Nojoto: Largest Storytelling Platform
payelpulakdas1011
  • 4Stories
  • 356Followers
  • 824Love
    0Views

পায়েল দাস

কিছু পূর্ণতার স্বাদ না মেলাই শ্রেয়।

  • Popular
  • Latest
  • Video
b05fae75f2ea7bc310409c45e0a2d760

পায়েল দাস

White খাঁচা বনাম জীবন
*******************

সবাই খাঁচা ভাঙার অপেক্ষায় থাকে,
দূরে আকাশে উড়ার ইচ্ছা সবাই রাখে।
পথ মসৃণ নয় জেনেও খাঁচা ছাড়তে চায়,
খাঁচার ভিতর সুখ আছে জেনেও অদূরে পারি জমায়।
খাঁচায় বন্দী পাখি ছক কষে পালাবার,
একবার সুযোগ মিলুক ফিরবোনা কভু এই খাঁচায় আর।
পায়ের শিকল বন্দী খাঁচা কিছু নিয়ম মিথ্যে আচার,
ভাঙার সাহস খুব কম লোকের।
যারা ভেঙেছে বেশ করেছে,
লোকে বলে উচ্ছন্নে গেছে।
আসলে সে নিজেকে পেয়েছে,
খাঁচার পাখি স্বাধীন হয়েছে।
শিকল তাহার খুললো বলে,
দেখলো নতুন আলোর দিশা।
মনে পেলো অনেক বল,
পেলো বাঁচার নতুন আশা।

✍️✍️✍️ পায়েল দাস

©পায়েল দাস #খাচাবোনামজীবন

#খাচাবোনামজীবন #Poetry

b05fae75f2ea7bc310409c45e0a2d760

পায়েল দাস

Your courage only give you success 
stay strenthy stay wealthy 
never loose hope 
you deserve better

©পায়েল দাস #Courage
b05fae75f2ea7bc310409c45e0a2d760

পায়েল দাস

New Year 2024-25 জানুয়ারী বেশ পছন্দের,
জন্মমাস স্বামী বিবেকানন্দের,
নরেন ছিলো যার নাম,
হলেন সন্যাসী আর,
রামকৃষ্ণের পরম ভক্ত,
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর,
যিনি মেরে প্যায়ারে ভাই বোন বলে,
সম্বোধন করেছিলেন সকল ইংরেজবাসীকে,
যারে ভালোবাসে সমস্ত বাঙ্গালী ,
সকল ভারতবাসী,
জানুয়ারী বেশ পছন্দের,
জন্মমাস নেতাজীর ,
কটক শহরে জন্মালেও,
চেনে সকল ভারতবাসী,
তোমরা আমায় রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেবো,
মূলমন্ত্রে শ্লোগান দিলেন যিনি,
ভারতবাসীর সত্যিকারের হিরোর গল্পে ,
একমাত্র নেতাজীর মুখ ভেসে আসে,
সর্বপ্রথম নামে,
জানুয়ারী বেশ পছন্দের ,
দুজন মহাপুরুষ জন্মেছিলেন বলে,
জানুয়ারী খুব মনে ধরে ,
বিবেকানন্দে শুরু আর নেতাজী থেকে
প্রজাতন্ত্র দিবসে গিয়ে সমাপ্তি ঘটে ।

✍️ পায়েল দাস

©পায়েল দাস #সখেরজানুয়ারি

#সখেরজানুয়ারি #Poetry

b05fae75f2ea7bc310409c45e0a2d760

পায়েল দাস

green-leaves ছিলো সে খোলা হাওয়ার মত
স্নিগ্ধ শীতল মনোরম
হঠাৎ কোনো এক ঘূর্ণিঝড় 
করে দিলো সব এলোমেলো
এখনো সে খুঁজে বেড়ায় 
হারিয়ে যাওয়া তার অস্তিত্ব।

©পায়েল দাস #অজানাকথা

#অজানাকথা #Quotes

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile