Nojoto: Largest Storytelling Platform
mohendramurmu4713
  • 65Stories
  • 105Followers
  • 214Love
    0Views

Mohendra Murmu

  • Popular
  • Latest
  • Video
be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

সংঘাত যদি 
সরাসরি মুখোমুখি 
রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, 

ভবিষ্যৎ দাবি করে যদি 
ছাত্রছাত্রীদের মিলিত শক্তি, 

ইতিহাস হবে তৈরী ....
তফাৎ যাও,
তফাতে চলে যাবে ফ্যাসিবাদী .... #স্পর্ধা

#স্পর্ধা

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

#Pehlealfaaz চাই বা না চাই কি এসে যায় 
মন যে নদী বাঁধতে চাইলে 
আপন ধারায় যায় চলে মুখ ঘুরিয়ে,
ফলগু ধারা যখন শুকনো হৃদয়ে
পিছন ফিরে দেখি চেনা গল্প গুলো কে, 
হারিয়ে গেছে ঝাপসা হতে হতে দূরে ..
রোজ বদলানো জীবনের 
হঠাৎ ভীড়ের মধ্যে থেকে খুঁজে নেয় 
চেনা চোখ অবাক বিষ্ময়ে ! 
আরে তুই ..ইইইঈঈ .. সেই ..
কত বদলে গেছিস !! #বদলে_গেছিস

#বদলে_গেছিস #Pehlealfaaz

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

যেভাবেই তুমি সকাল দেখো ....
রাত পেরিয়ে স্বপ্ন 
আশা রেখে চলে গেছে,
ঘুম ভেঙে চোখ ধূলিকণায় ভেসে, 
ভোরের আলো কুয়াশার ফাঁকে ফাঁকে
দরজায় কড়া নাড়ে সকালে এসে 
সোনালী রোদ্দুর অপেক্ষায় থেকে .... #সোনালী_রোদ্দুর,

#সোনালী_রোদ্দুর,

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

বুঝতে হয়না কার কষ্ট 
জল রঙের ছবিতে স্পষ্ট,
লুকিয়ে কান্নার ভাষা
একিই রকম সব চোখের জলে .... #কান্নার_ভাষা

#কান্নার_ভাষা

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

সাদা কালো কিছু শব্দ সিলিং জুড়ে ভাসে 
পলেস্তারা খসে পড়ার শব্দে
অভাব যখন ঘরময় নোনা ধরা চার দেওয়ালে সুখ আঁকে, 
উৎসবের ক্ষণিকের উষ্ণতা পেয়ে 
কিছুটা জল বাষ্প হয়ে ওড়ে, 
আর বাকিটা অভাবী চোখের শীতল স্রোত বয়ে ভেসে বেড়ায়, 
জমাট বাঁধে বুকে কঠিন যন্ত্রণা ! #সাদা_কালো_কিছু_শব্দ_সিলিং_জুড়ে_ভাসে

#সাদা_কালো_কিছু_শব্দ_সিলিং_জুড়ে_ভাসে

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

বিন্দু তুমি হলে আমি সরলরেখা হব,

তুমি আমি সেই বিন্দু থেকে সরলরেখা বরাবর  

দাগ টেনে যাবো,

দাগে দাগে দাগ ধরে ধরে আমরা, 

আমাদের একটা বৃত্ত এঁকে নেবো .... #বিন্দু_তুমি_হলে_আমি_সরলরেখা_হব

#বিন্দু_তুমি_হলে_আমি_সরলরেখা_হব

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

তোমায় ছোঁয়ার অজুহাতে,


ছাতার হাতলে হাতটা খামচে ধরেছিলে 
পড়ে যাওয়ার ভয়ে বৃষ্টি ভেজা পথ পিছলে,
তোমায় ছোঁয়ার অজুহাতে ইচ্ছে করেই লং ড্রাইভ থামিয়ে 
নেমে পড়েছিলাম জল কাদা পেরিয়ে,
ভালোবেসে নিজেই হারিয়ে যেতে চেয়েছিলে .... #তোমায়_ছোঁয়ার_অজুহাতে

#তোমায়_ছোঁয়ার_অজুহাতে

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

চলো, আজকে পাড়ি দিই রূপকথার এক দেশে ,
জলে ভীষণ ভয় 
তবুও চোখ সে আটকে রাখতে পারে না, 
ভাসিয়ে নিয়ে চলছে কোথায় যেখানে নোনা জলে 
অভাব যে পূরণ হয় না, 

জলই তো জীবন 
শূণ্য হয় যদি চোখ, তাকিয়ে থাকে মাটিতে, 
মন যদিও রুপ কথার ছবি এঁকে চলছে
একটি সব পেয়েছির দেশ ছবিতে,

ছড়িয়ে যেখানে সুখ 
চলো, আজকে পাড়ি দিই রুপকথার এক দেশে 
অভাব যেখানে দূর করে চলেছে কষ্ট কথাদের, 
চুপ কথারাও হেসে ওঠে ভালোবেসে .... #চলো_আজকে_পাড়ি_দিই_রূপকথার_এক_দেশে

#চলো_আজকে_পাড়ি_দিই_রূপকথার_এক_দেশে

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

ফুরিয়ে যাওয়া লালচে আলোয় 
ভেসে ওঠে নীলচে আঁধার, 
গাড়ো হতে হতে হঠাৎ কালো অন্ধকার 
তবুও রোজ ফিকে হতে থাকা স্বপ গুলো 
ফিরে এসে আলো দেখায় ভোরের দরজায় .... #ফুরিয়ে_যাওয়া_লালচে_আলোয়

#ফুরিয়ে_যাওয়া_লালচে_আলোয়

be675c21153e981875221613bbfb552b

Mohendra Murmu

নতুন ভাবেই পুরনো স্বাদ
স্বাদ অনুভবে স্পর্শ গুলো,
স্পর্শ গুলো পুরানো স্বাদ নিয়ে ফেরে ভাবলে মন, মন ভাবলে আপন, স্মৃতির চাদর জড়িয়ে, 
জড়িয়ে ধরে ভালবাসা এসে মাখামাখি .... #নতুন_ভাবেই_পুরনো_স্বাদ

#নতুন_ভাবেই_পুরনো_স্বাদ

loader
Home
Explore
Events
Notification
Profile