Nojoto: Largest Storytelling Platform
sangitaghosh5041
  • 108Stories
  • 13Followers
  • 981Love
    0Views

Sangita Ghosh

  • Popular
  • Latest
  • Repost
  • Video
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

সবার শ্রেষ্ঠ ভারত

ওপারে বহিয়েছে রক্তের রাঙানো নদী
এপারে তাই এসেছে সুখের স্রোতধারা,
পঁচাত্তরে স্বাধীনতার উঠলো বেজে ডঙ্কা
হে আমার দেশের তিরঙ্গা তোমাকে সেলাম।

তুমি দেশের গর্ব তুমি তো আমাদের মান সন্মান
বীর মনিষীদের রক্তে লেখা  ভারত মায়ের সন্তান,
পূর্ব ,পশ্চিম,উত্তর, দক্ষিণে তোমারই শুধু জয়ের ধ্বনি
বুক ফুলিয়ে হাঁটি মোরাযে সেই ভারত মায়ের সন্তান।

আমরা মানিনা কোন ধর্মের গোড়ামি মানিনা জাতপাত
লড়েছি মোরা আবারও লড়বো মানবো না কারু কাছে হার,
রক্ত ঝরুক, কাটুক মাথা, নত হতে দেবনা তোমাকে আর
দেশের মাটির তিলক কেটে বলবো আমরা ভারত মায়ের সন্তান।

ভয় নেই আর মোদের মনে ছুটছি তেরঙ্গা পতাকা নিয়ে
সাহসিকতার নাজির গড়বো সাতচল্লিশের তিরন্দাজ,
অনাহারেও দিন কাটিয়ে রাখবো তোমায় আগলে বুকে
যুগেযুগে থাকবে লেখা সবার শ্রেষ্ঠ ভারত মায়ের নাম।



সঙ্গীতা ঘোষ

©Sangita Ghosh #sunflower
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

বিষ ফোঁড়া 
সঙ্গীতা ঘোষ

শব্দরা কানাঘুঁষো কত কথা বলে যায়
চিন্তার বিষে শরীর জুড়ে বিষফোঁড়া ফুটে
ভাগ্যের কাছে দর কষাকষি গনিত ভুলে যায়
নব নব দুঃচিন্তারা বিষের মত মনে হুল ফোঁটায়।

আজ নয় কাল ভালো হবে এই ভেবে দিন পেরিয়ে যায়
আবার সেই ভাবনার প্রতিফলন দিন বৃথায় যায়
চিন্তার বিষে শরীর জুড়ে নতুন বিষ ফোঁড়া জন্মায়
বুকে পাষণের বোঝা চোখের জলে ধুয়ে যেতে চাই।

পরিবর্তন শুধু দিনের আসে বোঝা নামানো বৃথা চেষ্টা
একটি নামে তো আর একটি ঘুরিয়ে মাথা চাড়া দেয়
ওরে পাগল, মন খারাপের কারণ তোকে কেমনে বোঝায়
অসময়ের বিষ ফোঁড়া শুধু  নতুন নতুন মানুষকে চিন্তে শেখাই।

©Sangita Ghosh #bestfrnds
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

উড়নচণ্ডী 
সঙ্গীতা ঘোষ

তুমি চাইলেও আমি পারিনা হ্যাঁ বলতে
আমি পারিনা সব  কথা গিঁট খুলতে
আগোছালো জীনটার ইতি কথা টানতে 
উড়নচণ্ডী মনটাকে শেকল দিয়ে বাঁধতে।

রাগ ঘৃণার আস্ফালনে চিড় ধরা আরশিতে
 নিজেরই আত্মাজা তাড়া করে বেড়াছে
 পাগলের মত পাগলামীর প্রলাপে ঢাকছে
 অট্টহাসিতে বুক ফাটে কান্না চেপে ধরে ঠোঁট।

 তোমার চাওয়াকে অস্বিকারও করতে পারিনি
 ঐ দরদি কণ্ঠে যে রোজ শুনি আমার নামের ধ্বনি
 হেঁচকা মেরে ছিন্ন করতে পারিনি নিজের মনকে
 উতলা হয় মাঝে মাঝে কেন যে তোমায় ঘিরে।
 
 হাজার প্রশ্নের খোঁজ করতে জমজমাট মেলা
 উত্তর  আমার সেই রয়ে যায়  চির অধরাই
 রাগ অভিমান নিয়ে পথে পথে হেঁটে বেড়ায়
 কার কাছে আছে রাখা আমার ব্যাথার সুরাহা।

©Sangita Ghosh কবিতা

#walkingalone

কবিতা #walkingalone

6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

বৃষ্টি এসেছে
সঙ্গীতা ঘোষ

 অসময়ে ডাকলে আমায় কেন বলোতো এমন করে
সূর্যের খরা তাপে আমার অঙ্গ জ্বালা যে ভীষণ করে
কতদিন দেখিনি তোমায় ছুঁতে পারি বৃষ্টি জলের ফোটা
মুখ ভার করে এলে সেই আমার ঘরে সাথে ঝোড়ো হাওয়া।

 অভিমান করে গেলে চলে তাকালে না একটিবার ফিরে
ঝিরিঝিরি নামলে ঝরে পদ্ম পাতায় টলমলে দারুণ সুরে
তোমায় নিয়ে কত আবেগ আমার রেখেছি ধরে বুকে
কখনো তো জানতে চাওনি নিজের  অভিমান ভুলে।

ধুলো বালি ছিটিয়ে গায়ে রঙ্গতামাশা যত আমাকে নিয়ে
বৃষ্টির জলে ভিজিয়ে আমায় শরীর শীতল করলে এসে
সব জ্বালা সইতে পারি, পারিনা সইতে তোমার অভিমানকে
 বৃষ্টি এমন করে ডেকো আমায় অসময়ে সিক্ত করো মনকে।

©Sangita Ghosh #Sea
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

পঁচিশে বৈশাখ জুড়ে

আজ পঁচিশে বৈশাখ কবি গুরুর জন্মদিন
প্রত্যেক বাঙালির হৃদয়ে কবি চীর বিরাজমান
জীবনে,যৌবনে একাকিত্বের সঙ্গী হয়ে ছুঁয়ে থাকে
সুখ দুঃখে,কষ্টে যন্ত্রণায় যার গান কবিতা মন ভরে।

শুধু বাঙালি নয় সারা বিশ্বের বুকে তিনি জেগে আছেন
ঝড়ঝাপটায়,শীত,গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত,বসন্ত ঋতুর মত
ভোরের আলো প্রভাত ফেরি আজই এই আনন্দ উৎসবে
তুমি আছো, থাকবে জন্ম জন্ম ধরে পঁচিশে বৈশাখ জুড়ে।


লহ প্রণাম🙏🙏🙏🙏
সঙ্গীতা ঘোষ

©Sangita Ghosh #SunSet
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

মন্দ ভালোই

মন্দের ভালো কেটে যাচ্ছে চিন্তাটা ভালোর মন্দ নিয়ে থাকে,
ভালোর মধ্যে কতটা ভালো লুকিয়ে আছে ঈশ্বরই তা জানেন।
মন্দের ঘরে সর্বোচ্চ সুখ ,তবু  শান্তির দেখা মেলে না কোথাও,
ভালোর আলো জ্বলবে নিশ্চয় কুড়ে ঘরেও সুখ শান্তির বাস।
 কত স্বপ্ন দেখে জেগে জেগে কোনটা সত্যি কোনটা মিথ্যে কে জানে সমাচার,
 মন্দের ভালোতেই গতানুগতিক ভাবে দিন  ঠিকই কেটে যায়।
 ভালোর ঘরে রাত জাগা চক্ষু কত আশঙ্কায় ঘুম না ধরার অছিলা,
 মন্দের ঘরে চোখ ঢুলুঢুলু ছেঁড়া কাঁথায় রাজ্যের সুখ নিয়ে ঘুমোতে যায়।
ভালো যতই বলো ভালো আছি পেটপুরে খাচ্ছি  পোলাও কালিয়া,
মন্দ সেতো ঝুপড়ি ঘরে ডাল ভাতে শান্তি তার সুখের জুড়ি মেলা ভার।
 
 সঙ্গীতা ঘোষ

©Sangita Ghosh #SunSet
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

পরিস্থিতি

মানুষ বদলে যায়, বদলে যায় তার স্বাভাবের  চালচলন,
নরম মন ধীর গতিতে চুপিচুপি শক্ত ধাতুতে  পরিবর্তন হয়।
থমকে যায় তার উচ্চ হাসির স্বর নীরবতার বরফ জমে ক্রমশ, 
বেড়ে যায় মনের রুগ্নতা খোলা আকাশে যেন  অস্পষ্ট চাঁদ। 
অমানিশিতে ঝিঁঝি পোকার ডাকে ঘুম আসেনা দুনয়নে,
রাত পাখির চিন্তারা ডানা মেলে উড়ে গভীর  অন্ধকারে আকাশে।
ভোরের আলো নতুন স্বপ্ন দেখায় শুরুটা হয়না 
নব জাগরণে,
দিনো গত পাপক্ষয় যে যার ছুটে চলে আপনার গতি বেয়ে।
কেউ সুখের টানে ছোটে কেউবা অসুখে ভালো
রাখতে জানে নিজেকে, 
ফেলে আসা সময় আর তো ফিরে আসে না বদলে দেয় পরিস্থিতি মানুষকে।

সঙ্গীতা ঘোষ 
14.7.2021

©Sangita Ghosh
  #Morning
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

পরিস্থিতি

মানুষ বদলে যায়, বদলে যায় তার স্বাভাবের  চালচলন,
নরম মন ধীর গতিতে চুপিচুপি শক্ত ধাতুতে  পরিবর্তন হয়।
থমকে যায় তার উচ্চ হাসির স্বর নীরবতার বরফ জমে ক্রমশ, 
বেড়ে যায় মনের রুগ্নতা খোলা আকাশে যেন  অস্পষ্ট চাঁদ। 
অমানিশিতে ঝিঁঝি পোকার ডাকে ঘুম আসেনা দুনয়নে,
রাত পাখির চিন্তারা ডানা মেলে উড়ে গভীর  অন্ধকারে আকাশে।
ভোরের আলো নতুন স্বপ্ন দেখায় শুরুটা হয়না 
নব জাগরণে,
দিনো গত পাপক্ষয় যে যার ছুটে চলে আপনার গতি বেয়ে।
কেউ সুখের টানে ছোটে কেউবা অসুখে ভালো
রাখতে জানে নিজেকে, 
ফেলে আসা সময় আর তো ফিরে আসে না বদলে দেয় পরিস্থিতি মানুষকে।

সঙ্গীতা ঘোষ 
14.7.2021

©Sangita Ghosh #Morning
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

অনু কবিতা
কলমে _সঙ্গীতা ঘোষ

বন্ধু বলে ডাকো কাকে 
কে তোমার সুজন বন্ধু হে,
সুখের সময় কাছে থাকে
দুঃখের সময় পাড়ি দিয়েছে দুরে।

সুখের পাখিটাও উড়ে যাবে
বসবে অন্য কোথাও গিয়ে, 
দুঃখের পাখিও থাকবেনা সাথে
সেও যে অতিথি আমার ঘরের।

©Sangita Ghosh #NationalSimplicityDay
6f2d89918a6889cf1a079020ad355f8d

Sangita Ghosh

স্বাধীন নারীর কান্না
সঙ্গীতা ঘোষ 

বাস্তবের কালো ধোঁয়ায় যখন মেঘ জমতে জমতে আঁধার ঘনিয়ে আসে দুচোখের সামনে 
ঠিক তখনি বৃষ্টি নামে ঝমঝমিয়ে ধরার বুকে। 

একি বিজলীর তারস্বরের শব্দ নাকি কোন নারীর চাপা কান্না যাকে বৃষ্টির নাম দেওয়া হয়েছে তার যন্ত্রণা লাঞ্চনার আঘাতকে ঢেকে রাখার জন্য। 

যার পিঠে অজস্র চাবুকের দাগ দগদগে ঘা হয়ে 
রক্ত ঝরছে পায়ের তলায় কাঁটা ফুটছে প্রতি পদে একাকিত্ব মনে তার অশান্তির মৃদু আলো জ্বলে ।  

অপমান তার হৃদয় স্পন্দনে জাগানো অনুভুতি অচল করছে প্রতি ক্ষণে ধৈর্য আর সহ্য ভাগ্যের 
পরিক্ষায় কেন সে বারবার পরাজিত হয়ে ঘরে ফেরে।
এ কেমন স্বাধীনচেতা নারী যার ঠোঁট যুগলের  মাঝে জোর করে দীর্ঘ সেলাই করে রেখেছে 
নীরবে নয়ন ঝরে হৃদয় পুড়ে কেউ  তার খবর রাখেনা যে।

©Sangita Ghosh #Flower
loader
Home
Explore
Events
Notification
Profile