Nojoto: Largest Storytelling Platform
sahelidebnath5042
  • 5Stories
  • 2Followers
  • 47Love
    0Views

saheli debnath

I love writing

  • Popular
  • Latest
  • Video
d8871812fe4f2d9735df51aedb622b85

saheli debnath

সুপ্ত শিখা  তপ্ত দেহ    
পড়ন্ত রোদ স্পর্শে আঙ্গুল
নয়নে নয়ন , ঠোঁটে ঠোঁট
হৃদয়ে বারুদ  জ্বলন্ত ক্রোধ
খোলা শার্টের বোতাম
 টান দেয় শাড়ির আঁচল
চোখে মোহর নেশা
বাহিরে কালবৈশখী ঝড়
গভীর রাত ঘুমের ঘোর
বারুদেরা জ্বলন্ত নষ্ট প্রেমের ঘর।

©saheli debnath #candle
d8871812fe4f2d9735df51aedb622b85

saheli debnath

কলেজ যাওয়ার পথে হটাৎ একটা ঘটনা ঘটে, আমি কিছু বুঝে ওঠার আগেই ঘটে এই ঘটনাটা......... 
১৬ ই জুন আমি বাড়ী থেকে বেরিয়ে ফুটপাত ধরে হেঁটে চলেছি..... রাস্তা দিয়ে যেমন গাড়ি চলাচল করে তেমনি চলছে। হটাৎ কেউ একজন আমার ধরে ডাকে.... "শর্মী ই ই ই ই ই ই ই"। আমি সদ্য নামটা শুনে পিছনে ফিরবো..... 
"আমার জীবনের গল্পঃ তখনই শেষ হয়ে গেলো...." এটা আমার মনের কথা। একটা অ্যাসিড র বোতল দূর থেকে  এসে আমার মুখে পড়ে। আমি শুধু এটুকুই দেখেছিলাম।।।।। তারপর সেই যন্ত্রণা আমাকে আশপাশ টা দেখতে আর সাহায্য করলো নাহ.......
সেই যন্ত্রণাটা ছিলো হাড় থেকে চামড়া আলাদা করার মতো.......
যখন অপারেশন র পর নিজের চেহারা টা দেখলাম.... মনে হলো এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়।।।।
আসলে আমার বাবা মা ছিলো আমার সাহস....

কিছু বছর আগের কথা, আমার কলেজের একটি ছেলে , আমার সিনিয়র.... সে আমাকে প্রপোজ করে,,,, আমি বরাবরই এইসব জটিল সম্পর্ক থেকে দূরে থাকতে পছন্দ করি। তাই তাকে আমি উত্তরে আমার মত জানিয়ে দি।।।। আসলে সে কলেজ র একপ্রকার ডন বলতে পারেন। প্রথম কোনো মেয়ে তাকে নাহ করেছে , সেটা তো তার সম্মানে লাগবেই। তারপর থেকে নানা কাজে সে আমাকে বাঁধা দিত। একদিন কলেজে আমাকে টিস করায়, একপ্রকার বিরক্ত হয়েই আমি তাকে থাপ্পড় মারি , সকলের সামনে। ভেবেছিলাম সে শুধরে যাবে। আসলে সব ভাবনা সবার ক্ষেত্রে খাটেনা। 
সে ভেবেছিল আমি বোধহয় রূপের অহঙ্কারে তাকে নাকচ করেছি। আদতে যে সকলের ভাবনা আলাদা সেটা বোঝার ক্ষমতা বোধহয় আমরা সকলেই হারিয়ে ফেলেছি। সে তাই আমার মুখে অ্যাসিড ছোরে। শুধু তার থাপ্পড় র প্রতিশোধে😅...... 
কি অদ্ভুত নাহ! সেদিন দেবী কালিকা র মতন আমি রুদ্রমূর্তি ধারণ করলাম। আর আজ এক চর্মহিন নারী।।। নারী নাকী অসুরদমনী! তবে কি ছেলেটি অসুর? জবাব টা বোধহয় আমারও জানা নেই........ 
তবে আজ সমাজ বলে এ মেয়ের বিয়ে হবে নাকি? মুখপোড়া মেয়ে, কী করবে জীবনে?..... আমিও আসলে তাই ভেবে নিয়েছিলাম।।।। 
তবে বললাম নাহ আমার বাবা মা আমার সাহস। বাবা বলেছে আমি নাকী এখনো সুন্দর দেখতে , আমার নাকি রূপের সৌন্দর্য বেড়ে গেছে। আমি বুঝেছিলাম সেদিন বাবা আসলে আমার মনের জোর বাড়াতে বলছে এত মিথ্যে। তবে আমি কী করে বাবার কথা গুলো ফেলি। বাবাকে হারতে কী করে দি। বাবা  যাহ চায় সেটা তো দিতেই হবে। সেদিন রাত এ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেক প্রশ্ন করলাম। তারপর দেখলাম বাবা মিথ্যে বলেনি, সত্তি তো এই সৌন্দর্য টা একটা অদ্ভুত সৌন্দর্য। শুধু এই রূপকে নিজের লক্ষে পৌঁছাতে হবে। সেদিন হটাৎ করেই মনের জোর টা বেড়ে গেলো। বোধহয় ভিতরের দেবী কালিকা আবার জেগে উঠেছেন। সেই ছেলেটি অসুর কিনা জানিনা , তবে তার অন্যায় এর শাস্তি তাকে পেতে হবে, তাই কেস ও লোরলাম। আমি এখন একজন মুখপোড়া সৌন্দর্যের বিলেত ফেরত ডাক্তার। কেনো জানেন? আবার আমার মতো কত মেয়ে র মুখ অ্যাসিড এ পোড়া বাকি, তাদের রূপ ফিরিয়ে দিতে হবেনা ! কারণ মানুষ তো বদলাবে নাহ, অ্যাসিড তো আবার আসবে, আবার পুড়বে মুখ। আবার হবে অসুরদমন, আবার জন্মাবে শর্মী।।।।।

