Nojoto: Largest Storytelling Platform
mdskabdurrahim5534
  • 11Stories
  • 19Followers
  • 94Love
    518Views

Md Sk Abdur Rahim

  • Popular
  • Latest
  • Video
536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White দুঃখের দিনগুলো আসে যেমন কালো মেঘ,
তুমি ভেঙে পড়না, থেকো দৃঢ়, থেকো ত্যাগের বেগ।
এ রাতের অন্ধকারে হারিয়ে গেলে মন,
স্মরণ কর সেই সূর্যের আলো, যা আসবে পরক্ষণ।

দুঃখ তো আসবে যাবে, এ জীবনেরই ধারা,
তুমি দাঁড়াও শক্ত পায়ে, হয়ে ওঠো সাহসী তারা।
এই দুঃখের বেলা হবে একদিন শেষ,
তুমি শুধু চুপ থেকো না, করো সৃষ্টিকর্তার উপদেশ।

একদিন এ মেঘ কাটবে, উঠবে আলো ঝলমল,
তখন তুমি হাসবে, ভুলে যাবে সব ভোলভোল।
তাই বলছি ভাই, ভেঙে পড়োনা, থেকো সবল,
এই দুঃখের পথেই তো, খুঁজে পাবে শান্তির কল।

©Md Sk Abdur Rahim
  #sad_shayari  বাংলা শায়রি শায়রি মনোভাব শায়রি ভালোবাসি

#sad_shayari বাংলা শায়রি শায়রি মনোভাব শায়রি ভালোবাসি

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White জীবনের পথে আজ বড়ো একা আমি,
চারপাশে নেই কেউ, নেই কোনো থামি।
অভাবের অন্ধকারে ডুবে গেছে দিন,
মনে হয় এই বুঝি শেষ হলো সব সুর, বিন।

তবু আশা রয়, হৃদয়ে জ্বলে আলো,
যদিও পথ কঠিন, পায়ে পড়ে শিকল কালো।
একদিন আসবে সোনালী প্রভাত,
আশার ডানায় ভর করে উড়বো,
এই জীবনের শত চড়াই-উৎরাই পার করে।

সৃষ্টিকর্তা রয়, রয় মায়ের দোয়া,
এই কঠিন সময়ও কাটবে এক সময়,
সৃষ্টির নিয়মে হাসবে মুখ আমার,
যদিও আজ আমি একা, সেদিন সাথি থাকবে সবার।

©Md Sk Abdur Rahim #Sad_shayri  শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি শায়রি মনোভাব

#Sad_shayri শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি শায়রি মনোভাব

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White ইনকাম কম, মনেও ভার,
তবু সবাই ক'রে হাহাকার।
খোঁজে সুযোগ, ঠাট্টার ছলে,
হাসি-ঠাট্টায় ভরে সবলে।

কে বুঝবে সেই অন্তরের বেদনা,
কত কষ্টে চলে জীবনের রচনা।
আলোর অভাবে তবু আঁধারে,
সবার ঠোঁটে শুধু হাসির খেলা।

তবু যে প্রাণের গভীর তলায়,
অপমানের ক্ষত লুকিয়ে রয়।
একটি দিন, একটুকু আলো,
এমন স্বপ্নে ভরতে চায় সবকিছু ভালো।

তোমার হাসি, তোমার ঠাট্টা,
পৃথিবীর কাছে হয়তো মিষ্টি।
কিন্তু জানো না, সেই হৃদয়,
কতটা ক্ষত-বিক্ষত, কতটা বিষণ্ণ!

তবু সেই মানুষটি উঠে দাঁড়ায়,
সকল কষ্টের পরেও হাসতে চায়।
ইনকাম কম হলেও ভালোবাসা বাড়ে,
ঠাট্টা হয়ে যায় স্মৃতির পাতায়।

©Md Sk Abdur Rahim #love_shayari তোমার হাসি, তোমার ঠাট্টা,
পৃথিবীর কাছে হয়তো মিষ্টি। বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি শায়রি মনোভাব বাংলা শায়রি

#love_shayari তোমার হাসি, তোমার ঠাট্টা, পৃথিবীর কাছে হয়তো মিষ্টি। বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি শায়রি মনোভাব বাংলা শায়রি

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White ধৈর্য ধরে থেকো তুমি, আল্লাহ তোমার সাথেই, দুঃখ-কষ্ট যতই আসুক, তিনি রক্ষা করবেন তাই।

অভাব যদি আসে জীবন, ধৈর্য তোমার ঢাল, আল্লাহর পথে চললে, কষ্ট পাবে নাহি কাল।

সবাই যদি দূরে সরে, একা তুমি থাকো, আল্লাহর দানে ধৈর্য ধরো, কোনো ভয় পেও না।

তাঁর রহমত সবসময়, থাকবে তোমার সাথে, অভাবের মাঝে শান্তি পাবে, তাঁর দয়া-প্রীতিতে।

তাই দোয়া করো হৃদয় ভরে, আল্লাহ দান করুন, ধৈর্য, শক্তি, ও সহ্যশক্তি, জীবনটা করবে পূর্ণ।

কষ্ট যতই আসুক তোমার, আল্লাহ সহায় হন, ধৈর্যের পরীক্ষায় সফল হবে, ঈমান শক্তির সাথে বেঁচে থাকো মন।

©Md Sk Abdur Rahim #sad_shayari  বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি

#sad_shayari বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White বলার মতো কিছুই নাই,
তবু দিন যায়, রাত কেটে যায়,
পকেটে নেই কিছু, পথের ধূলি সাথী,
কাজের সুযোগ নেই, জীবন যেন বিশাল এক শুন্য।

নিজেরা বলেছিল, পাশে আছি তোর,
কথার বানে বেঁধেছিল স্নেহের জাল,
তবু এখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত,
একটা খবরও নেয় না আর কেউ।

তবে অবশ্যই কিছু জন
আমার জন্য চেষ্টা চালাচ্ছে,
যারা মন থেকে দেয় ভালোবাসার সঞ্চার,
তাদের সেই প্রচেষ্টা আমায় দেয় নতুন ভরসা,
তাদের ছোঁয়ায় খুঁজে পাই নতুন জীবনের দরজা।

তবু আশা রাখি, ভাঙবো না কখনো,
সময়ের পালা ঘুরবে একদিন,
যে নিজের হাতে গড়ে তুলবে,
সে পাবেই জীবনের আসল মান।

একদিন পায়ে দাঁড়াবো, চোখে থাকবে জ্বলন্ত স্বপ্ন,
তখন হয়তো এই আপন লোকেরাই
খুঁজবে তোমায়, সেই খোঁজে পাবে শান্তি,
আর এই সময়ের কথা হবে শুধু অতীতের গল্প।

©Md Sk Abdur Rahim #Sad_shayri তবু আশা রাখি, ভাঙবো না কখনো,
সময়ের পালা ঘুরবে একদিন শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি

#Sad_shayri তবু আশা রাখি, ভাঙবো না কখনো, সময়ের পালা ঘুরবে একদিন শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

   একটি সুন্দর  ভিডিও

একটি সুন্দর ভিডিও #ভক্তি

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

এই ধরনের বৃষ্টি তো অনেক স্বস্তি পাওয়া যায়

এই ধরনের বৃষ্টি তো অনেক স্বস্তি পাওয়া যায় #ভিডিও

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White স্বাধীনতা দিবস 
২০২৪ সালে কিছু  ধর্মীয় লিডার & কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের 
 জন্য👇

স্বাধীনতার আনন্দে মেতে ওঠে সবাই,
জাতির গর্বের দিন, মুক্তির আলো খুঁজে পাই।
এই দিনে আমরা স্মরণ করি,
তাদের যারা দিয়েছে জীবন, স্বাধীনতার অধিকার অর্জন করে যাই।

কিন্তু কিছু কথা থেকে যায় মনে,
যেখানে ধর্মের রীতি ভঙ্গ হয় খোলামনে।
মঞ্চে বাজে মিউজিকের সুর,
ইসলামের পথে কি এইটাই ছিল ঠিক?

ধর্মের আদর্শে স্বাধীনতা মানে,
কথা আর কাজের মধ্যে সামঞ্জস্য থাকে।
গানের সুরে কি হারিয়ে যায় সেই পথ?
মনে প্রশ্ন জাগে, কোথায় আমাদের আদর্শের স্থান?

স্বাধীনতা দিবস পালন হোক গর্বে,
কিন্তু ধর্মের রীতিতে থাকুক সজাগ,
মিউজিকের মাঝে যেন ভুলে না যাই,
আমাদের পথ, আমাদের আদর্শ, আমাদের ধর্মের নির্দেশ।

আসুন, স্বাধীনতার সাথে থেকে যাই সঠিক পথে,
ধর্মের আলোয় আলোকিত করে তুলি মনকে।
স্বাধীনতা হোক আমাদের সবার,
কিন্তু ধর্মের রীতিতে থাকুক আমাদের দোওয়া।

 মোঃ সেখ আঃ রহিম

©Md Sk Abdur Rahim lস্বাধীনতা দিবস 
২০২৪ সালে কিছু  ধর্মীয় লিডার & কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের 
 জন্য

lস্বাধীনতা দিবস ২০২৪ সালে কিছু ধর্মীয় লিডার & কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য #Shayari

536417577eec7217c347164a33d2d91f

Md Sk Abdur Rahim

White ধর্ষণ এবং মদের বিরুদ্ধে 

তোমার এই নীরবতা কেন, বলো না?
তোমার চোখে কেন অশ্রু ভরা?

তুমি কি জানো, তুমি কে?
তুমি কি বোঝো, তোমার শক্তি কত বড়?

তুমি যে মায়ের সন্তান,
তুমি যে দেশের অমর প্রাণ,
তুমি কি পারবে না তুলতে আওয়াজ,
ধর্ষণকে করে দাও পরাজয়?

মদ কি তোমার জীবনের আলো?
নাকি ধ্বংসের পথে তোমার চাওয়া?
মদ যে ঘরে এনে দেয় বিষাদ,
ভাঙে স্বপ্ন, ছিনিয়ে নেয় সাধ।

একে একে আমরা যদি দাঁড়াই,
অন্যায়ের বিরুদ্ধে শক্তি যদি পাই,
তবে এই অন্ধকার রাত ফুরোবে,
অন্যায় ধর্ষণকে থামাতে পারবো আমরা সবাই।

মদের সেই বিষাক্ত ছায়া,
যা আমাদের সমাজে ঢালে ব্যথা,
তাকে কি আমরা থাকতে দেবো,
না কি শক্ত হাতে রুখে দেবো?

তুমি আমার বোন, তুমি আমার মা,
তোমার জন্য রুখে দাঁড়াবো আমি,
তোমার গৌরব, তোমার মান,
রক্ষা করবো জীবন দিয়ে যদি হয় প্রয়োজন।

এসো, আমরা সবাই একসাথে,
ধর্ষণবিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ি,
ধ্বংস করবো সেই অমানবিক শক্তিকে,
যে আমাদের সমাজকে করছে কলুষিত।

রাজ্যে মদ বন্ধ হোক আজ,
ধর্ষণবিরোধী এই সংগ্রাম,
জয় করবো আমরা,
এটাই আমাদের অঙ্গীকার।

তুলবো আমরা আওয়াজ,
ধর্ষণ ও মদের বিরুদ্ধে এই যুদ্ধে,
নবজীবনের পথে হাঁটবো আমরা,
আমাদের দেশকে করবো মুক্ত, শান্তি ও মর্যাদার পথে।

          মোঃ সেখ আব্দুর রহিম

©Md Sk Abdur Rahim #sad_shayari

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile