্বা;
আলগা এখন বাঁধন বিবেক টান, 
স্বার্থ জ্বালায় নিজের'ই বুদ্ধিমত্তা! 

স্ব'হতে বোধহয় দূরত্বতা'ই শ্রেয়,
ধ্বনিযুক্তি'তো আহত করার কল;
পা'পিছলে মাথা নিচু বারেবার,
স্ব'আহত অমানবিক রোষানল! #newday
3f2041fc8fdf711fd89ccafcb2755053

বাপ্পা দে

।।  প্রয়োজনবোধ ।।
বাপ্পা দে

ঘৃণা ভরা এই পরম্পরায়, 
অশান্তির মন ফুঁড়ে! 
প্রয়োজনবোধ প্রেমের পরশ,
লাগুক সবার অন্তরে!

loader
Home
Explore
Events
Notification
Profile