©saheli debnath #AcidAttack #Acid #বাংলা
d8871812fe4f2d9735df51aedb622b85

saheli debnath

সূর্যটা তখন প্রায় অস্তগামী।
তুমি মুম্বাই এয়ারপোর্ট এ দাড়িয়ে আমাকে ফোন করলে,
আমি সমুদ্রের ধারে বসে আমাদের ৫ বছর আগে যেদিন
 প্রথম দেখা হয়েছিল,সেই মুহূর্তের কথা ভাবছিলাম।
আমার মুখে অদ্ভুত এক অজানা হাসি,
হটাৎ করে আচমকা ফোনটা বেজে ওঠে .......
রিংটোন টা আজও একই আছে জানো😅....."তুমি রবে নীরবে......."
ফোনটা তুলে "হেলো" বললাম..
ওপার থেকে একটা মিষ্টি সুরভাসি মহিলার  কণ্ঠ ভেসে এলো..... 
বললেন "কিরে বাড়ি কখন ফিরবি? অনেকক্ষণ তো হলো... 
এবার একা একা নাহ ঘুরে আগের সব ভুলে 
একটা নতুন জীবন শুরু করনা মা"

এবার বুঝলাম😅 এটা আমার মা।
আসলে ফোনটা নাহ দেখেই রিসিভ করে নিয়েছিলাম,
কারণ ভেবেছিলাম হয়তো তুমি  ফোন করেছ.......
 
ভুলে যাই বার বার যে আজকের দিনে ঠিক একবছর আগে 
এই সময় তুমি এয়ারপোর্ট এ দাড়িয়ে আমাকে ফোন টা করেছিলে.......
শুধু সেদিনের ফোন টা কথা বলার জন্য ছিল নাহ........
সেদিনের ব্লাস্ট র আওয়াজ টা আজও আমার কানে বাজে......
সবাই বলে আমাদের গল্পঃ টা নাকি সেদিনই শেষ হয়ে গিয়েছে...
কিন্তু আমি জানি সেদিন ছিল আমাদের গল্পের শুরুর সময়.....
শুধু গল্পঃ লেখার সময় তুমি পাশে ছিলে নাহ.... 
আজ আছো আমার কল্পনায়....
আমাদের গল্পের পাতা জুড়ে....
শুধু তুমি আর আমি আছি,,,,,,,,
তবে সকলের মত ,,,,

আমাদের গল্পটা  আর শেষ হলো নাহ .......

©saheli debnath #AloneInCity
d8871812fe4f2d9735df51aedb622b85

saheli debnath

তিন মাথার মোড়ে 
ওই ল্যাম্পপোস্টের আলো
আমাদের গল্পের আসর বসিয়েছিল।
আজ স্তব্ধ রাত্রি তে 
স্পষ্ট সেই ভালোবাসার নোঙ্গর,
সেই রঙিন ফুলের তোড়া 
যেনো নেশার মত আজও পরে রয়েছে রাস্তায় ,
শুধু একটাই বদল এসেছে.....
তুমি আর আমার সঙ্গে নেই এই নির্জন স্থানে নিঃস্তব্ধ পথে .....
শুধু তুমি আর নেই ..........

©saheli debnath #AkelaMann
d8871812fe4f2d9735df51aedb622b85

saheli debnath

Duniya akela hain 
Ham or tum nehi 
Duniya bigharta hain 
Ham or tum nehi 
Duniya dhokebazz hain 
Ham or tum nehi 
Duniya ruk jati hain 
Sherf ham or tum nehi ... akela puri duniya hain

#shadesoflife

akela puri duniya hain #shadesoflife


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile