Nojoto: Largest Storytelling Platform
chayansengupta4908
  • 351Stories
  • 291Followers
  • 3.7KLove
    15.2KViews

"বিলম্বিত-লয়"

ভালোবেসো, আর ভালো থেক

  • Popular
  • Latest
  • Video
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

White কতটা দূর যাবে? 
বল কতটা দূর তোমায়.. ছেড়ে যেতে হবে!? 
এইতো ক্ষুদ্র গোলাকার পৃথিবী, বল তবে!!
তুমি বিনে আগেই নিষ্প্রাণ আমি, ভূমন্ডল ছেড়েছি সেই কবে!!

©"বিলম্বিত-লয়" #Sad_Status
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

New Year 2024-25 নতুন করে আজ বলো, 
কি করি অঙ্গীকার?
সত্যই জানা নেই অমন কিছু, 
প্রিয়ে আমার; 
জানি শুধু জন্ম-জন্মান্তরের সম্পর্ক 
দু'জনার,
এ জনমে হারিয়েও যদি যাও, 
আগামী জনমে খুঁজে নেব ঠিক তোমায় আবার।।
©

©"বিলম্বিত-লয়" #NewYear2024-25
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

যতদিন রয়ে যাব ধরণীতে বলব বারে বার 
তুমি আমার, তুমি শুধুই আমার
নাইবা রইল কিছু আমার জন্যে তোমার নিকট, সে তোমার ব্যাপার
তবু অতীতে করেছি, আজও করি তোমাতেই পারাপার
©

©"বিলম্বিত-লয়" #Thinking
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

তুমিই আমার লিখনীর ভাষা, 
সহস্র প্রেমকাব্যের সমাহার..
প্রতি জনমে তোমাকেই পাইয়াছি, 
ভালোবাসিয়াছি আবার..
©

©"বিলম্বিত-লয়" #Thinking
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

White যেমনটা চেয়েছিলে তুমি সখী..
অমনই আমি আছি।
স্পর্শে নেই, নিকটে নেই...
চেয়ে দেখ তবে, আছি কাছাকাছি।।

আপ্রাণ চেয়েছি বাঁচাতে.. 
যুগলের ভালোবাসা,
তোমার নাই বা কিছু এল গেল..
জীবনে রইবার আমার.., এযে অন্তিম আশা।।
©

©"বিলম্বিত-লয়" #good_night
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

White আমায় খোঁজো নি তুমি বহুদিন..
একটা নির্লিপ্ত বছর বলে দেয় অনেক সুপ্ত কথা,
আমার প্রেম, তোমায় চাওয়া.., আমারই থাকুক নাহয়
তোমায় কাছে চেয়ে বাড়িয়েছিলুম হাত, ফিরেছে পেয়ে ব্যথা।

এরূপই থেকে যেও তুমি, যেরূপ আছ আজকাল..
আমি নিজ শখ, সাধ, স্বপ্ন.., সব গিলে খেতে শিখে গেছি 
দূর হতে এমনেই তোমার স্পর্শটুকু শুধু চাই..
যা পাবার তা পেয়ে গেছি, যা নয় তাতে অভ্যস্ত হয়েছি।।
©

©"বিলম্বিত-লয়" #good_night
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

ছেড়ে যেতে পারে আমাদের, জীবন.. 
যে কোনো সময়ে, আচম্বিতে, যখনতখন..
তবু স্বপ্ন দেখা, স্বপ্নে করা বাস.. 
বাগধারা আছে - "যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ"..
©

©"বিলম্বিত-লয়" #Sad_Status
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

আমি সত্যই পরিবর্তিত,
এক বৎসরকাল তোমারে না পেয়ে..
নিকটে চাইবার পরিণাম যদি এমনে ভয়ংকর হয়!!
সাথে রয়েও দূরে দূরে থাকা শ্রেয় তার চেয়ে..

তুমি বিনে রইতে পারি নে বলে,
ফিরে ফিরে আসা তোমার নিকটে..
তবে কোনোভাবেই দুর্বল নই আমি!!
একভাবে চেয়েছি ভালোবাসা, যতই পরি না কেন সংকটে..
©

©"বিলম্বিত-লয়" #droplets
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

যেমনে চাও, অমনে ভাল থেক তুমি সখী
আজ আমি নিজের তাগিদে তোমারে নিকটে রাখি
অতীতের দিনগুলি স্মরণে এনে ভাবে-আবেগে থাকি
মাঝেমাঝে হেথাহোথা আবোলতাবোল বকি.., লিখি 
---------
নতুবা দুজনারই জানা 
কেন বছরকালীন আগে অমন দূরত্ব টানা 
তোমার যে কাছে আসতে মানা
©

©"বিলম্বিত-লয়" #Likho
a77ec170873340f0bb3a9a69f430f6f6

"বিলম্বিত-লয়"

কিছু ভালোবাসা সম্পূর্ণ হইবার নয় 
কোনোরূপে কোনোকালে.. 
যুগ যুগ ধরিয়া উহা 
এইরূপে ব্যবধান রাখিয়া চলে..

বাহ্যিক ভাবে মনে হইতেই পারে
তাহাতে রইয়াছে প্রাণরস প্রানসুধা.. 
আসলে তাহা আলেয়া'র ন্যায়, অস্তিত্ব নাই কোনো 
অভুক্ত রাখিয়া উহা দূর হইতেই মিটাইতে চায় ক্ষুধা..
©

©"বিলম্বিত-লয়" #sadness
loader
Home
Explore
Events
Notification
Profile