Nojoto: Largest Storytelling Platform
kuntaladhikary9915
  • 4Stories
  • 3Followers
  • 14Love
    0Views

kuntal Adhikary

  • Popular
  • Latest
  • Video
c0e2ab2863414a40f33e9ef0c6712b85

kuntal Adhikary

মহামারী
প্রভু  কেমনে সহিব আমি এই বেদনারে
        তবে কি প্রাণী জগৎ আজ হইবে নিঃশেষ!
মহামারীর এই মৃত্যু কারাগারে।
           বাতাসে আজ মিসিয়াছে বিষ
সবার অজান্তে শ্বাস - প্রশ্বাসের প্রতিঘাতে
             কেমনই বাঁচিবে প্রাণ এই নির্মম মৃত্যু হতে।

হত্যাকারীর অবাধ লীলায় হচ্ছি সবাই শনাক্ত
       ঔষধ সব বেকার কাজের রক্ত সবার বিষাক্ত।
হারাচ্ছে কত অপনজনেরে..হচ্ছে মাতৃকোল খালি।
                  জাতপাতের আজ বিচার কোথায়?......
শেষ ঠিকানা আজ মৃত্যুপুরী।

বুদ্ধিজীবী মৌলবাদী সবার কণ্ঠে একই রব!..
    "বাঁচলে প্রাণ বিচার হবে.. দ্বিপক্ষ নয় হও একক"
ভাঙতে হবে বিভেদ প্রাচীর..লড়তে হবে একত্র
       বীরের মত রুখবো সবাই মৃত্যুবাহী বিষচক্র।
                                                                       বিশ্বজিৎ দলুই মহামারী

মহামারী

c0e2ab2863414a40f33e9ef0c6712b85

kuntal Adhikary

ব্যক্তিগত
    যদি বলো তুমি মিথ্যাবাদী!
                        তবে সোহে যেতে পারি নীরবে।
  যদি বলো তুমি অবুঝ....একঘেঁয়ে
                        বোঝনা মনের ভাব,
                বোঝনা চোখের ভাষা!
       তবে আমি বলি দেখেছি তোমার চোখ..
                                লিখেছি প্রণয়ের পত্র
        কিন্তু পাইনি ভালবাসা।
              তুমি নিছক ক'র অভিমান আমার তরে...
      তোমার হৃদয় গহ্বরে।
                 হয়ত আমিও কারো প্রেমীক
    তাই,আমার মনটা পড়ে...
                             একান্তে প্রতিটা প্রহরে।
    আসলে সত্যিকারে প্রেম পাওয়া দুর্লভ 
                বারে বারে হয়েছি আহত।
    প্রিয়তমা কি ক'রে বোঝায় তোমায়
                 তাই প্রেমটা আমার কাছে ব্যক্তিগত।
     
                                        বিশ্বজিৎ দলুই--------

c0e2ab2863414a40f33e9ef0c6712b85

kuntal Adhikary

ব্যক্তিগত
    যদি বলো তুমি মিথ্যাবাদী!
                        তবে সোহে যেতে পারি নীরবে।
  যদি বলো তুমি অবুঝ....একঘেঁয়ে
                        বোঝনা মনের ভাব,
                বোঝনা চোখের ভাষা!
       তবে আমি বলি দেখেছি তোমার চোখ..
                                লিখেছি প্রণয়ের পত্র
        কিন্তু পাইনি ভালবাসা।
              তুমি নিছক ক'র অভিমান আমার তরে...
      তোমার হৃদয় গহ্বরে।
                 হয়ত আমিও কারো প্রেমীক
    তাই,আমার মনটা পড়ে আছে...
                             একান্তে প্রতিটা প্রহরে।
    আসলে সত্যিকারে পাওয়া দুর্লভ প্রেমীকা
                বারে বারে হয়েছি আহত।
    প্রিয়তমা কি ক'রে বোঝায় তোমায়
                 তাই প্রেমটা আমার কাছে ব্যক্তিগত।
     
                                        বিশ্বজিৎ দলুই-------- asd

asd

c0e2ab2863414a40f33e9ef0c6712b85

kuntal Adhikary

ইচ্ছে ডানা
জানো ইচ্ছে ছিল - তোমার সাথে কাটাব জীবনভর,
       বাঁধবো দুজন প্রণয় সুরের গীত
 তুমি ছিলে আমার কাব্যের ভূমিকা !
        কিন্তু,'তুমি করেছো আমায় উপসংহার
 ভেবেছো শুধুই মৃৎ' ।।

 যেদিন ওই দূর আকাশের শুকতারার মত,
       দূর সাগরের শান্তি নিবিড় দ্বীপে,আমি যাবো,
 চিরদিনের মত তোমায় ছেড়ে --
             বলবে ফিরে এসো.. দেখো আসবো না আর ফিরে ।
 
          হয়তো আমার একটু দুঃখ হবে...
 কিন্তু তুমি অনেক কষ্ট পাবে।
         তোমার হৃদয় জুড়ে থাকবে শুধুই হাহাকার,
' তুমি আর্তনাদে আকাশপানে চেয়ে......
           হয়তো আমায় ছুঁতে ইচ্ছে হবে'।।

             মুজরে যাওয়া হৃদয় আমার সেদিন...
 "পূর্ণিমার ওই পূর্ন চন্দ্রের"মত উঠবে পূব আকাশের কোলে।
          দেখবো তোমায় হাজারো মানুষের ভিড়ে 
'নাইবা রইলাম আলোকবর্ষ দূরে'।।
  
           সেখান হতে দেখতে পেয়ে আমায় বলবে ফিরে এসো...
 ফিরে এসো... , আমি কথা দিচ্ছি _ যেদিন শান্ত হবে পৃথিবী-
          বিষন্নতা আর একাকীত্বের নীরবে
তখন চেয় আমায় তুমি 
          "দেখো আসবো আমি ঠিক ফিরে"।।
                                                                                        বিশ্বজিৎ দলুই


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile