Nojoto: Largest Storytelling Platform
snehamoitra0107
  • 17Stories
  • 48Followers
  • 77Love
    0Views

SNEHA MOITRA

  • Popular
  • Latest
  • Video
c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

- " জানো , তোমার গায়ে কেমন যেন একটা মা - মা গন্ধ পাই ।"
- " তাই বুঝি !? তাহলে রোজ রাতে টাকা দিয়ে সোহাগ পেতে আসিস ওই কারণেই ? নষ্ট মেয়ের গায়েও কেমন করে ওমন গন্ধ পেলি তুই?"
- " অনাথ তো ! কি করব বলো !? তাই কেউ তালিম দিয়ে শেখায়নি "মা" কাকে বলে !! " #NojotoQuote #মায়ের গায়ের গন্ধ

#মায়ের গায়ের গন্ধ

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

কেলাসিত প্রেম , বিধ্বংসী ক্যাকটাসে নিহত আবেগ মধ্যরাতে রক্ত ঝরায় খুব গোপনে সঙ্গোপনে ।
লোহিত রক্ত কণিকার গর্ভে অক্সিজেন খোদাই করে তার পুরোনো শেষ ইচ্ছে , কি যেন এক অসীম সুখে ।
 আমিও রাত জেগে এঁকে যাই ফুসফুসের কিছু দুর্বোধ্য মানচিত্র , কিছু ব্যর্থতার গিলোটিন ধেয়ে আসে ।
তবুও হতাশা দিয়ে স্বপ্ন সাজাই বালিশের কোনায় , রেটিনায় যেন তোর সুস্পষ্ট প্রতিবিম্ব ফুটে ওঠে । #NojotoQuote #জৈবিক প্রেম

#জৈবিক প্রেম

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

নাহ্ , আর কিছু আকর্ষণ করে না আমায় , কিছুই কাছে টানে না আমাকে !! 
ওই যে সেই শেষ আলপিনটা যে শেষ ঠোকা দিয়েছে স্মৃতির দরজায় । তাই কোনো উচাটন দরজার বাইরে কড়া নেড়ে ডাক পাঠায় না আমার ।। #NojotoQuote #আঁধার

#আঁধার

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

কিছু রহস্যের উদঘাটন করতে চাই না , কারণ অনেক মানুষ দূরে থাকতেও তাদের মনের খুব কাছে পেয়েছি ; 
আবার অনেক মানুষকে কাছ থেকে অনেক - অনেক - অনেকটাই দূরে চলে যেতে দেখেছি , সত্যি কথা বলতে গেলে সরে যেতে দেখেছি ; তবে ইচ্ছানুযায়ীই । এককথায় বলতে গেলে দূরত্বই বটে !!!



" যারা ভালোবাসার তারা ঠিক ভালোবাসে ,
যারা দূরে চলে যাওয়ার ঠিকই চলে যায় সময়ের অবকাশে ।। " #NojotoQuote #দূরত্ব

