Nojoto: Largest Storytelling Platform
nojotouser8023695011
  • 15Stories
  • 39Followers
  • 65Love
    0Views

কুহেলী

  • Popular
  • Latest
  • Video
da7d1bb9e77570691652464333785398

কুহেলী

Its all about attitude বুঝলি ভাই 
ওসব পোশাক তোষাক বলে আলবাল বোঝানো হয় 

কালী ঠাকুর কে বলার সাহস আছে? যে তার পোশাক কোথায়?  কারণ? এই যে -" ওরে বাবা, কালী ঠাকুর, উনি খুব রাগী, ছি ছি ঠাকুর কে নিয়ে ওরম কথা বলতে হয় নাকি?  " বললেই যে খাড়া উঁচিয়ে চলে আসবে তাই বলতে নেই, "উনি তো মা " 
সে এই মেয়ের পরনে শাড়ী থাক, বা hot pant, অথবা কিছুই না থাক ওরা কিচ্ছু বলতে পারবেনা উনি মা ই থাকবেন 🙂🙂

অনেকেই জানেনা সরস্বতী debi was the first rape victim by bramha 
এটা যদি ওরা জানে তাহলে অবশ্যই দেবীর পোশাক কে দায়ী করবে..... 
কেন?  উনিও তো দেবী.... 
কারণ ওরা সরস্বতী দেবীকে ভয় পায়না 
নিজেদের পেটে বিদ্যা থাকলে কি শুধু শুধু এসব বিচার করতে বসতো?  

তুই ই বল!
so its all about attitude 😎

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

দরকার নেই কাউকে 😏

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

গড়েছি, ভেঙেছি, শুনেছি, উঠেছি.. 
..আবার গড়েছি, ফের  ভেঙে গেছে 

জেতার ইচ্ছে চরমতম 
তাই বারবার চেষ্টা করেগেছি.... 

আজ আর "চেষ্টা" অনুভূতি টাই নেই 
"ফের ভেঙে যাবে" এই ভয় টাই বেশি 

কারণ আবার ভেঙে গেলে টুকরো গুলো গুঁড়ো হয়ে যাবে তখন আর নতুন করে গড়ানোর সামর্থ থাকবেনা.... 

তবুও কেউ চেষ্টা করেই যাচ্ছে, কেউ হার মেনে নিয়েছে, আর আমি দোটানায় পড়ে আছি...... #Life
da7d1bb9e77570691652464333785398

কুহেলী

এই স্টেশন এর চত্বরে হারিয়ে গেছি 

শেষ ট্রেন এ ঘরে ফিরবোনা

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

রোদ্দুর হতে চাইনি সে.... 
রোদ্দুর হয়েই জন্মেছিলো যে.... 

আলোর ছটা মলিন যখন, মেঘেরা আড়াল করেছিল তাকে.. 
মেঘেরা যে মিথ্যে বলে, ঢেকে রাখতে চায় সবসময় 

কিন্ত ও বিশ্বাস রেখেছিলো ভরসা করেছিল বর্ষাকে 
তাইতো মেঘ একদিন ঠিক ঝরে গেল 
রোদ্দুর আলোর আভা হয়ে উঠলো মায়াময়

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

কিশোর 
         — গোলাম মোস্তাফা

আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।
লক্ষ আশা অন্তরে
ঘুমিয়ে আছে মন্তরে
ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি-পাতার বন্ধনে।
সাগর-জলে পাল তুলে দে’ কেউ বা হবো নিরুদ্দেশ,
কলম্বাসের মতই বা কেউ পৌঁছে যাবো নূতন দেশ।
জাগবে সাড়া বিশ্বময়
এই বাঙালি নিঃস্ব নয়,
জ্ঞান-গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ।

কেউ বা হবো সেনানায়ক গড়বো নূতন সৈন্যদল,
সত্য-ন্যায়ের অস্ত্র ধরি, নাই বা থাকুক অন্য বল।
দেশমাতাকে পূজবো গো,
ব্যথীর ব্যথা বুঝবো গো,
ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্নজল।

ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
আকাশ-আলোর আমরা সুত,
নূত বাণীর অগ্রদূত,
কতই কি যে করবো মোরা-নাইকো তার অন্ত-রে

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

Hey guys! I would just like you to know that I have received your birthday wishes, and I truly appreciate it. Thank you so much for making my birthday this year a blessed one!

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

ভোরবেলা ঘুমটা যখন বেশ জাঁকাল ভাবে জড়িয়ে আসে, পাশের দলাপাকানো মতো শরীর টা কোমরের ব্যাথা নিয়েও পা ঘষতে ঘষতে বাইরে উঠে গিয়ে ঘুম ভাঙার চেষ্টা করে... সকালের সমস্ত রকম কাজ সেরে স্নান করে ফুল তুলে চলে আসে আমাকে ডাকতে তার রণচন্ডি মূর্তি নিয়ে, ইচ্ছে হয়না উঠতে তবুও তার কথা অনুযায়ী পুজোর সময় বিছানায় শুয়ে থাকা খুব অমঙ্গল 🤭
সদ্য স্নান করে আসা তার গায়ের গন্ধ আমার খুব প্রিয়.. উঠে পড়ি, আবার যেদিন সে মনে করে হয়তো আগের দিন রাতে খুব পড়াশোনা করেছি সেদিন এসে মাথায় আলতো হাত চুলের মধ্যে বিলি করে আদর মেশানো ডাক তখন আর ঘুম আসে না, তারপর রান্না বান্না সেরে দোকান সামলানো ফিরে এসে অন্যান্য যাবতীয় কাজ..কখন যে তার মাঝে আঙ্গুল কেটে গেলে, হাড় এ চোট পায় এ খবর আমি কখনো পায়না.বিশ্বাস করুন আমি যথা সাধ্য চেষ্টা করি তাকে সাহায্য করার কিন্তু সে কখনো জানায়  না.. আমার সমস্ত অভিযোগ যার কাছে, অভিমান যার কাছে, ঝগড়া যার কাছে, আমার আমি যার কাছে স্পষ্ট আমার মা 
'মা আমার অভ্যাস'
তাই বলছি মায়ের সাথে ছবি পোষ্টাচ্ছেন বলে যারা ন্যাকামি বলছে ওদের কথায় কান দেবেন না 
হতে পারে মায়ের সাথে ওদের কোনো ছবি নেয় অথবা মা এর সাথে সেরকম সম্পর্কই তারা রাখেননা.. তবে আপনি অনেক ভাগ্যবান.. আমার মা এর হোয়াটস্যাপ নেয় নাহলে আমিও পোস্টাতাম আর তাকে জানিয়ে দিতাম কতটা ভালোবাসি 🥰ইন্ট্রোভার্ট মানুষদের এই এক সমস্যা বুক ফাটে তো মুখ ফোটে না 😊

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

তোমায় যত গল্প বলার ছিল,
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল,
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ।

প্রেমে পড়া বারণ,
কারণে অকারণ,
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ।

da7d1bb9e77570691652464333785398

কুহেলী

THIS DADA HAS A 




SEPARATE  FANBASE

loader
Home
Explore
Events
Notification
Profile