Nojoto: Largest Storytelling Platform
nojotouser4686513974
  • 267Stories
  • 113Followers
  • 2.1KLove
    34.5KViews

Ami

যদি থাকতে চাও এসো গল্প করি, যদি মুছতে চাও এসো হাতটা ধরি, যদি পারাপারে যেতে চাও, চলো একসাথে আরো একটা স্বপ্ন গড়ি, গোধূলির আলোয়, রাতভেজা নিস্তব্ধতায়।

  • Popular
  • Latest
  • Video
8635060de60fb7b1bda056df86ca489e

Ami

White যদিওবা সত্যি এটা.....
মূল্যহীনের স্তরে.....
আলাদা কি কেউ প্রশ্ন জাগায়
যাকে কেউ না ভুলতে পারে?

প্রথম ভালোবাসা.....
প্রথম প্রশ্ন......
একটা সময়ে থমকে যায়.......
সত্যি কেউ বলেছিল.....
প্রথম ভালোবাসা .......
অপূর্ণতার স্বাদ দেয়....!!!!!

©Ami #sad_quotes Opurnota
8635060de60fb7b1bda056df86ca489e

Ami

White মজ্জায় মজ্জায় অতীত জানে.....
কেউ ভালো না কারুর জন্য.....
সে প্রেমিকা খোঁজে ভালোবাসার অজুহাত.......
আর আমি প্রেমিক খুঁজি দেহের উষ্ণতা......

যদি স্থিরতা আমার প্রেমে 
তবে তুমি আমার প্রিয় কেউ....
নাহলে আপাদমস্তক আমি পুড়েছি.....
পাশে পুড়ছে আমার অর্যন্ত্রিক কেউ....

প্রিয়তমা তার আবেশ রাতের অন্ধকারে খাবারের মতো.....
যতটা নেশাগ্রস্থ আমি......
ততটাই আমি ভালোবাসতে পেরেছিলাম

©Ami
  #sad_dp ❤️

#sad_dp ❤️ #Love

8635060de60fb7b1bda056df86ca489e

Ami

White বিভেদ টা শরীরে,
শুকনো হাওয়ার মতো মোড়াচ্ছে ,
লাল রক্তের দীর্ঘশ্বাস
প্রত্যেক প্রহরে আজান দিচ্ছে।

একা আমি কিছু
একা কিছু রক্তপ্রলতা
ক্ষনিকের থমকে যাওয়া সময়ে
কেউ যেন বলছে কানে কানে......
"বাবু আয়ে,এসে খেয়ে যা"

মাতৃত্ব জঠর ভাঙার আওয়াজ
নাভি ছিড়ে যাওয়ার শব্ধ
একা আমি ....এখনো দাঁড়িয়ে
মা শব্ধ এখন যেন স্তব্ধ।

নীরবতার বাতিঘর.....
রোজ সন্ধ্যের উচ্চারণ সেখানে
প্রদীপ দুটো পাশাপাশি.....
হাতছানিতে যেন ডাকছে.....!!!!

আমি আসবো মা.....
আমি আসবো আবার তোমার কোলে.....
প্রজন্মের পর প্রজন্ম তুমি শুধু আমার থেক......
আর ডেকো আমাকে বাবু বলে।

মা.....মা....মা....মা।।।।।

©Ami
  #Maa❤

Maa❤ #SAD

8635060de60fb7b1bda056df86ca489e

Ami

White যা কিছু বিচার্য সবই এসেছে দুবার,
মন পুড়েছে কবে.....
সায়াহ্নে মৃত্যু আসতে চাইছে আরো একবার.....
এবার এলে তবে।

কফিনবাহক দুখানি.....
আড়মোড়া ভাঙছে দুয়ারে.....
শেষ পরিষদের মেলা বসেছে......
মৃত্যু গণনা জোরকদমে।

রোজ শিয়রে কান্না লুকাই....
বুকের উপর হাত রাখি.....
মা মা বলে কাকে শুধাই.....
কার কোলে যে মাথা রাখি।

অর্তনাদের গুমোট কালো....
কষ্টের অকালবোধন বোধহয়.....
আত্মার এখন তীব্র দহন....
মৃত্যুপারে যদি ঠিক হয়।

©Ami
  #Sad_Status Maa❤️😭

#Sad_Status Maa❤️😭 #SAD

8635060de60fb7b1bda056df86ca489e

Ami

আজ মরশুমে উপাখ্যান....
পাতা রাও নতুনভাবে ঝরছে....
সকালের প্রভাতফেরি.....
নতুন বর্ষ কে স্বাগত জানাচ্ছে।

তবু এর মধ্যে....

কাল সন্ধ্যার জানলা ছিল খোলা.....
কিছু আগন্তুকের চিঠির সিলমোহর
খোলার দরকার ছিল......
বাইরে হটাৎ বৃষ্টির পূর্বাভাস.....
যদি আবার সেই সন্ধ্যা আসতো....

