Nojoto: Largest Storytelling Platform
goutamparua3111
  • 198Stories
  • 27Followers
  • 2.4KLove
    4.2KViews

Goutam Parua"নির্মল"।

জগতের কোন কিছু অকারণে নয় কারণের তরে জেনো তোমার উদয়।।"" সন্ন্যাসী, কবি, গায়ক, "নির্মল"।

  • Popular
  • Latest
  • Video
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৪:-
"মরিয়া গিয়াছি বলিয়া ভুল করিও না। সন্ন্যাসী মানুষ তো। তাই ধ্যান করিতেছি।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-274:-
 "Don't make the mistake of saying I'm dying. I'm a monk. So I'm meditating."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_shayari #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৩:-
"সৃজনহীন জীবন হইল স্বজনহারা মানুষের মত। রহিলে     আনন্দমুখর, না রহিলে দুঃখেভরা।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-273:-
 "Life without creation is like a man without relatives. Either happy, or sad."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_shayari #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২১৪:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
জানি প্রভু জানি যে গান খানি
ছিল তোমার প্রানের গান
আজি প্রভাতে দিলে মোর হাতে
কোন শুভ কর্মের দান, গান-
কোন শুভ কর্মের দান।।
নাহি জানি কেমন সে
গানের ভুবন খানি
কেমন করে পাঠায় তাহার বানী, 
হৃদয় মাঝে কেবলই যে
বাজায় তাহার তান, গান-
কোন শুভ কর্মের দান।। 
দিনের শেষে যখন আমার 
ক্লান্ত এ হৃদয়
গানে গানে কেবল গানময়। 
গানে গানে মোর ভুবনে
তোমার আসা-যাওয়া
গানেই পরশ গানেই তোমায় পাওয়া, 
গানে জীবন-মরন, গানের, 
নাইকো অবসান, গান-
কোন শুভ কর্মের দান।।

©Goutam Parua"নির্মল"। #Smile #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২১৩:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
কেমন তোমার হৃদয় খানি? 
মোর রোদন শুনিতে নাহি পাও
বারে বারে আমি নাহি থামি
তুমি পাসরিয়া যাও।। 
দেবে বলে দাওনি দেখা
আমি গহন বনে একা
হয়নি জীবন বানী লেখা
জীবন বানী দাও।। 
এখন আমার মধ্য গগন
দেবে যদি দাও তোমার রতন
তোমার মতন করে যতন
মোর ভুবনে সাজাও। 
সাজবো বলে রইনু চেয়ে
সাজবে হৃদয় তোমায় পেয়ে
ভরবে মন ভরবে জীবন
জীবন ভরাও।।

©Goutam Parua"নির্মল"। #bike_wale #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২১২:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
যো পথে মোর আসা
যাওয়া হবে যে সেই পথে
হেসে-হেসে মিলব শেষে
তোমার জয়-রথে।।
পথ আমারে বারে-বারে
শুধায় কানে-কানে, 
শুধায় কেবল শুনাবি চল
তাঁহার কথা গানে, 
তাঁহার কথা শুনবো হেথা
শুনাবো জগতে।।
শুনবো কথা শুনাবো তা
সকল জনে-জনে
সকল আশা পূর্ন হবে
সকল অভিমানে, 
কথা সকল জনে-জনে।
সকল জনে সকল মনে
ছড়াবো তাঁর নাম, 
সকল বাসন পূর্ন হবে
সকল মনস্কাম, 
সকল আশা সকল ভাষা
সকল অভিমতে।।

©Goutam Parua"নির্মল"। #Buddha_purnima #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২১১:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
বলবো বলে বলা হয়নি, সেদিন,
যে কথাটি লুকিয়ে ছিল
সে যে তোমার কাছে ঋন।।
বলবো বলে হয়নি বলা
এসেছিলেম দ্বারে আজ একেলা
বসন্তের বিদায় বেলা
কন্ঠে বাসরীর বীন।।
বিদায় যে মোর তোমার কাছে
চিরবিদায়-,অভিমানে-লাজে, 
তোমার কাছে। 
অভিমানে-লাজে
সেই কথাটি বলবো যে
তোমার মালা আমার মাঝে
আজো আছে অমলীন।।

©Goutam Parua"নির্মল"। #Buddha_purnima#
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭৩:-
  "সৃজন হীন জীবন হইল স্বজন হারা মানুষের মত। রহিলে আনন্দমূখর, না রহিলে দুঃখে ভরা।" 
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-273:-
 "Life without creation is like a man who has lost his relatives. If it is he is happy, if it is not, he is full of sorrow."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #emotional_sad_shayari #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল বানী-২৭২:-
"মানুষ কে সম্পদ নয়। সততা, সম্মান আর সেবা গুণ দিয়া বিচার কর। কারণ, যাঁহার সম্পদ নাই। কিন্তু সততা, সম্মান আর সেবা গুণ রহিয়াছে।সেই হইল প্রকৃত মানুষ, প্রকৃত সম্পদের অধিকারী।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-272:-
 "People are not wealth. Judge them by virtue of honesty, respect and service. Because, those who do not have wealth. But honesty, respect and service are virtues. He is a real person, possessing real wealth."
Goutam Parua "Nirmal".  🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #emotional_sad_shayari #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২১০:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
যখন সময় ছিল সনে
তোমায় চেয়েছিনু-
চেয়েছিনু মনে মনে।।
যখন সময় ছিল সনে-
অকারণে-অভিমানে, 
অকারণে অভিমানে-
ছিলে না জীবনে।। 
এখন নাহি বেলা
নাহি মনের সে রং
ধূসর সকল খেলা। 
এখন বিদায় সমাগত-
সময় যেন নদীর মত, 
বহিয়া যায় অবিরত
তাকাই তাহার পানে।।

©Goutam Parua"নির্মল"। #Free #
8d3ddb17215d8a4a1250134787db8337

Goutam Parua"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-২০৯:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
যখন গান আসি ফিরিয়া যায়
অবহেলায় মোর অবহেলায়, 
তার হৃদয় খানি-
অভিমানি সে অভিমানি।।
সে বন্ধন মাঝে মুক্তির গতিধারা-
আনন্দ মাঝে চির আনন্দ হারা-
সাম্যের মাঝে চির সাম্য
অসাম্যে সাম্যের বানী।।
সে মুক্তি সে অমল-অধীর আনন্দ সে
সে সুর-তান সে ছন্দ, সে মুক্ত সে বন্ধ, 
জানি তবু নাহি মানি। 
মানি তাঁহার সুরের আসা-যাওয়া-
দক্ষিন হাওয়ায় হঠাৎ ফিরিয়া পাওয়া-
তাঁহার আসা তাঁহার যাওয়া
তাঁহার চরণ ধ্বনি।।

©Goutam Parua"নির্মল"। #safar #
loader
Home
Explore
Events
Notification
Profile