Nojoto: Largest Storytelling Platform
nojotouser3489598958
  • 53Stories
  • 0Followers
  • 0Love
    0Views

শ্রীতমা ☘️

  • Popular
  • Latest
  • Video
519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

সত্যি করে বলো তুমি কি সেই গল্পটা আবার শুনতে চাও?
কিভাবে তোমার হাত আমার বুকে এসে ঠেকেছিল,
যাবতীয় আবেদন, আদর, আয়োজন সবই তখন তোমার মুঠোয়,
কোনোরকম ক্ষতি দেখিনি, ভেঙেচুরে ভালোবাসা ছাড়া।।

সবকিছু খুলে বলতে নেই, তবুও বলি
হাজারো বর্ষাকে বয়ে নিয়ে গেছে এমন মেঘেদের অভাব ছিলনা কখনোই,
তোমার চোখের অনন্ত সমুদ্র সেই মায়া এবং মেঘেদের ওপর উপচে পড়েছে,
আমাদের ঈশ্বর জীবিত,
তিনিই জানেন, আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি,
মেঘেরা হেরে গেছে আর আমি ভালোবাসতে লেগেছি তোমায়!

সত্যি করে বলো, এই গল্পের শেষটা কি তুমি জানো না!
কিভাবে কাঠপেন্সিলে আঁকা স্বপ্নগুলো নিয়মিত জীবন পান করবে,
নিয়ম ভাঙলেও খসে পড়া নক্ষত্ররা গতি হারাবেনা!
এসব কিছুই কি তোমার অজানা?
এখন হয়তো তোমার বিশ্বাস হবে না, তাও বলি
মাসের পর মাস পেরিয়ে গেলে,
তোমার আমার পোশাকের সুতোর গিঁটে লেগে থাকবে অগুনতি দাবার ছক,
বাদশা নিয়ে ব্যস্ত সবাই, কেবল তুমিই আগলে রাখবে আমায়!
আমাদের ঈশ্বর তখনও জীবিত থাকবেন,
তিনিই দেখবেন আমি জন্ম থেকে পরজন্ম অবধি অপেক্ষা করছি।
আমার অপেক্ষা ক্লান্ত হয়নি, ওরা অজস্রবার  জন্ম দিয়েছে,
শুধু ভালোবাসার.. #yqdada 
#bengali
519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

শাড়ীর কুঁচির অন্তরালে বরফ গলা অসুখের আট-দশটা ভাঁজ,
চন্দ্রগুপ্তের তলোয়ারের মতো,
দগ্ধ উপত্যকায় অবিরাম তুষারপাতের দিনেও,
তোমার স্পর্শ থেকে বিরত থেকেছি,
নরম আঙুল কেটে, রক্তবর্ণের কবিতা যে আমি চাইনা!
তবে কালকের মিসিসিপি থেকে যে প্রেম উঠে এসেছে,
জমিয়ে রাখছি দু-ঠোঁটের ছায়ায়।
আমি জানি নক্ষত্রদের নির্যাতন এড়িয়ে,
তুমি আসবে সূর্যোদয়ের শেষে!


তিনটে বুলেট গতি হারিয়েছে, 
দেওয়ালে লিখনে অপেক্ষাদের পাহারা দেয়,
বুকের দেরাজে এক বন্য অভ্যাস তখনও অমলিন,
দুটো নিঃশ্বাস, দুটো বিশ্বাস,
দুটো শরীর, কিন্তু আকাশ তো একটাই!
তাই মিশে যেতে চাই।।
— % & #এটুকু_তোমার_থাক 
#yqdada

#এটুকু_তোমার_থাক #yqdada

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

  আমার স্পষ্ট মনে পড়ছে,
অন্ধকারের থাবার কাছে এসে বসেছো তুমি,
সহস্র মেঘ পাহারা দিচ্ছে তোমায়,
পাশ ফিরে দেখো!
তমাল ব্রিজের পাশ দিয়ে বয়ে চলা রক্তাল্পতার স্রোতে,
আমাদের অসম্পূর্ণ সংসার ভেসে যায়।

শক্তি গচ্ছিত করে, খালি পায়ে হেঁটে এসেছিলে মোহনায়,
মোহনার চেহারাটা অবিকল আমার মতো,
আমার মতোই কর্পূরের শরীর, আহত ডানা আর
কপালে বিয়োগচিহ্ন ছিল!

