Nojoto: Largest Storytelling Platform
soumenmaity7235
  • 175Stories
  • 287Followers
  • 877Love
    20Views

Soumen Maity

  • Popular
  • Latest
  • Video
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান💔 #findingyourself
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

গল্পটা থাকনা অপ্রকাশিত
মন তো জানে তুমি ওই গল্পের প্রধান চরিত্র. #reading
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

ভাবনার আকাশে স্নিগ্ধ শীতল বাতাসে
পেরেছো কি তুমি মনের দেওয়ালে আমায় লিখে নিতে,
তুমি অনুভূতি হয়ে আমায় কল্পনায় রেখে গেলে
অশ্রু বিনিময়ে তুমি স্মৃতি ব্যথা দিয়ে গেলে,
যদি পারো তুমি আমায় কাজল করে নিতে
স্মৃতির অশ্রুতে আমি পারি ক্ষণিক সুখ দিতে,
হারিয়ে যাইনি আমি কেদোনা তুমি আর
জোছনায় ছায়া হয়ে রয়েছি সঙ্গে তোমার,
যদি মনে আসে মোর স্মৃতিকথা
ভালোবাসা রেখো নীরবতা,
তুমি নতুন ঠিকানায় মিলিয়ে নিও নিজের আনাগোনা
আমায় অতীত ভেবে মুছে দিও, ভেবো ছিলাম এক কল্পনা.                   (by soumen) #reading
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

আমার শহরটা জুড়ে থেকো তুমি
আমার খোলা আকাশ হয়ে থাকো তুমি,
সীমিত সময়ে অসীম ভালোবাসা চেয়েছি
তোমার আঁচলের ভাষায় নিজেকে লুকিয়ে রেখেছি,
কখনো মিষ্টি অভিমানে তোমার থেকে নিজেকে আলাদা করি
কখনো তোমার দূরত্বকে অশ্রু জলে বরণ করি,
জীবনটা খুব সীমিত তাই হারাতে চাইনা তোমায়
ভালোবাসার ডায়েরিতে গুছিয়ে রেখো আমায়,
তোমার আমার ভালোবাসা স্মৃতি হয়ে বোনা থাক
ভালোবাসা মোদের কল্পনায় সাজান থাক,
আমার শহর জুড়ে থেকো তুমি......(soumen) #Light
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

তুমি আসতে পারো আমার দেশে
নিঝুম রাতে পরীর বেসে,
কল্পনার ওই মায়াবী রাতে
জোনাকিরা তোমার সঙ্গী হবে,
যদি আমি ঘুমিয়ে থাকি
 যদি থাকি বন্ধ আঁখি,
ভেবো তোমার শহর ছেড়ে
অনেক দূরে চলে গেছি,
স্মৃতি গুলো গুছিয়ে রেখো
অতীত করে আমায় রেখো,
আজ খোলা আকাশ তুমি মুক্ত পাখি
উড়ে বেড়াও যেথায় যায় তোমার আঁখি,
ভালোবাসার ডায়েরীতে তোমায় লিখে গেলাম
প্রাপ্তি শুধুএটাই ছিল তোমায় ছেড়ে গেলাম,
তুমি আসতে পারো আমার দেশে
নিঝুম রাতে পরীর বেশে.....
(Mr, Soumen) #meltingdown
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

কিছুটা লেখা এখনো বাকি আছে
সীমিত সময়ে অসীম স্বপ্ন রয়েছে,
কখনো মনে হয় জীবনটা সাদা মেঘ
তুমি স্নিগ্ধ বাতাস হয়ে আমায় উড়িয়ে দিলে
কখনো তুমি রাত পরী হয়ে আমায় হাজার স্বপ্ন দেখালে,,
তাইতো বলি কিছুটা লেখা এখনো বাকি আছে.........,,
                                                                  (Mr, soumen) #flyhigh
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

কখনো তুমি তারার দেশে খুঁজবে আমাকে
খুঁজে পাবেনা আমায় তুমি ওই মেঘলা আকাশে,
দিন যাবে, সময় যাবে, ব্যস্ত কালের সাথে
রইব আমি চোখের জলে রইবো হৃদয়তে,
দুচোখ ভরা স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে থাক
তোমার আমার ভালোবাসা কল্পনাতেই থাক..
                                 (by...Mr,Soumen) #dilbechara
db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

সত্যি কি আমি তোমার কাছে আছি অচেনা? নাকি আমায় চিনতে পেরেও না চেনার ভান করছ. আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করি, কেন আমি তোমায় চিনতে ভুল করেছিলাম. আজ তুমি অন্য কারোর রঙ্গে নিজেকে রাঙ্গিয়ে নিয়েছো, কিন্তু কেন আমি নিজেকে বদলাতে পারিনি. তুমি চলে যাওয়ার পর আমি আপন পর চিনতে শিখেছি, যাই হোক সত্যি কারের ভালোবাসার কোনদিন ব্রেকআপ হয়না, বদলে যায় শুধু মানুষের চিন্তাধারা এবং চরিত্রগুলো তাই বলছি যেটা হয়েছে ভালোই হয়েছে,,,,
So, Idont care, Move on..........

db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

kuch to khash hay tujhme
jo teri bebafwa ko vi gale lagaliya humne
farak bas itnisi tu khwab dekhti hai aur mai dekha sapne
agar ho saketo kavi ajana mere dill ki anganme

db281f23c69e93a1856f314caf615b32

Soumen Maity

maine ishq ko pucha ki tum kis liye ayeho?
usne bola mai to ek cancer hun sath me daba layeho

loader
Home
Explore
Events
Notification
Profile