Nojoto: Largest Storytelling Platform
shahriyerkonok9430
  • 82Stories
  • 6Followers
  • 570Love
    0Views

Shahriyer Konok

  • Popular
  • Latest
  • Repost
  • Video
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

___আমি তোমার ঐ চোঁখে শুধু আমার জন্য আজীবন 
ভালবাসা দেখতে চাই....!! 


__ তুমি নিজে ভাল থাকার তাগিদে আমার কাছে এসো না...!
আমার ভালবাসায় যদি তোমার মনে শুধু 
সহানুভূতি আবির্ভূত হয় তবে দয়া করে
 তোমার আবেগ প্রকাশ করো না...!
তোমার করুণা আমার সহ্য হবে না...!
তারচেয়ে বরং কঠোরভাবে আঘাত করো...!
অযোগ্য বলে এক ধাক্কায় দূরে সরিয়ে দিও..!
যেন আর কখনও ফিরে যেতে ইচ্ছেও না হয়...!


___shahriyer konok....... #Couple
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__হৃদয়ের ক্যানভাসে বহুবার  একেঁছি তার ছবি....!
নির্ঘুম অনেক রাত কাঁটিয়েছি, রঙ্গিণ স্বপ্ন দিয়ে
 তার ছবি একেঁ একেঁ...!
কল্পনায় মনের ঘড়ে তাকে সাজিয়েছি
 হাজার বার নিজের মতো করে...!
__মনের দেওয়ালে সেই তার ছবি টানিয়ে...
তাকে বাস্তবতায় খু্ঁজেছি বহু লোকের ভিড়ে...!
স্বপ্নের মানুষকে নিয়ে,এই ব্যস্ত নগরের এক উদাস 
বিকেলে দুজনে এক
 সাথে হাঁটার স্বপ্ন দেখেছি শতবার...!
কিন্তু তাকে পায়নি...!
__ব্যস্তবতার শহরে এখনো পায়নি সেই স্বপ্নের মানুষকে...!
যাকে মনের মাধরী দিয়ে এঁকেছি হৃদয়ের ক্যানভাসে...!
তাকে আমি খুব করে চাই.. বাস্তবতার এ শহরে....!
নিজের মতো করে সাজাঁনো...
সেই স্বপ্নের মানুষটাকে....!!


___shahriyer konok........ #Heart
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__তুমি আমি কখনো  আর আমরা হতে পারবো না... 
তবে আমরা দুই জনই থাকবো...!
_তুমি অন্য কারোর হয়ে, আর আমি অন্ধকার ঘরে...¡

__আমরা দু'জনই সময় পার করবো 
তুমি অন্য কারোর সাথে.. আর আমি 
একাকিত্বে...¡

__আমার দু'জনই রাত জাগবো....
তুমি অন্য কারোর বুকে মাথা রেখে গল্প  শোনার জন্য.....
আর আমি সৃষ্টিকর্তার কাছে  
তোমাকে তীব্র ভাবে চেয়ে ও  না পাওয়ার অপূর্ণ যন্ত্রণায়...¡

__আমাদের দু'জনেরই চোঁখ ক্লান্ত 
থাকবে...
তোমারটা তাকে নিয়ে সপ্ন দেখতে দেখতে... 
আর আমার টা, তোমাকে সপ্নে দেখবো বলে অনিদ্রায়....¡


__আমরা দু'জনই ভালো থাকবো....
তুমি পূর্ণতায় আমি অপূর্ণতায়....!

💔আমরা দু'জন💔
     ___shahriyer konok....
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

___তুমি ফিরে আসবে না জানি....
তবুও তোমায় ফিরে পাবার আকুতি আমার...¡

__শুধু একটি বারের জন্য ফিরে এসো...
একবার অন্তত ফেলে আসা স্মৃতিতে ফিরে যাও...
দেখবে প্রতিশ্রুতিরা ভাজে ভাজে অপেক্ষা করছে...¡

__আমি খুব করে চাই তুমি ফিরে আসো...
এইবার আর ভালোবাসি বলবোনা....¡
শুধু একটা বার তোমার বুকে মাথা রেখে বলতে চাই
আমার ভালোবাসা মিথ্যা ছিলনা....¡

এই জীবন্ত লাশটাকে ছুঁয়ে দেখোইনা একবার...
অন্য রকম এক অনুভূতি পাবে...!
অচেনা, আনমনা, অতি বিষাদ মাখা...!
__তুমি চাইলেই ফিরে আসতে পার....
পার আমার চোঁখের জলের দায়িত্ব নিতে...¡
__অপেক্ষারা দিন-দিন ক্লান্ত হয়ে পড়ছে...
তোমার কি একটা বারও মনে পড়ে না আমাকে...?
মনে পড়েনা ভালোবাসি -ভালোবাসি 
পাগল করা ঐ শব্দটা কে....??


__shahriyer konok.....
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__এই অগোছালো ছেলেটার_
নিরাবতার জীবনের....
ছোট্ট একটা হৃদয়ে জায়গা দিয়েছে তোমাকে....!

_কতটা জায়গা জুরে আছো, 
সেটা হয়তো জানো না....
_যদি দেখতে চাও....
কতটা জায়গা জুরে আছো.....
_তাহলে_
নিঝুমরাতে ঘুমন্ত অবস্থায়...
মনের জানালা দিয়ে
উকি দিয়ে দেখে যেও কতটা জায়গা জুরে আছো....¡

__এটা কোন মিথ্যা গল্প নয়...
সত্যি বলছি....
__অনেক ভালোবাসি তোমায়...!¡

__কনক__ #Love
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__এই অগোছালো ছেলেটার_
নিরাবতার জীবনে....
ছোট্ট একটা হৃদয়ে জায়গা দিয়েছে তোমাকে....!

_কতটা জায়গা জুরে আছো, 
সেটা হয়তো জানো না....
_যদি দেখতে চাও....
কতটা জায়গা জুরে আছো.....
_তাহলে_
নিঝুমরাতে ঘুমন্ত অবস্থায়...
মনের জানালা দিয়ে
উকি দিয়ে দেখে যেও কতটা জায়গা জুরে আছো....¡

__এটা কোন মিথ্যা গল্প নয়...
সত্যি বলছি....
__অনেক ভালোবাসি তোমায়...!¡

__কনক__ #Love
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__একদিন ইচ্ছে ছিলো,তুমিও ছিলে,
সে দিন সময় ছিল না...!
_ছিল নাগরিক ব্যাস্তজীবন..!

_আজ`- ইচ্ছে, আবেগ, প্রেম, 
সময়ও  আছে...
  BUT তুমি নেই__!
__আজ ভালোবাসাহীন বেকার জীবন....¡

__shahriyer konok.... #solace
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__মস্তিষ্ক বলে ভুলে যা সব...
কষ্ট পুষে রাখবি আর কত...?

__তুবও তাকে ভেবেই "দু" চোঁখ ভেজে...
কারণ মন যে ব্যথার অনুগত....!¡

__shahriyer konok..... #mentalHealth
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

__এ ঘোর সন্ধ্যায় - 
প্রকৃতি খুঁজে তোমায়-আমায়
অবাক রিকশা অপেক্ষা করে
কবে বসবো পাশাপাশি হায় ! 


__shahriyer konok.... #commonman
7a9659f6ceef8a99eef7b933b4f544b6

Shahriyer Konok

_আচ্ছা যদি তোমায় আমার পথচলার সঙ্গী হতে বলি
হবে....?
_কথা দিচ্ছি, নিজের সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে দেবো...¡
নাকি মধ্যবিত্ত বলে দূরে সরিয়ে রাখবে...?
_হয়তো উচ্চবিত্তের মতো ওতো বিলাসিতা দিতে পারবো না...
কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী তোমার প্রতিটি  আবদার পূরণের চেষ্টা করবো....¡
_হয়তো তোমায় বাইকে নিয়ে ঘুড়তে যেতে পারবো না...
কিন্তু সেসময়টুকু তোমার হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে কাটিয়ে দিতে পারবো...¡
_হয়তো দামি রেষ্টুরেন্টে খাওয়াতে পারবো না...
 কিন্তু অপরাহ্নে ফুচকার দোকানে বসে নিজ হাতে ফুচকা তুলে খাওয়াতে পারবো.....¡

_হয়তো দিনশেষে দামি কোনো উপহার দিতে পারবো না...
কিন্তু নিয়ম করে রোজ একগুচ্ছ ফুল আনতে কখনো ভুলবো না..¡

ইচ্ছা থাকা সত্তেও হয়তো তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো না...
 কিন্তু বিশ্বাস করো,ভালোবাসায় কোনো কমতি থাকবে না..¡
আসবে কি- চাকচিক্যের এই শহর ছেড়ে
 সাদামাটা এই ভালোবাসার শহরে...?
_কথা দিচ্ছি,নিজের মনের রাণী করে 
তোমায় ভালোবাসার সাগরে ভাসিয়ে রাখবো...¡!


___shahriyer konok....
loader
Home
Explore
Events
Notification
Profile