Nojoto: Largest Storytelling Platform
nojotouser6714919199
  • 247Stories
  • 42Followers
  • 2.2KLove
    2.5KViews

বিশ্বনাথ দাস

  • Popular
  • Latest
  • Repost
  • Video
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

White নকল হাসি সাজিয়ে রাখো
 মুখোশ পরা মুখে,
উল্কা হয়ে ঝরছে তারা
খবর কেইবা রাখে ,,,,

©বিশ্বনাথ   দাস #sad_shayari
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

White চোখ মেলে বৃষ্টি দেখি
দেখি মেঘের সারি,

সকাল সন্ধ্যা তারি সাথে
চলছে ভাব আরি,

 ভিজছে পাখি ভিজছে গাছ
ভিজছে সবুজ বন,

আকাশ পথে চাতক পাখি
 নাচছে সারাক্ষণ !

©বিশ্বনাথ   দাস #sad_quotes
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

White দূরের বন্ধু, কাছের বন্ধু
বন্ধু ফেসবুকে,
 আধার পথে ধরলে হাত
মনে সেই থাকে,
 মুখ মুখোশে বন্ধু চেনা
ভীষণ রকম দায়,
জীবন পথের ঘূর্ণিঝড়ে
 কজন বন্ধু পায় !

©বিশ্বনাথ   দাস #Sad_shayri
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

White ফুরিয়ে আসছে দিনের আলো 
কমছে ভালোবাসা,
হাজার ভিড়ে একলা সবাই
জীবন তামাশা !
ভোরের আলো আঁধার যখন
সকাল সন্ধ্যা কি ?
নদীর পাড়ে উড়ছে ধুলো
হাসছে পৃথিবী  !

©বিশ্বনাথ   দাস #nightthoughts
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

কেউ ভাঙে সিঁড়ি আর
কেউ ভাঙে মন,
বিশ্বাস ভাঙলে
 জোরে না জীবন !

©বিশ্বনাথ   দাস #adventure
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

Black কোথাও কিছু পুড়ছে কিছু ধুঁয়া উড়ছে
কাঠ লতা পাতা ভীষণ রকম পুড়ছে,
রাস্তায় কিছু পুড়ছে ইলেকট্রিকের তার
 ঘুমটি ঘর কিছু টায়ার পুড়ছে পোড়া গন্ধ
বাতাসে ঢেউ তুলছে, কোথাও কিছু পুড়ছে,
হাজার ভিড়ে স্বপ্নগুলো ভীষণ রকম পুড়ছে !

©বিশ্বনাথ   দাস #Morning
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

Black কোথাও কিছু পুড়ছে কিছু ধুঁয়া উড়ছে
কাঠ লতা পাতা ভীষণ রকম পুড়ছে,
রাস্তায় কিছু পুড়ছে ইলেকট্রিকের তার
 ঘুমটি ঘর কিছু টায়ার পুড়ছে পোড়া গন্ধ
বাতাসে ঢেউ তুলছে, কোথাও কিছু পুড়ছে,
হাজার ভিড়ে স্বপ্নগুলো ভীষণ রকম পুড়ছে !

©বিশ্বনাথ   দাস #Morning
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

White ভুলে যাওয়া দারুন একটা অভিনয়
কেউ কেউ দারুন ভাবে রপ্ত করতে পারে,
কেউ আবার কিছুতেই রপ্ত করতে পারে না !

©বিশ্বনাথ   দাস #Free
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

একদিন মানুষ দেখবে পৃথিবীর সব গাছ
 উন্নয়নের নামে ধ্বংস, বেঁচে আছে একটা
শেষ গাছ ! অক্সিজেন বিহীন হবে এই পৃথিবী,
 চারিপাশ শুধু বারুদ আর বারুদ হিংসা আর হিংসা,ধর্ম আর রাজনীতি কেমন যেন তালগোল পাকানো পৃথিবী! কোনো পাখি
আর থাকবে না, থাকবে না কোনো বন্য জন্তু,
শুধু থাকবে কিছু আধুনিক দানব মানুষ !
থাকবে এক উত্তপ্ত পৃথিবী, ছোট্ট এক শিশু
বলবে আমায় কিছু অক্সিজেন দাও !

©বিশ্বনাথ   দাস #Hope
7f226a207b1870a895e7e0dc019543e4

বিশ্বনাথ দাস

হাজার চিন্তা আর জীবন পথ
জোয়ার ভাটা আর আশা নিরাশার
হাজার রঙ বেরঙের ছবি,
 হাজারো প্রতিকূলতায় ভেসে ভেসে
বেঁচে থাকার জীবন পথ !
তুমি বুঝি মানুষ ?
তোমার কাছে হাজার সুখ
আর আমার কাছে ?
বেঁচে থাকার কঠিন লড়াই  !

©বিশ্বনাথ   দাস #seagull
loader
Home
Explore
Events
Notification
Profile