অতঃপর বলার কিছুই নেই!
সূর্যাস্তের শেষে ঐ ছাইটুকুই পড়ে রইল,
গোধূলি নিভে গেলে, পাখিদের খড়কুটো নিয়ে দিশেহারা হতে হয়,
খানিকটা ঠোঁটে সিগারেট ঝোলানো ঘর-ফিরতি মানুষের মতো!


— % & #শব্দেরমেলায় 
#januarysm
#yqdada 
#এটুকু_তোমার_

#শব্দেরমেলায় #januarysm #yqdada #এটুকু_তোমার_

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

।। বসন্ত এসেছে।।

-"এখনও অভিমানের ভারে মুখ লুকিয়ে রাখবে! চোখের সামনেই পনেরোটা বসন্ত পেরিয়েছে, তবুও তোমার কাছে আসিনি, কিন্তু আজ.."!  

একবুক দীর্ঘশ্বাস, উত্তুরে হাওয়ার দাপটটা বাড়িয়ে দেয়। হতশার হাত ধরে রাত এগিয়ে চলে নিরবে,  -"..তোমার বসন্ত এসেছে! তুমি বলতে আমি এলে, সেদিনই তোমার জন্য শুভদিন! শেষবারের জন্য কথা বলো লিজা"!

তির্যক কাঁচের টুকরোটা দপ্ করে জ্বলে উঠলো! 
হাত ফসকে সাদাগোলাপের তোড়াটা কবর ছোঁয়,
জান্তব অন্ধকারের বুকচিরে অনাথ চাঁদটা হঠাৎ চিকচিক করে ওঠে। শুকনো পাতাগুলো খুচরো পয়সার মতো ছড়িয়ে পড়ছে, একটা অসাময়িক উষ্ণতা জড়িয়ে ধরছে ঘরছাড়া শীতটাকে।
ততক্ষণে সাদাগোলাপগুলো ধমনীবাহিত তাজা রক্তের আলাপে লাস্যময়ী হয়ে উঠেছে।
একোণ শুভদিনের লক্ষণ? তবে কি সত্যিই বসন্ত এসেছে!!
— % & #শুভদিনে 
#yqdada 
#বাংলা

#শুভদিনে #yqdada #বাংলা

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

শতকের পর শতক মানুষ ভেসে এসেছে, 
ভেসেও গেছে, খানিকটা ছেলেমানুষী ছায়ার মতোই..
এরপরেও ঠিক তোমাকেই চাই।

শেষ রাস্তার মোড়ে এসে হাত ধরা!
নিমিত্ত কি শুধুই পারাপার!
অনেকটা..
মনে পড়া, সাবধানতা, হৃদস্পন্দন আর সাদা খাতা!

মোমবাতির মৃতসুখ গলে পড়ছে...
নিভু আঁধার, সাতাশের ভোর, স্নিগ্ধ বালিকা,
ছুঁয়ে গেছে সেই বিশাল নীলের শরীর আর চাঁদের পাহাড়।
নিয়ম করেই পাতা ঝরুক, বয়স বাড়ুক,
কলমের ঠোঁটে কুয়াশা থাকুক,
মূহুর্ত ঘেরা আপন-ছায়া!
সময়-সন্ধির পরেও সেই ভেজা জোনাকি,
বেড়াজালের বন্দী চাঁদেও,
ভীষণ জ্যোৎস্না নামবে জানি।।

— % & বহুদিন লেখালেখির সাথে সম্পর্ক নেই, 
কিন্তু yq র সাথে সম্পর্ক থাকবেনা এমনটা হতে পারেনা।।
বারবার যারা মনে করেছো, তাদের জন্য অনেক ভালোবাসা।।
#yqdada 
#এটুকু_তোমার_থাক 
#বাংলা

বহুদিন লেখালেখির সাথে সম্পর্ক নেই, কিন্তু yq র সাথে সম্পর্ক থাকবেনা এমনটা হতে পারেনা।। বারবার যারা মনে করেছো, তাদের জন্য অনেক ভালোবাসা।। #yqdada #এটুকু_তোমার_থাক #বাংলা

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

-"একটু এগোও দেখি দিদি, পাদুটো আর টানছেনি, আমি একটু জিরিয়ে নিই", বলেই মাথা থেকে পাহাড় সমান ধানের বস্তাটা নামিয়ে, একগোছা নির্দোষ ঘাসকে মাড়িয়ে বসে পড়ে মিঠির মা।
         সত্যিই কি মাথা থেকে বোঝাটা নামল! শ্বশুরবাড়ী ছেড়ে এক-কাপড়ে বেরিয়ে এসেছিল
মেয়েটাকে বাঁচাবে বলে। লোকের জমিতে মজুর খেটে পেটদুটোই ভরেনা...!

