Nojoto: Largest Storytelling Platform
sharmisthadeb6755
  • 60Stories
  • 27Followers
  • 603Love
    693Views

Sharmistha Deb

  • Popular
  • Latest
  • Video
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#LostBond
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#StoryOfSuspense
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#MusicalMemories
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#MusicalMemories
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#MessageOfTheDay কেউ কথা রাখেনি
সুনিল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী 
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর 
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ 
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 
তিন প্রহরের বিল দেখাবে?

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!

©Sharmistha Deb #Messageoftheday
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#Smoothguitar
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

#loveNote
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

hariye jabar din

#LOVEGUITAR

hariye jabar din #LOVEGUITAR

549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

অপেক্ষা


এক এক করে পেরিয়ে যাবে দিন,মাস,বছর
এর ও পরে হয়তো পেরিয়ে যাবে এক যুগ --
কথা নেই দেখা নেই কারো সাথে কারো !

হৃদয়ে পড়বে তোমার  খড়া
অপেক্ষার সঙ্গে হবে আড়ি
তোমার জীবনজুড়ে  তখন অন্যকারো বাস,



আমিতো সেদিন ও  রইবো অপেক্ষায়  তোমার,
হয়তো কত নির্ঘুম রাত !
এরপর আরোও অনেকটা বছর।
সময় হবেনা তবু আর? 
একবারোও কি বলবেনা ?চলো আজ  একসাথে কবিতা লিখি !
   ‌

©Sharmistha Deb #SuperBloodMoon
549b114485dc890a2f6b37c100a716e1

Sharmistha Deb

অনুভব শুধু 
     কলমে :- বিভাস মণ্ডল 

মাঝরাতে চোখ খুলে জানালায় গিয়ে দাড়াঁলাম,
মেঘলা আকাশে তাকিয়ে আমাদের
দূরত্বটা, ঠিক আজ অনুভব করলাম।
তোমার দেওয়া হাসি, পাঠানো সাহস 
এক নিমিষেই যেনো সব নিরক্ষর। 
নামটি তোমার ঠিক জানা ছিলো না আগে,
রক্তে বইছিল কোনো এক অজানা অক্ষর।
আমার বিশ্বাসে যখন তোমার কোনো চিহ্ন পড়ল
বুঝলাম,হয়তো সে অক্ষর তোমার নামেরই ছিলো।
আমার চোখে ছিলো প্রেম,
আর তোমার চোখে ছিলো বিরক্তি।
নাকের ডগায় রাগ তোমার,
তবে সবাই পায় না সে রাগের অধিকার।
তুমি অজানা - অচেনা ছিলে, 
যখন আমার সীমানার বাইরে ছিলে।
পরিচয় হয় ফেসবুক এর মাধ্যমে,
একটা আকর্ষণ ছিলো এত ভীড়ের মাঝখানে।।
জানতে চাইলাম, বুঝতে চাইলাম 
একটু একটু করে কাছে আসলাম।
যতই না ব‍্যস্ততার মাঝে থাকতাম,
তোমার সময়টুকু ঠিক আগলে নিতাম।
কখনো তোমার ছবি দেখার আবদার, 
আবার কখনো তোমায় কাছে পাওয়ার অধিকার।
বাচ্চাদের মতো বায়না ছিলো তোমার কাছে 
কিন্তু জানো, মনে অনেক সাহস রয়েছে।
তুমি আমার অভিমান না,
ছিলে আমার অহংকার।
ছিন্ন করে দিও আমার সমস্ত অহংকার,
ভিন্ন করে মিলিয়ে নিও সমস্ত অভিমান।
কম হয়নি আজও তোমার প্রতি টান,
তুমি ই দিয়েছিলে আমার ভালোবাসার  সম্মান।।
প্রেম যে ছিলো একদিকের বটে,
কিন্তু স্বপ্নে বসেছিলাম দুজনে -
কোনো এক নিস্তব্দ সমুদ্রের তটে।
দূরে থেকেও কাছে ছিলাম,
দূরত্বটা ঠিক আজ অনুভব করলাম।
নেই কোনো ব‍্যথা মনে,
দেখা হবে নাহয়, পর জনমে।।

©Sharmistha Deb #Rose
loader
Home
Explore
Events
Notification
Profile