Nojoto: Largest Storytelling Platform
narayanchowdhury2962
  • 43Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Narayan Chowdhury

  • Popular
  • Latest
  • Video
7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

উমা আসলে মনে পরে কত পুরোনো দিনের কথা ।
কোথায় যে হারিয়ে গেল বাচ্ছা বেলাকার সেই সব দিনটা ।
উমা আসলেই তো মনে পরে কত পুরনো দিনের কথা ।
ছোট বেলাকার বন্ধু আর বন্ধুদের সাথে পুজোয় কাটানো দিনটা ।
এখনো তো বন্ধুদের সাথে সম্পর্ক আছে নেই শুধু আগের মত বন্ধুত্বটা ।
উমা আসলে মনে পরে কত পুরোনো দিনের কথা ।
বছর বছর উমা এসে বানিয়ে যায় কিছু স্মৃতি দশমী এলেই সিঁদুর মাখা মুখ নিয়ে বলে যায় পুজো এবারের মতো ইতি । #আরতিতে

#আরতিতে

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

এই বৃষ্টি তুমি দক্ষিণেশ্বর যাওনা
মৈত্রী কেমন আছে একটু খবর এনে দাও না
কেমন লাগে তাকে দেখতে ঘুম থেকে উঠলে
এই বৃষ্টি তুমি আমাকে বলো না
এই বৃষ্টি তুমি দক্ষিণেশ্বর যাওনা
তার কিছু খবর আমাকে এনে দাও না
আমাকে ছোঁয়ার পর তার কাছে একটু যাওনা
এই বৃষ্টি তুমি দক্ষিণেশ্বর একটু যাওনা

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

বৃষ্টি নামার আগে আমার কত স্বপ্ন জ্বলে গেল 
স্বপ্ন পূরণ করা হলো না তার আগেই ইতিহাস হয়ে গেল
আমার ইতিহাস কেউ শুনবে কেন থোরি না আমার স্বপ্ন তার জানা-বোঝা হলো
আমার স্বপ্ন লেখার আগেই আমার স্বপ্নের চিতার আগুন লেগে গেল
বৃষ্টি নামার আগে আমার সব স্বপ্ন জ্বলে গেল #বৃষ্টিনামারআগে #বৃষ্টিনামবেবলে

#বৃষ্টিনামারআগে #বৃষ্টিনামবেবলে

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

আসলে বন্ধুত্ব ও ভালোবাসার মানে তুমি আমাকে বুঝিয়েছো
কে হই আমি যাকে বুক ভরা ভালোবাসা দিতে এসছো তুমি
ডাকনাম তোমার ইন্দু দেখতে তোমায় পরীর মত কেন আমাকে এত ভাগ্যবান করে তুলছো
কে হই আমি যাকে বুক ভরা ভালোবাসা দিতে এসছো তুমি #যদিফিরি

#যদিফিরি

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

যে রাস্তা দিয়ে গেছো ফিরে এসো আবার
অপেক্ষা করেছি আমি এসে ভালোবেসে আবার
কেন জানিনা তুমি ফিরে আসবে এই কথাটা মন বলছে বার বার
যে রাস্তা দিয়ে গেছো দয়া করে ফিরে এসো আবার #পাখিরমতোএসো

#পাখিরমতোএসো

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

আমি জানি আমি তাকে ধরে রাখতে পারবো না
আমি জানি আমি তাকে আমার করতে পারবো না
সে দূরে যেতে চায় কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না
আমি তার জন্য বোঝা হয়ে যাচ্ছি
তো কেন আমি তাকে ছাড়া থাকতে পারবো না
আমার জন্য তার জীবন নষ্ট হচ্ছে
তো কেন আমি তাকে ছাড়া থাকতে পারবো না
থাকতে হবে তাকে ছাড়া
থাকতে পারবো না বললে হবে না #মেঘেরদলেদেখা

#মেঘেরদলেদেখা

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

তুমি চলে যেতে চাইবে তোমাকে যেতে দেবো
তুমি আবারও ফিরে আসতে চাইবে তোমাকে আবারো আসতে দেবো
তুমি দোষ দেবে মাথা পেতে সেটাও আমি মেনে নেব
তুমি ফিরে এসো আবার ঠকাতে আমি হাসতে হাসতে ঠকে ও যাবো
তুমি ফিরে এসো আগের মতন যা চাইবে তাই ফিরিয়ে দেবো
কিন্তু আগের মত সেই বিশ্বাসটা কি ফিরিয়ে দিতে পারব 😌 #গল্পেতোমায়

#গল্পেতোমায়

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

আকর্ষণকে ভালবাসার নাম দিয়ে
কেন বদনাম করো প্রিয় মানুষটাকে ?
আকর্ষণকে ভালবাসার নাম দিয়ে
কেন মেয়েদের মুখে অ্যাসিড হামলা করো ?
আকর্ষণকে ভালবাসার নাম দিয়ে
কেন মেয়েদের কিডন্যাপ করে ধর্ষণ করো ?
আকর্ষণকে ভালবাসার নাম দিয়ে
কেন ভালোবাসাকে বদনাম করো ? #আকাশজানুকআলোরঋণ

#আকাশজানুকআলোরঋণ

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

মেনে নেবো সব
চলে যাবো দূরে
স্মৃতি গুলো তোমায় ফিরিয়ে দেবো সব
আর চলে যাবো অনেক দূরে #একতারাদেরদেশ

#একতারাদেরদেশ

7fa76a02851a3e35a2ac1538cb52c852

Narayan Chowdhury

ছায়া সঙ্গ ছাড়ে আলোতে
মায়া সঙ্গ ছাড়ে পরিস্থিতিতে ব্যথাতে
পরিবার সঙ্গ ছাড়ে জীবনের শেষ নিঃশ্বাস এতে
সবাইকেই সঙ্গ ছাড়তে হয় পরিস্থিতির বাকে এতে
নিজেকে খুশি রাখতে হয় খারাপ সময় কে হারাতে
সময় সবাইকে হারানোর চেষ্টা করে কিন্তু সবাইকেই জয়ী  হতে হবে নিজের জীবনে তে... #ভালোথাকারবৃষ্টি

#ভালোথাকারবৃষ্টি

loader
Home
Explore
Events
Notification
Profile