        সদ্যজাত ধানগাছের মতো সরু, নরম হাতদুটো গলা পেঁচিয়ে ধরতেই, ঘোর কেটে যায়!
-" চিন্তা করিসনা, রাজকন্যের জাদুকাঠিটা পেয়ে গেলেই তোকে জমি এনে দেব মা, সেই মাটিতে সোনার ফসল হবে, দুঃখ কিসের।"
-"সেই আশাতেই  আমি বেঁচে আছি রে!"

       মিঠির হাতটা ধরে উঠে দাঁড়ায় মিঠির মা, মুড়িয়ে যাওয়া ঘাসগুলো, মাটির টানেই মাথা তোলে, আরো একবার!
          

 মাটি তো মায়ের জাত!

তমসা•••🍁❤️ দিভাই, ❣️শিঞ্জিনী❣️ বোনু  লিখতে বলেছিলে।
Rupak Dafadar, Kajal Mandal দিভাই মনে করার জন্য অনেক ধন্যবাদ।।

#মাটির_টানে 
#yqdada 
#challenge

মাটি তো মায়ের জাত! তমসা•••🍁❤️ দিভাই, ❣️শিঞ্জিনী❣️ বোনু লিখতে বলেছিলে। Rupak Dafadar, Kajal Mandal দিভাই মনে করার জন্য অনেক ধন্যবাদ।। #মাটির_টানে #yqdada #Challenge

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

।। আবদার ।।

আরেকটু কুঁকড়ে, হাঁটু দুটোকে বুকের কাছে নিয়ে এসে পাশ ফিরতেই নীলুর হাতের আঙ্গুলগুলো কি যেন একটা নরম জিনিস স্পর্শ করে।
 মুখ থেকে ছেঁড়া চাদরটা সরাতেই দেখে একটা মানিব্যাগ, শীতভেজা হচ্ছে নির্দ্বিধায়।।

      পরদিন সকালে হিরুমাস্টারের দিকে চায়ের ভাঁড়ের সাথে, বাঁহাত দিয়ে মানিব্যাগটা বাড়িয়ে দেয় বছর দশেকের নীলু।
 -"এটা! তুই কোথায় পেলি!" হিরুবাবু একলাফে ছিনিয়ে নিয়ে, তড়িঘড়ি মানিব্যাগটা খুলে টাকা গুনতে শুরু করেন।
-"পনেরোশো  টাকা রয়েছে, আপনার ছবিটা দেখেই চিনেছিলাম। একপয়সাও নিইনি, আপনি চাইলে একটা কম্বল দিয়ে  আমার আবদার মেটাতে পারেন"..
            
        হিরুবাবু নীলুসহ সকল ফুটপাতবাসীদের কম্বল বিতরণ করে বাড়ি ফিরছেন, শেষ বিকেলের সূর্যটা তখন মেঘেদের আড়ালে আলো-ছায়ায় লুকোচুরি খেলতে মত্ত।। #আলো_ছায়ায় 
#বাংলা 
#challenge 
#yqdada 
#অনুগল্প
#এটুকুই_পাওয়া

#আলো_ছায়ায় #বাংলা #Challenge #yqdada #অনুগল্প #এটুকুই_পাওয়া

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

।। মনের কথা।।
 ‌       
         (পুরো গল্প ক্যাপশনে)
        
       -এই বার্থডে কেকটার ওপর কি নাম লেখা হবে ম্যাডাম? 
-কোকো!
 নামটা বলতেই পারমিতার গোলাপী ঠোঁটের সরু ফাঁকটা একটুখানি চওড়া হয়ে গেল, রিমলেস চশমার কাঁচের ভেতরে আবদ্ধ, চোখদুটোর মধ্যে এক অনাবিল শান্তির রেশ বয়ে যাচ্ছে, যেন সাংসারিক জীবনের যত কথাকাটাকাটি, দ্বন্দ্ব,মান-অভিমানকে সে নিমেষেই আকাশে উড়িয়ে দিল।
 দাম মিটিয়ে, দোকান থেকে বেরিয়ে আসতেই, উত্তরের উত্তেজিত এক ঝাঁক হাওয়া রাস্তা পারাপার করে জানান দেয় শীত এ শহরে পদার্পণ করছে।
 শাড়ির আঁচলটা গায়ে টেনে গাড়িতে উঠে, স্টিয়ারিংয়ে হাত রাখে পারমিতা, ডঃ

