Nojoto: Largest Storytelling Platform
p3676059982123
  • 14Stories
  • 12Followers
  • 145Love
    315Views

pratap Kumar mahali

চিন্তার জগৎ ,, আর জ্ঞান প্রাপ্তি

  • Popular
  • Latest
  • Video
b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

Jai shree ram আমি রাম ভক্ত ,, আমি কৃষ্ণ বাসুদেবের
সখা ।। আমার কোনো শেষ নেই ।
কারণ তাঁর প্রিয় আমি ।।
জয় ঠাকুর ,, 
রামকৃষ্ণ,, সারদা।।
মা আমাদের মানুষ করো ।।

©pratap Kumar mahali
  #JaiShree raam
b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

Shree Ram হে রাম কৃষ্ণ,, তোমায়
পুজবো কিভাবে ? বলিয়া দাও ঠাকুর 
আর কি পারি সইতে।। 
তুমি বিনা কে আছে মোর !

©pratap Kumar mahali #jaishree ram
b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

ঠাকুরের কাছে কিভাবে প্রার্থনা
করতে হয় জানো? 
মা বললেন ,,  ছেলে যেমন মায়ের 
জন্য কাঁদে। , তেমনি ভাবে ব্যাকুল
হয়ে কাঁদো, আর দেখবে ঠাকুর ,
নিজেই তোমার ইচ্ছে পূরণ করবে ।।
মা আবার এটাও
বললেন ।।,, 
যদি ব্যাকুল হয়ে না ডাকো,, 
তবে ঈশ্বর কী , মানুষের
মনুষত্বও লাভ হয় না ।।

©pratap Kumar mahali
  ##jagajjanani
b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

আমরা নিজেরা প্রেমের পাগল 
তাইনা ? 
অবশ্যই হ্যাঁ ; তবে ঠাকুরের সঙ্গে প্রেম 
করো ।। তিনি শান্তি দেবেন ।।
আর উপযুক্ত প্রেমিক খুঁজে দেবেন , 
তাঁর মতোই একজন কে ,,। 
যে শুধু তোমার নিজের জন্মেই 
জন্ম নেই , আবার পরলোক এ
গমনও তোমার পরেই যাবে ,, 
যাতে তোমার দেওয়া আশ্বস্ত সংসার
নতুন আলোর দিশা খুঁজে পাবে ।।

জয় ঠাকুর ,, একজন পাপী কেও
সুস্থ রাখুক ।। মা আর ঠাকুর এক।।

©pratap Kumar mahali
  ##jaimaajagajjanani
b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

সারদা মা ।।
এর ব্যাখ্যা ,
ছানা পাখি যেমন উড়তে
পারেনা , শিকার ধরতে
পারেনা , তেমনি ।
মা পাখি সব পারে ,। বাসা বাঁধতে , রক্ষা
করিতে সব । তেমন সকল
প্রাণীর মা , আর আমাদের মাও তাই । 
তাই বলি হে যুবক , হে বলবান, হে শিশু 
মন । তোমাদের মধ্যেই সব কিছু আছে 
সবাই মায়ের ছেলে । ।
আর বলো দিনরাত । সকলই তো মায়ের 
কৃপা ।। 

জয় মা সারদা।

©pratap Kumar mahali
  ##jaisaarada
b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

তাঁর চরণ নাও । যার 
চরণে , টাকা পয়সা ,
দৌলত , পাকা বাড়ী আর
ভিভিন্ন সুখ কর 
আছে , তবে শান্তি নেই 
ওই চরণ বা পা কিসের? 
যেখানে গুরু নাম সদা
শুভ , শ্রী রামকষ্ণ এর 
চরণে শরণ নাও ।
দেখবে , তাঁর চরণে 
শান্তি  সূর্য্যের রশ্মির
ন্যায় ঠিকরে পড়ছে ।।

©pratap Kumar mahali
  #জয়ঠাকুর

#জয়ঠাকুর #জ্ঞান

b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

কাউকে কোনো কথাই
আঘাত করিও না ।।
মা বলেছেন , 
অসৎ কথা আর ,
মিথ্যা কথাটাও , 
আঘাত দিয়ে বলা উচিৎ নয়
এতে হৃদয়ের
দেবতা কষ্ট পাবে ।

তবে হ্যাঁ , যদি কষ্ট না 
দিতে চাও তবে ,
নিজে কষ্ট পাও।
দেখবে সব ভালো করবেন 
ঠাকুর । ।

©pratap Kumar mahali
  ##জগজ্জননী

##জগজ্জননী #জ্ঞান

b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

হে রামকৃষ্ণ আমায় ,, 
বাঁধিয়া রাখো ,, তোমার 
চরণে ।। 
এই কোমল পদে ,, 
আমায় ঠাঁই দাও।
গো।।
তুমি বিনা আমার কে আছে ? 



বন্ধুরা ,, 
রামকৃষ্ণের স্মরণ নাও
মুক্তি লাভ হবে ।।

©pratap Kumar mahali
  ##জয়ঠাকুর।।

##জয়ঠাকুর।। #জ্ঞান

b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

১.অন্তরে-                        হৃদয়
২.যতনে-                   যত্ন করে
৩.রাখো-                  স্থিত করা
৪.মন রে-              মনের মধ্যে
৫.গাহো-                 তাকে চাও
৬.নাম -             কলির শ্রী হরি
৭.দীন-                 দরিদ্র যারা
৮.কাঙাল-দরিদ্রের নিচ জাতি
৯.এর ধাম -               তীর্থ স্থান
১০.রামকৃষ্ণ -    এর নামই স্থায়ী 
১১.নাম-                 রামকৃষ্ণ ।।

আমি কে ? 
আমিতো তাঁর  সখা 
মাত্র ।।
পৃথিবীতে এসেছি 
তাঁর জন্য ।।

©pratap Kumar mahali ##sreemaa ##@sarada

#sreemaa ##@sarada

b9615b165d019e2bb123b8137b03fa56

pratap Kumar mahali

যে গুরুতে নত হয় ,
সেই বিখ্যাত হয় ।। 
আর যে কাপুরুষে গতি , তার
ধ্বংসে মতি ।।

©pratap Kumar mahali
  #snowpark ,,
loader
Home
Explore
Events
Notification
Profile