তোমার খোলা চুল আমার মুখের উপর ছিল......!

আবহাওয়া দপ্তর আন্দাজ করেছিল.....
তোমার স্মৃতির পূর্বাভাস আসবে....
এই বছরের আমার বালি ঝড়ের উপাখ্যান
শুধু তোমার বুকের মাঝে নামবে.........

শুধু সেই সন্ধ্যা আসুক........

তোমার নাম আমার ঠোঁটে, লেপ্টে থাকবে.....

বাইরে মরশুম বদলাক......

তোমার খোলা চুল আমার মুখের উপর উড়বে।

©Ami
  #GoldenHour দহন

#GoldenHour দহন

8635060de60fb7b1bda056df86ca489e

Ami

বিরহের বৃষ্টির লগ্ন অনেক করেছে দেরি
ভালোবাসা থমকালো.....
চুপিসারে দিলো উঁকি.......

আজ প্রহরের দুটোর কাঁটা....
অনেকটা প্রেম দিয়েছে....
বাইরে আকাশ আমার অবকাশে কালো
অনামিকা এখনো হাতের সিগারেট তোমার জন্য পুড়ছে।

দোটানায় মনের মধ্যে.....
দমড়ানো প্রেম.....আবেগের চিতা সাজিয়েছে....
প্রেম তোমাকে বলেছিলাম.....
আর মৃত্যু আমাকে।

এইবারে রুখে দিয়ো.....
যা কিছু পাওনা আছে.....
দ্রিপহরের বৃষ্টি 
অনামিকা.........
একটু একটু করে তোমার নাম নিচ্ছে।

অনামিকা এখনো হাতের সিগারেট তোমার জন্য পুড়ছে।

©Ami
  #chai অনামিকা

#chai অনামিকা #কবিতা

8635060de60fb7b1bda056df86ca489e

Ami

আদতে সেটা তুমি ছিলে,
অস্তিনের হাটভাঙ্গা উচ্ছাসে
আদতে সেটা তুমি ছিলে
কান্না গুলো বৃষ্টির জলে মিশে।

আদতে বর্ষাকাল
তুমি ভেবেছিলে সময়
কি জানো প্রিয়...অস্থির মনে
আদতে এই সময়েই বৃষ্টি হয়।

©Ami
  #Tanhai ♥️
8635060de60fb7b1bda056df86ca489e

Ami

আঘাতের বৈষম্য......
বুকের গন্ডি ছিড়ে ফেলে......
অন্ধকারের নৈবেদ্য......
অরাজকতায়ে হয়ে নিবেদন.....
চিতার লাশ যেদিন উঠে বসে মুক্তির পথ খোঁজে....
রাস্তায় রাস্তায় হয়ে অধিকারের আন্দোলন।

চারটি বিবর্ণ..... কালের অজুহাত......
স্তব্ধ হোক মিথ্যা প্রোপাগান্ডা.......
নৈরাজ্যের পাঁচিল আবার  উঠছে ভরে
যেন এক
মুক বধীরের পস্থরযুগীয় সংজ্ঞা......

©Ami Revuliuation 
#Revuliuation
8635060de60fb7b1bda056df86ca489e

Ami

জংলা ফুলে যেমন মহুয়ার গন্ধ
অতিবিলাসী হতে মন চায়......
নিষ্ঠুর মনে প্রেম একে.......
এই শতাব্দী নির্লোভ হতে চায়

আমার তো চাওয়া ছিল......
কত অদেখা ইতিহাস......
বুঝলে লাবণ্য
শিয়রে প্রেম ছিল.....
আর আমি ছিলাম বেমামান......

তোমার ঝরা বসন্ত
আমি কালের নিয়মে ছারখার
আমারা অদেখায়ে প্রেমে পড়ে
মনে হয় এপিটফিক লিখেছিলাম।

বুঝলে লাবণ্য.....

আস্তানা তোমার বুকে
আমারও বুকে প্রবাহ ছিল
এইবার এলে পরে
কথা দাও.......
ছেড়ে যাবেনা কখনো......

বুঝলে লাবণ্য.....

©Ami ❤️
#alone

❤️ #alone #Love

8635060de60fb7b1bda056df86ca489e

Ami

প্রজন্মে নাম ব্যবহার ছিল.....
অস্তিত্ব মুছে দেওয়ার......
প্রখর রোদে প্রেম পুড়েছিলো
পরকীয়তায়ে আবার.....

একা বিবর্তনের ব্ল্যাক হোল ধরে......
স্থিরতা বিচ্ছেদ পেল......
হারিয়ে যাওয়ার আগে.....
ঠোঁটে ঠোঁট রেখে
সে বলেছিল.....
এবার তুমিও আমাকে মনে রেখে......
নিজেকে ভালো রেখো🖤

©Ami #Light আবার এসো.... এইভাবে পুড়িয়ে🖤

#Light আবার এসো.... এইভাবে পুড়িয়ে🖤 #Life

loader
Home
Explore
Events
Notification
Profile