#দূরত্ব

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

তার সাথে কথা বন্ধ অনেকদিন । তাও তার profile check করাটা বন্ধ হয়নি । হঠাৎ তার dp- র দিকে চোখ গেল একদিন । কিছু চেয়েছিল কি সে ?!  হয়তো বা না, সে চায়নি কিছু , চেয়েছিলাম হয়তোবা আমি ! খানিকটা জোর করেই ! বোঝার মতো চেপে গিয়েছিলাম হয়তো ওর ঘাড়ের ওপর  !
   নিজের profile এ হঠাৎ নিজের dp ?! সবসময় তো অন্যরকম ছবি দিত , অথচ  নিজের ছবি তুলতে মানুষটা কতই না ঝগড়া করত । বলত কিনা তার ছবি তুলতে নাকি একদম ভালো লাগে না , এমনকি আমার সাথেও নয় , আর দেখো যেই সব পিছুটান চুকেবুকে গেল অমনি নিজেকেও কেমন বদলে ফেলল ।
       সে কথা বলার অভ্যাস ছাড়লেও আমি ছাড়তে পারিনি তার আবদারের হিসেব রাখতে , এটাসেটা কত কিছুই না আবদার করত । কিনে এনেছিলাম ওর পচ্ছন্দের পুরোনো গানের সেই CD , সেই চাবির ring দুটো , chocolate ওর পছন্দের। নিজের প্রিয় রুমালখানাও দিয়ে দিয়েছিলাম । 
    ভেবেছিলাম যত্ন করে নিজের হাতে সবকিছু আবার নতুন করে সাজাবো । দেখা করার অভিলাশা ছিল কিনা জানিনা তবে তার আবদার মেটার হাসিটা দেখার ইচ্ছে ছিল পুরো ষোলোআনা ।  Message করতাম , call করতাম - " কাল তোর সময় হবে ? দেখা করতে পারবি ? নাকি busy থাকবি ? " উত্তর ?? সেই একই ..." না , কাল সময় নেই ! খুব busy থাকব এই কদিন !" 
    আসলে একটু রাগি গোছের মানুষ কিনা , তাই আমার কোনো কথা না বুঝেই চটকরেই রাগ করে যেত , আর তাই জন্যেই তো এত বকাবকি করত আমায় । আসলে তারই বা দোষ কি বলো ! একটা মানুষ কি পারে এক হাতে এত কাজ সামলাতে ! এত চাপ মাথায় নিতে !!?? সময়ের যে বড়োই অভাব ছিল ওর ।
          অনেক অজুহাতে বাঁধতে চেয়েছিলাম তাকে কিন্তু ওপারের মানুষটা যখন তোমার অনুভূতিটা চাপা দিয়ে মিথ্যে সুখ খুঁজতে বসে জোর খাটিয়ে তখন তোমার প্রতিটা সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যায়। না , আর দেখাও হয়নি আর কথাও হয়নি , তাই নিজের হাতে সুন্দর করে কিছু সাজানোর সময় পায়নি । বলতে পারিনি বাহ্ , কি অপূর্ব ! কি অমায়িক সুখ লাভ করছি , পারিনি বলতে , ' দেখ সবার মতো আমরাও পেরেছি ' । আজও সোনালি মোড়কে মোড়ানো আর কিছু সবসময়ের আবদারগুলো টেবিলের ওপারে পড়ে আছে । আচ্ছা আমার দেওয়া রুমালটা বুঝি হারিয়ে ফেলেছিস ?? হ্যাঁ , হারানোটাই তো স্বাভাবিক । নিজের খোঁজ ও রাখিস আজকাল !? কি জানি ! হয়তো এই  কবছরে আরও ব্যস্ত করে ফেলেছিস নিজেকে ।
        জানিস ঘরে ফিরলেই খোঁজ নেই এখনও - " কিরে , আর কারোর আবদারের খোঁজ রাখিস না তো !? " আমিও দীর্ঘশ্বাস ফেলে বিছানায় phoneটা ছুঁড়ে ফেলে বলি - " নাহ্ , আজ আর আগের মতো সাহস হয় না ।"
©snehamoitra6 #NojotoQuote # আবদার

# আবদার

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

আমি সত্যি ভালো নেই রে , অনি । 
 মানিব্যাগে আর একটাও ভালো বসে নেই , 
            সবারই তো ঘর-বদল হয়ে যায় বল !
আমি তো হেঁটে যাচ্ছি সেই কত শতাব্দী ধরে , হেঁটেই যাচ্ছি বিস্তর আলপথ , 
কানাগলি , এক ম্যাগমা নদীকে পাশে রেখে ;
আমার পায়ে শত শতাব্দীর rollercoaster লাগানো , 
ব্রেক নেই , তাই হাঁটছি , হাঁটছি পাগলীর মতো , দৌড়াচ্ছি , পড়ছি মাটিতে আছড়ে , আবার ও.........

আমি থামতে চাই বিশ্বাস কর , বসে দু- দন্ড পড়তে চাই রে অনি।
একটা solitaire চোখ আমার কাম্য নিশানা ,
কোনো গহীন clevage আমার পাতালঘর ;
এগিয়ে দেওয়া আঙ্গুল আমার জিগস puzzle ,
আর দুটো ভেজা কথা আমার antidote .