-এই বার্থডে কেকটার ওপর কি নাম লেখা হবে ম্যাডাম? -কোকো! নামটা বলতেই পারমিতার গোলাপী ঠোঁটের সরু ফাঁকটা একটুখানি চওড়া হয়ে গেল, রিমলেস চশমার কাঁচের ভেতরে আবদ্ধ, চোখদুটোর মধ্যে এক অনাবিল শান্তির রেশ বয়ে যাচ্ছে, যেন সাংসারিক জীবনের যত কথাকাটাকাটি, দ্বন্দ্ব,মান-অভিমানকে সে নিমেষেই আকাশে উড়িয়ে দিল। দাম মিটিয়ে, দোকান থেকে বেরিয়ে আসতেই, উত্তরের উত্তেজিত এক ঝাঁক হাওয়া রাস্তা পারাপার করে জানান দেয় শীত এ শহরে পদার্পণ করছে। শাড়ির আঁচলটা গায়ে টেনে গাড়িতে উঠে, স্টিয়ারিংয়ে হাত রাখে পারমিতা, ডঃ #Challenge #yqdada #বাংলা #অনুগল্প #শীত_শহরে #এটুকুই_পাওয়া

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

চলো জীবনের দাম দিই,
জ্যোৎস্নায় গলে যাওয়া ফুটপাত থেকে হৃদস্পন্দন তুলে আনি,
আনুগত্য শেখাই, নিয়মমাফিক একটা ছন্দ পাওয়া যাবে!
সময় পেলে আমার শিরা-উপশিরায় তোমার গা ভাসিয়ে দিও এবং,
বিশ্বাস রেখো, পরবর্তী শ্রাবণেও তোমাকে একইভাবে বয়ে নিয়ে যাব ।।

বাজারের থলি, সাংসারিক দরদাম ভুলে,
চলো জীবনের প্রেমে পড়ি!
মেঘলা মনের উপর নাতিশীতোষ্ণ রোদ, সহস্র বিসর্জনের ক্ষত ভুলে যাই!
বেওয়ারিশ বসন্তের আঁচ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে,
সুযোগ পেলে লাল পাড়ের সাদা আঁচল ছুঁয়ে,
আমার মেয়েলী দুপুরবেলা খুঁজে নিও এবং,
বিশ্বাস রেখো পরবর্তী সাতজন্মের প্রতিটি দুপুরেই নিয়মিত তোমাকেই খুঁজব।।

কান পাতা দায়, নির্জনে বার্ধক্যের কানাঘুষো, 
শাবক শঙ্খচিলের মতো এগিয়ে চলি আমরা!
চলো আরেকবার জীবনের দাম দিই।।
 
     -শ্রীতমা

     চলো জীবনের দাম দিই!

#আজ_মেঘলা_মন 
#yqdada
 #Challenge
#এটুকু_তোমার_থাক

চলো জীবনের দাম দিই! #আজ_মেঘলা_মন #yqdada #Challenge #এটুকু_তোমার_থাক

519379b977c397353dbf8a618609be02

শ্রীতমা ☘️

শতকের পর শতক মানুষ ভেসে এসেছে, 
ভেসেও গেছে, খানিকটা ছেলেমানুষী ছায়ার মতোই..
এরপরেও ঠিক তোমাকেই চাই।

শেষ রাস্তার মোড়ে এসে হাত ধরা!
নিমিত্ত কি শুধুই পারাপার!
অনেকটা..
মনে পড়া, সাবধানতা, হৃদস্পন্দন আর সাদা খাতা!

মোমবাতির মৃতসুখ গলে পড়ছে...
নিভু আঁধার, সাতাশের ভোর, স্নিগ্ধ বালিকা,
ছুঁয়ে গেছে সেই বিশাল নীলের শরীর আর চাঁদের পাহাড়।
নিয়ম করেই পাতা ঝরুক, বয়স বাড়ুক,
কলমের ঠোঁটে কুয়াশা থাকুক,
তবুও কবিতা রূপে সংহিতা তুমি,
মূহুর্ত ঘেরা আপন-ছায়া!
সময়-সন্ধির পরেও সেই ভেজা জোনাকি,
বেড়াজালের বন্দী চাঁদেও,
ভীষণ জ্যোৎস্না নামবে জানি।।
      
                -শ্রীতমা

loader
Home
Explore
Events
Notification
Profile