Nojoto: Largest Storytelling Platform
nojotouser6117776412
  • 22Stories
  • 58Followers
  • 41Love
    0Views

~ অবান্তর

আমরা মনের ভাষা প্রকাশ করি স্বাধীনভাবে।

  • Popular
  • Latest
  • Video
736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

তোমার কালো চোখে যেদিন কালবৈশাখী হলাম,
বৃষ্টিভেজা চাঁদটা সাক্ষী, সন্ধ্যা আরতি হলো।
তোমার ঠোঁটের ডগায় যেদিন কালো তিলটা ছুঁলাম,
পুকুরপাড়ের ঘাসের ডগায় শিশির হেসেছিল।
তোমার কোমল গালদুখানি রাঙিয়ে দিলাম যেদিন
সত্যি বল, রং নয় তা, লজ্জা মেখেছিলে?
একদিন এই মুখটা দেখে বাড়িয়ে ছিলাম হাত;
আজ সেই মুখ মনের গভীরে, প্রেমে কুপোকাত!!

5 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

জীবনযুদ্ধে সবাই পলাতক, মুহূর্তের পলকে অস্পষ্ট দাঁড়ি।
আবছা লক্ষ্যে হারিয়ে গেছে,মনের সুখসারি।
হঠাৎ খুঁজে পাওয়া যায় সূক্ষ্ম আলোর তরী,স্বস্নেহে সাহায্যের হাত ধরে স্বপ্নের সওয়ারি।
সেই তুমি,সর্বশক্তিরূপী মায়াময়ী নারী।

আজ মূর্তিতে স্থাপিত তুমি, কমে গেছে মর্তে চলাচল;
লালসা স্থান পেয়েছে সমাজে,বিশ্বসংসার অবিচল।
দৃষ্টি স্থির তোমার, দীনে করছো না আলোকপাত;
অর্থই সৃষ্টির পিতা এখন, গুনভেদে অন্যায়ের সূত্রপাত।
তোমার পুতুল বিলাসিতায় সজ্জিত , কিন্তু তোমার বসতি ক্ষনে ক্ষনে ধর্ষিত।
কবে মিলবে আবার আশার আলো , বাঁচবে মানুষজন;
রংবেরঙের পাতার আলোয়, জাগবে আঁধার-মন। সর্বমঙ্গলা

সর্বমঙ্গলা

3 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

সব সত্যি আজ মিথ্যের রূপ নিয়েছে,
অন্ধকারে মায়াময় সব সৃষ্টি;
আলোর প্রলেপ যতই লাগুক মনে,
কালো ছায়ায় ধাঁধিয়ে গেছে দৃষ্টি! আলো-আঁধারি খেলা।

আলো-আঁধারি খেলা।

3 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

শেষ বিকেলের আড্ডাগুলো 
ফুরিয়ে গেল হঠাৎ যেন,
বন্ধু নয়,ভাই ছিল ওরা!
থমকে গেল, জানিনা কেন?
খারাপ কিছু ছিলনা মনে
একসাথে চলতাম সকল জনে।
হঠাৎ ছলনার মায়ায় পড়ে 
খেলনা হলাম মূল‍্যহারে!!

জানলাম না কবে বিষিয়ে গেলি,
শত্রু যে তাকে আপন করলি;
ভাই, বন্ধুত্বটা ভুলে গেলি??

3 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

আলো তোমার আলো, আমি কখনও খুঁজে পাবোনা..
ও চাঁদ, একবার বল, তুমি কি আমার হবেনা?
- প্রীতম।

0 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

সকলের ভাবনার অতীতে নিয়ে অবহেলা,
কল্পনার জগতে পাড়ি দিয়েছিলেন যে নারী
সেই আপনি বীর মহীয়সী কল্পনা চাওলা।
উৎসর্গ করা প্রাণ ওই মহাকাশে
চিরকাল বয়ে বেড়াবে রহস্যের তারজালি;
ওই বিস্ফোরণ,ওই অগ্নিকুণ্ড এই অবকাশে
কল্পনার অভিজ্ঞতার সাক্ষী থাকবে খালি।
অবহেলিত মৃত চাওলার হল জয়গান,
সত্যি কি ঘটেছিল জানল বিজ্ঞান??
- সৌপর্ণ 🏇

1 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

আমার দুটি চোখে এক অদ্ভুত তৃষ্ণা বিরাজমান
এই তৃষ্ণা কোনো তরলকে পাণ করার তৃষ্ণা নয়,
এই তৃষ্ণা হল তোমাকে পাওয়ার তৃষ্ণা।
এক স্পর্শ পাওয়ার তৃষ্ণা
কাছে আসার তৃষ্ণা
"তোমাকে" ভালোবাসবার তৃষ্ণা

এই তৃষ্ণায় কাতর আজ আমি,
যার নাই বা আছে কোনো তৃপ্তি 
আর নাই বা আছে কোনো বিরাম।।
-  সোমনাথ ।।

2 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

আমার দুটি চোখে এক অদ্ভুত তৃষ্ণা বিরাজমান
এই তৃষ্ণা কোনো তরলকে পাণ করার তৃষ্ণা নয়,
এই তৃষ্ণা হল তোমাকে পাওয়ার তৃষ্ণা।
এক স্পর্শ পাওয়ার তৃষ্ণা
কাছে আসার তৃষ্ণা
"তোমাকে" ভালোবাসবার তৃষ্ণা

এই তৃষ্ণায় কাতর আজ আমি,
যার নাই বা আছে কোনো তৃপ্তি 
আর নাই বা আছে কোনো বিরাম।।

1 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

হে মৃত্যুঞ্জয়, চিরকালের পৃথিবীতে জীবিত তোমার কারবার;
ধর্ম নয়, জাতি নয়, জানে বিশ্ব সংসার।
Black hole আর cosmology তোমার দৃষ্টি,
তুমি না থাকলে পৃথিবীর থমকে যেত সৃষ্টি;
সাধারণের থেকে উঠে এসেছ, বিশ্ব তোলপাড়
তোমায় ছাড়া মানুষ অচল, চাইব চলুক হুইলচেয়ার।
ফিরে এসো নতুন রূপে, নতুন ভাবনা নিয়ে
অমর হয়ে থাকবে তুমি সবার হৃদয়ে।।
- সৌপর্ণ 🏇

1 Love

736ac60631e9ee7c9386a59fff36b9c9

~ অবান্তর

একটা সময় ছিল যখন মনে হয়েছিল হয়তো এই ভাবেই কেটে যাবে সব দিনগুলো,
তারপর একদিন হঠাৎই সব‌ বদলে গেল।।

বদলে গেছে সবই !!
চেনা রাস্তাও যেন আজ অচেনা
চেনা মুখগুলোও যেন আজ অস্পষ্ট
চেনা শব্দ যেন আজ বিরক্তিকর
সবকিছুই যেন এক নদীর তলায় থিতিয়ে পড়েছে
বয়ে গেছে শুধু সময়টুকু, আর তুমিও!!

- সোমনাথ।।

2 Love

loader
Home
Explore
Events
Notification
Profile