Nojoto: Largest Storytelling Platform
bangletimes2800
  • 260Stories
  • 37Followers
  • 3.1KLove
    30.6KViews

BANGLE TIMES

Time can never be stopped. So run as fast as with Time.

  • Popular
  • Latest
  • Video
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ডলারে আস্থা নেই, আমেরিকার সঙ্গে ৫০ বছরের চুক্তি বাতিল করল ধনী ‘বন্ধু’ দেশ! বিপদে ওয়াশিংটন?

১৯৭৪ সালে আমেরিকা এবং পশ্চিম এশিয়ার এক ধনী দেশের মধ্যে পেট্রোডলার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত ৯ জুন তার মেয়াদ শেষ হয়। নতুন করে ওই চুক্তি আর চালু করতে আগ্রহী নয় ওই দেশ।

©BANGLE TIMES
  #US_Saudi_Arabia_Petrodollar_Deal
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

মাছ-সব্জির মতোই বর ফেরি করা হচ্ছে, দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা! হুলস্থুল কাণ্ড পূর্ব বর্ধমানে

আনাজের মতো ভ্যানে করে বর ফেরি করারও দৃশ্য ধরা পড়ল পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে! ভ্যানে বসে থাকা বরেদের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় টোপর।

পাড়ায় পাড়ায় ঘুরে মাছ-সব্জি বিক্রি করে থাকেন অনেকেই। শহর, মফস্‌সলে তো বটেই, গ্রামেগঞ্জেও এই ছবি অতি পরিচিত। এ বার আনাজের মতো ভ্যানে করে বর ফেরি করারও দৃশ্য ধরা পড়ল পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে! ভ্যানে বসে থাকা বরেদের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় টোপর। রীতিমতো মাইকিং করে তাঁদের দাম হাঁকা হচ্ছে। কারও দাম ৫০০ টাকা, কারও আবার পাঁচ হাজার টাকা। তবে ফেরিওয়ালারা জানিয়ে দিচ্ছেন, ৫০০ টাকার বরে কোনও ‘গ্যারান্টি’ নেই!

©BANGLE TIMES
  #Bardhaman
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত দু’টি কামরা, বহু যাত্রী আহত

শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন। চলছে উদ্ধারকাজ।

শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন। চলছে উদ্ধারকাজ। রেল পুলিশ জানিয়েছে, পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

©BANGLE TIMES #Kanchanjunga_Express_Accident
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

আমেরিকার নাইট ক্লাবে চলল গুলি, প্রাণ গেল দু’জনের! আহত আরও দু’জন, আততায়ীকে খুঁজছে পুলিশ

ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহায়োতে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই শহরের এক নাইটক্লাবে গুলি চালানোর ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পুলিশ জানতে পারেনি।

আমেরিকার এক নাইট ক্নাবে বন্দুকবাজের হামলা। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহায়োতে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই শহরের এক নাইট ক্লাবে গলি চালানোর ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পুলিশ জানতে পারেনি। ওহায়োর এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, গুলিকাণ্ডে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। আহতদের গ্রান্ট হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ২০ থেকে ৪০-এর মধ্যে।

©BANGLE TIMES
  #USA
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

‘নিটে অনিয়ম নিয়ে কেন ইডি, সিবিআই নয়?’ কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যের

শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে ব্রাত্য বলেন, “আমি বুঝতে পারছি না কেন এখনও নিট-এ অনিয়ম নিয়ে ইডি কিংবা সিবিআই তদন্ত শুরু করা হল না। এটা কি কেন্দ্রের ব্যর্থতা নয়?”

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। এই আবহে নিট ‘দুর্নীতি’ নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে ব্রাত্য বলেন, “আমি বুঝতে পারছি না কেন এখনও নিট-এ অনিয়ম নিয়ে ইডি কিংবা সিবিআই তদন্ত শুরু করা হল না। এটা কি কেন্দ্রের ব্যর্থতা নয়?” পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তের পক্ষে সওয়াল করে গেলেও কেন নিট নিয়ে তারা নীরব, সেই প্রশ্নও তুলেছেন ব্রাত্য।

©BANGLE TIMES
  #NEET
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ভোটে বিপর্যয়: পাঁচ ভাগে সমীক্ষার সিদ্ধান্ত বিজেপির শুভেন্দুহীন বৈঠকে, কথা আসন্ন উপনির্বাচন নিয়েও

