Nojoto: Largest Storytelling Platform
sumanpaul5900
  • 22Stories
  • 29Followers
  • 145Love
    1.9KViews

Suman Paul

writter

  • Popular
  • Latest
  • Repost
  • Video
b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

এখন তোমার সময় হয়নি মানি
সারা শহর বৃষ্টি ভিজে শেষ
তুমিও তখন জানবেও না জানি
আমার আবার অপেক্ষার অভ্যেস

সে অপেক্ষা বিছিয়েছি ঘাসে
ঘাস ফড়িং আর বাদাম খোসাও ছিল
মনের মাঝে অন্তর্যামী হাসে
মনের কথা সবাই খুঁটে খেল

খুঁটতে গিয়ে দু-এক পশলা বৃষ্টি
ভিজিয়ে দিল কাজল কালো চোখ
শহর জুড়ে ভাঙছে দেখো সৃষ্টি
শহর জুড়ে নামছে দেখো শোক

সেসব শোকই বৃষ্টি পেলে ছড়ায়
সেসব শোকের নাম জানা নেই কারো
আমিও এখন ছাতা হাতেই ঘুরি
তুমি দেখি ভিজতে চাইছ আরো

ভেজো তবে ইচ্ছে মতন খুশি
দুরে থেকেই দেখছি আমি বেশ
ধুয়ে যাক যত শব্দ পাওনা ছিল
থাকুক শুধু অপেক্ষার অভ্যেস

©Suman Paul
  অপেক্ষায়..

অপেক্ষায়.. #Poetry

108 Views

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

প্রকৃতি পর্ব ২
শাশ্বত শান্তির মাঝে, তারাও যুদ্ধে আসে,
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে;
তাঁদের অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ  যুদ্ধবাজ হয়ে যায়, মোহরের প্রিয় প্রলভনে।

এমনও কিছু প্রেম আছে, যেখানে প্রেমিককে হতে হয় খুনি।
কেউ যদি ভালো বেশে খুনি হতে চান;
তবে তাই হয়ে যান।
 সময় যে, আজ বয়ে যায়।

সময়ের অন্তহীন স্রোতে এখন যৌবন যার,
মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
জীবনের প্রান্তে, বৃদ্ধ হয়েছ তুমি,
তাই কষ্ট হলেও, তোমাকে ফেলে দিলুম আমি।।

©Suman Paul
  প্রকৃতি পর্ব

প্রকৃতি পর্ব #Motivational

99 Views

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

সে বললে, আমি বিষ খাব স্যার,

আমার আর ইচ্ছে করছে না বাঁচতে।

আমি শুধালাম, কি হয়েছে তোমার

সাতসকালে এসব কি বলছ তুমি।

মেয়েটি বললে, সত্যি বলছি স্যার,

আমার আর একফোঁটাও ইচ্ছে নেই বাঁচার।

আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমার বলবে তো।

মেয়েটি বললে, মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে

চারজন ছেলে মিলে– –

আর বলতে পারবো না স্যার

 কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন

আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে,

যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই

সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে

আর একটুও ইচ্ছে করছে না আমার ।

আমি বললাম, তুমি পাথর খাদানের মঙলিকে জানো

“মঙলির কথা” মনে আছে তোমার।

মেয়েটি বললে, এখন আর মনে পড়ছে না কিছুই

কারো কথাই মনে পড়ছে না,

সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে

এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে

প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার।

আমি বললাম, শোনো, পাথরখাদানের মঙলির ও

মনে হয়েছিল তাই,

পাহাড়ী নদীর জলে ডুবে বাঁচার যত সাধ আহ্লাদ

সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে,

পারেনি,

তাকে থামিয়ে দিয়েছিল নদী,

নদী বলেছিল, এই মঙলি,

মরে গেলে তো হারে গেলি

জল থাকে মাথা খাড়া করে উঠ

ই পাথরখাদানের মাটি আর গাঁ গেরামের মাঝে

বাবু আর বেনিয়াদে ব্যাওসার ফাঁদ থাকে

আরো হাজার হাজার লাখ অ লাখ অ

মঙলিকে পাহারা দিবার লাগে

তীর কাঁড় আর টাঙ্গি হাতে

সদদারের পারা তুই যা

রুখে দাঁড়া মঙলি

রুখে দাঁড়া ।

©Suman Paul
  প্রতিবাদী

প্রতিবাদী #Poetry

1,575 Views

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

"ভালোবাসার টুকরো"

নাটকের কিয়দংশ তো আছে বাকি,
তাই তো ট্রাজিক হতে আমি রাজি।
নীল ক্যানভাসে যখন ফুটে ওঠে অনুরাগ 
তখনই আমি বন্দি থাকি চারদেয়ালের মাঝে
যখন অস্থিরতা গ্রাস করে আমায়,
তখন আমায় ছেড়ে পালায়।
বন্ধু যদি পর না করো আমায়,
তাহলে মনের অন্দরে ভালোবেসে রাখিব তোমায়।।

©Suman Paul
  #mountainsnearme
 ভালোবাসার টুকরো

#mountainsnearme ভালোবাসার টুকরো #Love

126 Views

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

যদি যেতে হয় যাক, 
সেই প্রানে থাক 
সাগরের ছন্দ তে, 
তেপান্তরের সুখ পাক। 

সুতোয় বাঁধা বন্ধনে, 
রেখে গেছে নন্দনে, 
ভাবি সুখ ফিরে পাব, 
তোমার ঔ স্পন্দনে। 

হৃদয়ের আঙিনায়, 
ফিরব না তা কি হয়? 
মেঘ হয়ে জমেছে আজ, 
অনুভূতি আর প্রাণে তে। 

সুখ যদি চাও পেতে? 
সৃষ্টির মাঝেতে, 
ভালোবেসে যাও,
অন্তহীন সত্য কে। #thought

0 Love

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

উত্তর দিও 

বন্ধু চিনিয়েছ তোমার রঙ,
সরলতায় তা কি বিশ্বাস হয় ?
দিনগুলো গেছে চলে, 
অবিশ্বাস, প্রতারণায় আশ্রয়ে
জানি না সেথা ছিল সত্যি কি আনন্দ? 
নাকি ছিলাম সময়ের অবহেলায় উন্মত্ত। 
বন্ধু এর উত্তর দিও, 
অন্যের স্বপন চুরির দায়ে, 
অনুতাপ নেই তোমার প্রানে, 
তাহলে কি শুধু ছিলেম তোমার প্রয়োজন, 
নাকি বাস্তবে সময় গুলো ছিল শুধুই আয়োজন, 
বন্ধু এর উত্তর দিও।

5 Love

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

ভাবের সাথে ভাবের হেলায়
নীল আকাশের নিচে, 
রঙন হাসি রঙিন বেলায়, 
শুদ্ধ ভালোবাসায়, মুখোশ টা হোক মিছে
দুই দিনের এই পৃথিবীতে, 
সেবাই হোক কর্ম,
সেটিই জানি সেথায় মানি, 
বাকিটা হোক অধর্ম। 
তুমিই ছিলে তুমিই নেই, 
অমোঘ প্রতিক্ষণের হৃদয়ে
তাই ভাবনা নেই, উৎকণ্ঠা নেই, 
শুভ হয়েছে সঠিক বিদায়ে।। অর্থহীন

অর্থহীন

8 Love

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

মনে করি হারিয়ে যাব
নীল ক্যানভাসে,
রাতের জোনাকির পথ দেখানো রাস্তায়।
মন খুলে তোমাতে মিশব।
কখনো ও মনে হয়,
একা হয়ে যাব
আয়ুবের কষ্ট ভরা গীটারের সুরে।
কতদিন যে প্রানখুলে হাঁসি নি,
খেয়াল ই পড়ে না,
কষ্টকে আজ Creativity করে নিয়েছি,
জীবন টা বোধহয় 
এমন ই হয়। ক্যানভাসে

ক্যানভাসে

8 Love

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

যেতুম যদি সবাই মরে,
দুঃখ হত না কারো এই পৃথিবীতে,
যদি সৃষ্টি হতো শুধু সত্যের,
তবেই ফুটতো হাসি গজদন্তিনী দের
আহঃ কি হিংস্রতা কি নিষ্ঠুরতা 
সব কিছুকেই অতিক্রম করে গেছে ওরা।
তৈরি হও প্রলয়ের মুখে পড়তে হবে একদিন 
 মৃত্যুর মতো সামান্য শিক্ষা হবে সেদিন।।

5 Love

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

আজ কত দূরে তুমি,
তাই স্বপন দেখিনা আমি
অনুভূতি গুলো মনের আগুনের ছাই মাত্র,
তাই তোমার ভালোবাসার ছিলেম আমি ছাত্র
জানি না কোন পথে হবে শেষ যাত্রা,
সেদিন ই অপূর্নতাগুলো পাবে এক মাত্রা।
একদিন স্মৃতি গুলো সব যাবে মুছে
তাই থাকব না আমি- তুমি এক আকাশের নিচে।। এক আকাশের নিচে

এক আকাশের নিচে

7 Love

loader
Home
Explore
Events
Notification
Profile