Nojoto: Largest Storytelling Platform
subha4794631954085
  • 32Stories
  • 183Followers
  • 275Love
    6Views

মনের মানুষ

  • Popular
  • Latest
  • Video
4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

আমার রূদ্ধ আজিকে
বাঁশি সংগীত হারা,
অমাবস্যার কারা.. 
লুপ্ত করেছে আমার ভূবন,
দুঃস্বপ্নের তলে...
তাই তো তোমায় শূধাই,
অশ্রুজলে...
যাহারা তোমায় বিষাইছে বায়ু
নিভিয়াছে তবু আলো।
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ?
তুমি কি বেশেছো ভালো...? সম্পূর্ণা#

#StarsthroughTree

সম্পূর্ণা# #StarsthroughTree

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

একটি সম্পর্ক দাঁড়িয়েই থাকে পারস্পরিক জানা বোঝার মধ্যে দিয়ে।এই জানা বোঝা শক্ত, মজবুত করার জন্য দরকার পরস্পরের ভালো লাগা, মন্দ লাগাকে সম্মান করা, ভালো ভাবে জানা। তবেই তুমি  সত্যিকারের প্রিয়
মানুষ হবে! #HopeMessage সম্পূর্ণা##

#HopeMessage সম্পূর্ণা##

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

miss you....
 Susanta Sing Rajput.
আবার ফিরে এসো
নতুন রূপে
অন্য কোনো
চরিত্রে..? #SushantSinghRajput
4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

sampurna#$$

sampurna#$$ #nojotovideo

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

🌈🌈কী আছে আমাজনে
কেন এই দাবানল।
পরিবেশ তাই কাঁদে
মানুষ খোঁজে সেই ছবি,
আগুনে বিপন্ন হাজারো প্রানী
রহস্য ও বিশ্বয়ের আমাজনের স্মৃতি
মানুষের জীবন তাই ইতি...?
পুড়ে খাক আমাজন
বিশ্বের কোপে আজকের বনাঞ্চল,
আমাজন আগুনর অন্তরালে
অসহায় প্রানীরা কাঁদছে দাবানলে।
হাত বাড়িয়ে কাটছো যে গাছ...
তারই ফাঁকে হল শহরের সাজ।
তোমার হাতে সাজাও প্রকৃতি
গড়বো আবার এই নতুন পৃথিবী...?🌎🌏


     __মনের মানুষ #WorldEnvironmentDay সম্পূর্ণা@#

#WorldEnvironmentDay সম্পূর্ণা@#

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

আমি আজ ঝরা পাতার প্রকাশনা
নেই কারো মনে
ঝরে গেছি আঁধারে,
কেউ মনে রাখেনি দরকারে
তাই আমি আজ পথ প্রান্তরে।
ঠিকানা হীন রাস্তায়
পাইনি কারোর দেখা।
তুলে নিয়ে যাবে যে আমায়
স্বার্থপর পৃথিবী শুধু ই তোমার।
বুঝে গেছে মন 
একলা থাকাই জীবন।
ঝরাপাতা স্নিগ্ধ হাওয়ায়
চলছি কোন পথে অজানায়? সম্পূর্ণা@#

সম্পূর্ণা@#

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

Eid Mubarak আমার শহর আজ শান্ত
নিস্তদ্ভতা। 
সব হারিয়ে বড়োই ক্লান্ত
পরিশ্রমী।
ফিরে পেল সেই স্মৃতি
অনুসূচনা।
আগামী দিনের ইতি
বড়োই সমস্যা?

                 _মনের মানুষ সম্পূর্ণা#@

সম্পূর্ণা#@

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

আজও আকাশে উড়ে চিঠি
নেই তার কোনো স্মৃতি,
কান্না ঝরা ঝড় আর বৃষ্টি
    আমার ঠিকানা হীন ঠিকানায়,
শুধু তোমারই অপেক্ষায়?
আজও স্মৃতি রেখে যায়? সম্পূর্ণা@#

সম্পূর্ণা@#

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

আজও আকাশে উড়ে চিঠি
নেই তার কোনো স্মৃতি,
কান্না ঝরা ঝড় আর বৃষ্টি
    আমার ঠিকানা হীন ঠিকানায়,
শুধু তোমারই অপেক্ষায়?
আজও স্মৃতি রেখে যায়? সম্পূর্ণা@#

সম্পূর্ণা@#

4ac2ed1b099216a8902db4469cc16b79

মনের মানুষ

তুমি থাকো এই মনে অন্তরে
ভালোবাসা, প্রেম অনন্তকাল।
তোমারি বিরহ বিরহের প্রত্যয়
দেখবে বিশ্ব বাসী তোমার এই হৃদয়।
তুমি আছো আজও বাঙালির মনেপ্রাণে
তোমার জন্য বুঝি ভোর হয় সূর্য ওঠে
বিশ্ব লোকাচারে যেন তুমিই প্রতিষ্ঠিত।
কীর্তিমান যস, অপার সৌন্দর্যের প্রতিভা
তুমি থাকো প্রতিটি মনে প্রতিদিনের
অনন্তকাল তুমি ।


--মনের মানুষ
 সম্পূর্ণা@#

সম্পূর্ণা@#

loader
Home
Explore
Events
Notification
Profile