কোর কমিটির বৈঠকে রাজ্যের আসন্ন চার বিধানসভার উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচন হবে।

লোকসভা ভোটে এ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। কেন এমন হল, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হল বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে। সূত্রের খবর, শনিবারের বৈঠকে ঠিক হয়েছে ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে সাংগঠনিক স্তরে সমীক্ষা চালিয়ে বিশ্নেষণ করা হবে। রাজ্য দফতরে বসে সেই সমীক্ষা বা বিশ্লেষণ চালানো হবে না।

©BANGLE TIMES
  #BJP_Core_Committee
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া! ইউক্রেনকে কিছু শর্ত বেঁধে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে সুইৎজ়ারল্যান্ড এই সপ্তাহের শেষে বিশ্বনেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়েছে, এমন কোনও বৈঠকে তারা অংশ নেবে না।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে কি রাশিয়া? সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, যুদ্ধবিরতিতে যেতে তিনি রাজি। কিন্তু তার জন্য ইউক্রেনকে মানতে হবে কিছু শর্ত!
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মস্কোতে বিদেশ মন্ত্রালয়ে এক বক্তৃতায় পুতিন বলেছেন, ‘‘অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করব আমরা।’’ তবে পুতিন এ-ও জানিয়েছেন, ইউক্রেন যদি নেটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে তবেই যুদ্ধবিরতির ঘোষণা করে আলোচনায় বসতে পারেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, চারটি অধিকৃত অঞ্চল থেকে সেনা সরাতে হবে ইউক্রেনকে।

©BANGLE TIMES
  #Russia_Ukrain_Conflict
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

আর রাশিয়ার ডুবোজাহাজ! দুই মহাশক্তিধর মুখোমুখি হওয়ায় বাড়ছে আতঙ্ক

সম্প্রতি হাভানা বেতে পৌঁছয় ছোট একটি রুশ ডুবোজাহাজ। নাম ‘কাজ়ান’। রাশিয়ার তরফে দাবি করা হয়, সামুদ্রিক মহড়াই তাদের উদ্দেশ্য। তার পরের দিনই আমেরিকার পরমাণু শক্তিধর ডুবোজাহাজ ‘হেলেনা’ পৌঁছয় কিউবায়।

এ যেন ‘টম অ্যান্ড জেরি’! রাশিয়া এবং আমেরিকার ডুবোজাহাজের মধ্যে এখন সেই খেলাই চলছে। কিউবায় নোঙর করেছিল রুশ পারমাণবিক জাহাজ। তার এক দিন পরেই কিউবার গুয়ানতানামো বেতে ভেসে ওঠে আমেরিকার ডুবোজাহাজ। একে অপরকে ধাওয়া করছে মহাশক্তিধর দুই দেশ? তবে দুই দেশের ডুবোজাহাজের এই ‘লুকোচুরি’ খেলা একেবারেই নতুন নয়।

©BANGLE TIMES
  #US_Russia_Submarins
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

কেজরীর ভিডিয়ো সরাতে বলে স্ত্রী সুনীতাকে নোটিস দিল্লি হাই কোর্টের, নির্দেশ ফেসবুক, ইনস্টা, এক্সকেও

গত ২৮ মার্চ কেজরীওয়ালকে আদালতে হাজির করানো হলে তাঁর বক্তব্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা শেয়ার করেন স্ত্রী সুনীতাও। সেই মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের একটি ভিডিয়ো সরিয়ে নিতে বলে তাঁর স্ত্রী সুনীতা কেজরীওয়ালকে নোটিস দিল দিল্লি হাই কোর্ট। একই সঙ্গে ওই ভিডিয়োটি সমাজমাধ্যম থেকে সরানোর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবকেও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সমাজমাধ্যম কর্তৃপক্ষকে আদালত জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের কিছু চোখে পড়লে তা-ও সরিয়ে দিতে হবে।

©BANGLE TIMES
  #Kejriwal
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

উপনির্বাচনে মানিকতলা এবং বাকি তিন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম জানাল শাসকদল তৃণমূল

উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসাবে আগেই সুপ্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার বাকি তিন কেন্দ্রের প্রার্থীদের নামও প্রকাশ্যে আনল রাজ্যের শাসকদল।

চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসাবে আগেই সুপ্তি পাণ্ডে নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেল এই কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে। বাকি তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। বিবৃতিতে জানানো হয়েছে, রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর।

©BANGLE TIMES
  #By_Election
loader
Home
Explore
Events
Notification
Profile