Nojoto: Largest Storytelling Platform
bangletimes2800
  • 184Stories
  • 31Followers
  • 2.2KLove
    20.9KViews

BANGLE TIMES

Time can never be stopped. So run as fast as with Time.

  • Popular
  • Latest
  • Video
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

উত্তর কলকাতায় মোদী এলে তার পরে দিদিকেও রাস্তায় নামাতে চায় তৃণমূল, ‘উত্তর’ পেতে ফোন দুই বিধায়ককে

তৃণমূল চায়, ২৮ মে মোদী উত্তর কলকাতায় রোড-শো করলে ২৯ মে মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মমতাকে দিয়ে রোড-শো করাতে। তবে সমগ্রটাই এখনও পরিকল্পনা স্তরে। মমতা সময় দিলে তবেই তা চূড়ান্ত হবে।

আগামী ১ জুন উত্তর কলকাতা ভোট। শাসকদল সূত্রের খবর, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাঁর নির্ধারিত কর্মসূচির অতিরিক্ত একটি কর্মসূচি করানো হতে পারে। ২৩ এবং ২৭ মে মমতার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। কিন্তু তার পরেও ওই লোকসভায় কেন্দ্রে তৃতীয় একটি কর্মসূচি নিতে চাইছে তৃণমূল। সবকিছু পরিকল্পনা মতো এগোলে সেই কর্মসূচি হবে ২৯ মে। ঘটনাচক্রে, তার আগের দিন, ২৮ মে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থকেরা চাইছেন, মোদীর কর্মসূচির পর দিনই যাতে দিদি স্বয়ং পথে নামেন। সেই সূত্রেই প্রশ্ন উঠেছে, উত্তর কলকাতায় কি তৃণমূলের উপর ‘চাপ’ বাড়ছে?

©BANGLE TIMES #Modi #Mamata

117 Views

5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

‘দুষ্কৃতী হামলা’ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে! ‘কার্তিক বিতর্ক’ জিইয়ে রেখে মোদীর নতুন নিশানা মমতার দিকে

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানায় জমি মাফিয়াদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির ডিসিপি (সদর) তন্ময় সরকার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠানের সাধু-সন্তদের একাংশের ‘ভূমিকা’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবারের মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। তা নিয়ে বিতর্কের আবহে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যকে লোকসভা ভোটের প্রচারে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাগাতার বিঁধছেন মমতাকে। মমতাও পাল্টা সুর চড়িয়েছেন। এ বার রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগকেও ‘ভোট-অস্ত্র’ করে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন মোদী। তাঁর দাবি, হিন্দু সাধু-সন্তদের মুখ্যমন্ত্রী ‘হুমকি’ দিচ্ছেন বলেই তৃণমূলের গুন্ডাদের সাহস বেড়ে গিয়েছে!

©BANGLE TIMES
  #Jalpaiguri_Ramkrishna_Mission
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

আইপিএলে দল বিদায় নিতেই চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন ধোনি, ফিরে এসে অবসর নিয়ে সিদ্ধান্ত

শনিবার বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল অভিযান শেষ হয়েছে চেন্নাইয়ের। আপাতত বাড়িতে কয়েক দিন সময় কাটানোর পর লন্ডনে যাওয়ার কথা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। চিকিৎসা করাতে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তিনি।

শনিবার বেঙ্গালুরুর কাছে হেরে চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ হওয়ার পরের দিনই তিনি ফিরে এসেছিলেন রাঁচীতে। আপাতত বাড়িতে কয়েক দিন সময় কাটানোর পর লন্ডনে যাওয়ার কথা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। চিকিৎসা করাতে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তিনি। তার পরেই অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

©BANGLE TIMES
  #MS_Dhoni
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

‘প্রভু জগন্নাথদেব মোদীর ভক্ত’! মুখ ফস্কে মন্তব্য পুরীর বিজেপি প্রার্থী সম্বিতের? সরব বিরোধীরা

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটপ্রচারে ওড়িশায় এসে পুরীর মন্দিরে যান। সে সম্পর্কে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলেন, ‘‘প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত।’’

পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীতে ভোটপ্রচারে এসেছিলেন। জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি। অভিযোগ, মোদীর পুরী আগমন সম্পর্কে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলেন, ‘‘প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত।’’

©BANGLE TIMES
  #Loksabha_Election_2024
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

রইসি মৃত, এ বার ইরানের ভবিষ্যৎ কী? কে বসবেন প্রেসিডেন্টের কুর্সিতে? নতুন নির্বাচনের পদ্ধতি কী

ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রইসির মৃত্যু হয়েছে চপার দুর্ঘটনায়। সে দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যুর পর অন্তর্বর্তিকালীন ভাবে ওই ভূমিকায় থাকার কথা ভাইস প্রেসিডেন্টের।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু হয়েছে চপার দুর্ঘটনায়। সংবাদ সংস্থা রয়টার্স সোমবার সকালে এই খবর নিশ্চিত করেছে। রইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট তথা সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের কুর্সি খালি হয়েছে। এ বার কে বসতে চলেছেন সেই কুর্সিতে? কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন নতুন ইরানি প্রেসিডেন্ট?

ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যুর পর অন্তর্বর্তিকালীন ভাবে ওই ভূমিকায় থাকার কথা ভাইস প্রেসিডেন্টের। ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর সাময়িক ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁকেও সাংবিধানিক প্রক্রিয়া মেনে কাজ করতে হবে।

©BANGLE TIMES
  #Iranian_President_Dead
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

দুর্বলতাকে শক্তি বানাতে চায় ঘাসফুল, কলকাতা উত্তরে সুদীপকে জেতাতে তাপসের ‘ভরকেন্দ্র’ চিহ্নিত তৃণমূলের

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল সিংহ উত্তর কলকাতার ২০টি ওয়ার্ড থেকে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই নিজের ভোটব্যাঙ্কে শান দিতে শুরু করেছেন তাপস।

আগামী পয়লা জুন উত্তর কলকাতায় ভোট। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী তাপস রায়ের ভোটযুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তৃণমূল বিজেপি দুই শিবিরে। সেই যুদ্ধে যাতে বিজেপি প্রার্থী তাপস রায়কে এক ইঞ্চিও জমি না ছাড়া হয়, সেই বিষয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল সিংহ উত্তর কলকাতার ২০টি ওয়ার্ড থেকে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই নিজের সেই ভোটব্যাঙ্কে শান দিতে শুরু করেছেন অভিজ্ঞ রাজনীতিক তাপস। বিজেপির এই কৌশল আঁচ করে পাল্টা রণনীতি তৈরি করছে শাসক তৃণমূল। যে ২০টি ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল, সেগুলি থেকে এ বারও ভাল ব্যবধান পাওয়ার আশা করছে তারা।

©BANGLE TIMES
  #lokshabhaElection2024
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

বিষ্ণুপুরে বলছেন মমতা: আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, দু’এক জনের কথা বলেছি

বিষ্ণুপুরে ভোট আগামী শনিবার, ২৫ মে। তার আগে ওন্দায় বিষ্ণুপুরের তৃণমূলপ্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচার সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার রাজ্যে পঞ্চম দফার ভোট। তার মধ্যেই চলছে ষষ্ঠ দফার নির্বাচনের প্রচার। ষষ্ঠদফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণুপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রচারের ময়দানে বিষ্ণুুপুর এবং ঘাটালের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং দীপ অধিকারী ওরফে অভিনেতা দেবের হয়ে। প্রথম সভা বিষ্ণুপুর কেন্দ্রের ওন্দায়।

©BANGLE TIMES
  #Mamata_Banerjee #Bishnupur
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

‘চমৎকার বিষয়’, জিনপিং এবং পুতিনের আলিঙ্গন নিয়ে ‘মজা’ আমেরিকার!

পুতিন এবং জিনপিংয়ের মধ্যে আলিঙ্গনের একটি ছবি চর্চায় উঠে এসেছে। সেই নিয়ে এ বার প্রতিক্রিয়া দিল আমেরিকা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক নিয়ে কৌতূহল শুরু হয়েছে বিশ্ব কূটনৈতিক মহলে। অনেকের মনেই প্রশ্ন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কি কোনও কথা হল দুই রাষ্ট্র প্রধানের। তার মধ্যেই পুতিন এবং জিনপিংয়ের মধ্যে আলিঙ্গনের একটি ছবি চর্চায় উঠে এসেছে। সেই নিয়ে এ বার প্রতিক্রিয়া জানাল আমেরিকা। জিনপিং-পুতিনের আলিঙ্গন নিয়ে মস্করাই করেছে হোয়াইট হাউস। তবে আমেরিকা এ-ও মনে করে, চিন এবং রাশিয়ার সম্পর্কে বিস্ময়কর কোনও অগ্রগতি হয়নি।

©BANGLE TIMES
  #Russia_China_Relation
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের কেউ কেউ রাজনীতি করছেন: মমতা, পাল্টা আক্রমণ শুভেন্দুর

বাম জমানায় সিপিএমের হাতে আক্রান্তদের সাহায্যার্থে কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের ভূমিকার প্রশংসা করেন মমতা। তার পরেই এখনকার সাধুসন্তদের একাংশের ভূমিকা নিয়ে সরব হন 

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের কেউ কেউ সরাসরি ‘রাজনীতি’ করছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর ওই মন্তব্যের পাল্টা ‘ইমামদের রাজনীতি’ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে গোঘাটে সভা ছিল মমতার। সেই মঞ্চে সিপিএম জমানায় গোঘাটে সন্ত্রাসের প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূলনেত্রী। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ওই সময়ে সিপিএমের হাতে ‘আক্রান্তদের’ সাহায্যার্থে কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের ভূমিকার প্রশংসা করেন মমতা। তার পরেই মমতা এখনকার সাধুসন্তদের একাংশের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হন।

©BANGLE TIMES
  #Ramkrishna_Mission
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

তিন জুতো ব্যবসায়ীর বাড়ি, শোরুমে আয়কর হানা, এক দিনে উদ্ধার ৬০ কোটি টাকা, তল্লাশি জারি

শনিবার বিকেল ৩টে নাগাদ আয়কর আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে আগরার ওই তিন ব্যবসায়ীর বাড়ি, শোরুম এবং অফিসে হানা দেন।

ভোটের আবহে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আয়কর দফতর। শনিবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রবিবারও চলছে সেই অভিযান। আয়কর দফতর সূত্রে খবর, শুধু এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক দিনেই ৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে।

©BANGLE TIMES
  #Shoes_Scam
loader
Home
Explore
Events
Notification
Profile