কিন্তু এসব কিছুই নেই , কিচ্ছু অবশিষ্ট নেই অনি ।
আমার মরুরাত যে ব্লাইন্ডস্পোটে থমকে আছে !
গালের ভাঁজে এসে বসে আছে বিমর্ষ লবণ ,
ভিতরবাড়িতে আঁতকে ওঠে ভিসুভিয়াস ;
একটা ফুলকি ঘুমোয়নি কত রাত , 
একটা ফুলকি দুনিয়া দেখে ক্লান্ত বহুদিন ।
একটা ফুলকি জ্বলতে জ্বলতে খসে পড়ে গেছে , 
তাও ফুঁসে উঠতেই হবে অবিকল ।
একটা খারাপ স্বপ্ন তোর কথা মনে করায় , 
সময়ের অপেক্ষায় চোখেরপাতা ভার হয়ে আসে ,
 তবুও তোর সন্ধান পেতে সদা জাগ্রত নীল গভীর চোখ দুটো ।!

জীবনে শেষ কবে বিনা চুল আঁচড়ে ঘুরেছি মনে নেই , 
      কবে মুখে মাখিনি অ্যান্টি-মেলানিন ক্রিম !
কবে শেষ ভালোবাসার কালো বিষ গিলে বুঁদ হয়ে পড়েছিলাম ভরদুপুর , 
বুকের ব্যাথাটা , ক্ষতটায় আজও যে প্রলেপের অভাব থেকে গেছে অনি , শুধুই অপেক্ষায় !! 
তাই মনের পাহাড়ে মন খারাপের যে প্রবল ধস নেমেছে তা প্রত্যাশার পাথরে ভাঙতে চাইছি ।
আমার কিচ্ছু মনে পড়ছে না অনি , কিচ্ছু কিচ্ছু কিচ্ছু না.......

      একটু সাহায্য করবি আমায় মনে করাতে ??শুধু একটুখানি....একটুই..... #NojotoQuote #কালো গরল

#কালো গরল

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

মাপতে গিয়ে হাত ঠেকে যায় , প্রেমের গভীরতায় !!
ঝরা পাতার জবাব আসে , কেবল নীরবতা ।।


তবে আমার শহরও স্বপ্ন দেখে রোম্যান্টিক বর্ষার জলের , 
শুধু ভুলে যায় আমার শহরেও পাতা ঝরে এই অবহেলার শীতকালে ।। #NojotoQuote # পাতা ঝরা প্রেম

# পাতা ঝরা প্রেম

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

ভালোবাসা মানে ?!...........


ভালোবাসা মানে রসায়ন ....
মাথা জোড়া যার কেমিক্যালে মেশা !
ভালোলাগা শুধুই ডোপামিনে , 
অক্সিটোসিন গড়ে নতুন বাসা ।।
   #NojotoQuote #প্রেম

#প্রেম

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

।। অনেকদিন তো হয়ে গেল ,
তোর নামে কবিতার অক্ষর সাজাইনি !
অনেকদিন তো হয়ে গেল , 
তোর স্পর্শের আবেগে আমার চোখের ভাষা হারাইনি !
অনেকদিন তো হয়ে গেল , 
আমার অবেলায় জমে থাকা চিঠিগুলোর ধুলো ঝেড়ে নতুন করে পড়া হয়নি !
অনেকদিন তো হয়ে গেল ,
তোর কোলে তোর চুলের ছায়ায় মাথা রাখিনি ;
অনেকদিন তো হয়ে গেল , 
নীল আকাশের পেজা তুলোর মতো মেঘগুলোকে হারাতে পারিনি !
পারিনি নীলচে পাখিদের ওই দলকে হারাতে ।

আরও কটা দিন যাবে হয়তো বা এভাবেই ;
তবে কথা দিলাম -
আমার কবিতারা তোরই প্রেমে পড়বে বারংবার ।। #আমার না পারাগুলো

#আমার না পারাগুলো

c147950740a3601cc12ea7216ab796e4

SNEHA MOITRA

চিরহরিৎ নাই বা হলে , অন্তরালের ঠিকানা .....
বৃষ্টি এলে হঠাৎ করে , ভিজিয়ে নিও ডানা ,

 বৃষ্টি গেছে নিরুদ্দেশে , গাছের পাতা রয়েছে নিরুত্তর ....
সময়সূচি বদলে গেছে , তাই মন চিনেছে একলা ঘর ।। # হঠাৎ একলা

# হঠাৎ একলা

loader
Home
Explore
Events
Notification
Profile