Nojoto: Largest Storytelling Platform
moughosh2432
  • 10Stories
  • 23Followers
  • 35Love
    0Views

Mou Ghosh

  • Popular
  • Latest
  • Video
4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

 নষ্ট ভীষন কষ্ট বাড়ায়,সমাজ হারায়,
কুড়িয়ে পাওয়া মানের চেয়ে
 খুইয়ে ফেলা সতীত্ব টা ভীষন দামী, ভীষন দামী,ভীষন দামি ।
রঙবাহারী মনটা যখন প্রজাপতি হয়ে পাখনা মেলে,ক্লোরোফিল গিলে সবুজ ঘাসফুলে পরাগে পরাগে মিলনে খেলে ,
দেখে যাই রোজ,আমি ভাবি রোজ,নব প্রজন্ম দেখবো কবে....আটপৌরে আমি....

মৌ ঘোষ

নষ্ট ভীষন কষ্ট বাড়ায়,সমাজ হারায়, কুড়িয়ে পাওয়া মানের চেয়ে খুইয়ে ফেলা সতীত্ব টা ভীষন দামী, ভীষন দামী,ভীষন দামি । রঙবাহারী মনটা যখন প্রজাপতি হয়ে পাখনা মেলে,ক্লোরোফিল গিলে সবুজ ঘাসফুলে পরাগে পরাগে মিলনে খেলে , দেখে যাই রোজ,আমি ভাবি রোজ,নব প্রজন্ম দেখবো কবে....আটপৌরে আমি.... মৌ ঘোষ #nojotophoto

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

সেল্ফি সেল্ফি ভীষন ম্যানিয়া
স্মার্ট ফোনে ব্যস্ত দুনিয়া,
চাঁদের গায়ে তুলছে ঢেউ
খবর আজ রাখেনা কেউ।
মিষ্টি মুখে সর্বজয়
দুনিয়া টার আজ ভীষন ভয়....

মৌ ঘোষ

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

কষ্ট যখন কঠিন করে মন, 
লোহা গরমে কামারের এক ঘা, 
মন বলে দুর যা দূর যা
বাস্তবের কঠিনতা, 
দুটো মনে নাড়ে কড়া, 
সময় মেপে পা ফেলার নামটাই জীবন। 
দুটো হৃদয় কাছে যায়, 
থাকে পাশে যুগ যুগ আজীবন ... মন

মন

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

সময় মেপে দুটি হৃদয় ,অবুঝ যখন হয়
ভালোবাসার মানুষ পোকা মন খুবলে খায়।
ধরবে কি হাত!তোমাতেই বসে আছি
দেখতে সুপ্রভাত

মৌ ঘোষ

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

ছুটছে ট্রেন, ব্যস্ত ভীষন
পেড়িয়ে যাচ্ছে স্টেশন
চাকায় চাকায় শব্দ উঠছে
মন উচাটন ভীষন.....

মৌ ঘোষ

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

ঐ মেয়েটা শান্ত ভীষন
মিষ্টভাষী, অনেক গুণী, ঐ মেয়েটা বৃষ্টি দিনে ,অফিস সামলে,জন্মদিনে
একলা বসে গোমরা মুখে ,তাইতো বলি সুখে দুখে,সবার বুক জুড়ে তুই থাক
এ আমার আশীর্বাদ..

মৌ ঘোষ আমাদের সেই মেয়েটা

আমাদের সেই মেয়েটা

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

ওদিকে যেওনা তুমি আর, ওদিকে চেয়োনা তুমি আবার
যে পথ মিলিয়ে গেছে ধূসর গোধূলি হয়ে
সেদিকে ফিরিও না আর ,স্মৃতি পটে আকাঁ সেই মানবে ....

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

ধরো,পাখিটার রঙ হলুদ
গাছের এ ডাল থেকে ঐ ডালে সে খেলে বেড়ায়,
শালিক গুলো ছোট্ট পাখিটাকে ভীষন জ্বালায়,
অভিমানী ছোট্ট পাখিটা ওর নিজের ভাষায় বলে ওঠে,এসো সবাই
আমরা বন্ধু হবো ..…
একবার একটা দুষ্টু কাক তাকে তাড়া করলো,
ছোট্ট পাখি
ভয়ে চিৎকার করে বললো
কারোর ক্ষতি করতে নেই
নিজেকে বদলে ফেলে বন্ধু হয়ে ওঠো।
দেখবে
একদিন
সবাই তোমার কদর করবে .... ছোট্ট পাখি আমার

ছোট্ট পাখি আমার

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

তোমার আমার মাঝের দরজাটায়
কড়া নেড়ে কেউ ডাক দেয়
ছোট্ট একাকী জোনাকি, ভয় চোখে 
খোঁজে তাকে,যদি সেই চেনা নামে ডেকে ওঠে সেই বাবুইপাখি টি...

4d055c63d3791cb931a0abe198228866

Mou Ghosh

কথা দাও,আবার হাঁটবো কয়েক যোজন পথ
আড়মোরা ভাঙা সূর্য উঠুক 
হঠাৎ 
আরেকটা সুপ্রভাত।

মৌ ঘোষ

loader
Home
Explore
Events
Notification
Profile