Nojoto: Largest Storytelling Platform
pinakimondal6246
  • 13Stories
  • 2Followers
  • 65Love
    191Views

pinaki mondal

  • Popular
  • Latest
  • Video
e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

#myvoice
e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

(তবে কেন) সে হিমালয়...

তার ছিল নরম পলির শরীর, 
আর বুকে ছিল মহাসিন্ধুর কলরোল।
 সে নরমে ভাঁজ পড়ল ,
তরঙ্গেরা হলো কঠিন- জমাট। 
নিজের সবটুকু প্রাণ দুমড়ে-মুচড়ে
 সে উঠে দাঁড়ালো সবকিছু ছাড়িয়ে, 
সবার উপরে। 

তার পাথুরে বিশালতা,
 তরঙ্গহীন রুক্ষ শরীরে মেঘ ছুঁতে পারা, 
সাদা চাদরে মোড়া নিসর্গ 
আর কঠিন হিমেল প্রাণ, 
কৌতুহলী মানুষের মনে সমীহ সম্ভ্রম আর অপার বিস্ময় জাগিয়েছে বটে।

 তবে নিজেরেই ঋজু-পাথুরেপনা 
আর মজ্জাতে ঘুন ধরে যাওয়া 
অতিকায় রূপান্তর নিয়ে
 কেমন আছে সে নিজে! 

আদৌ কি কেউ জানতে চেয়েছে কখনো!

 তার পাথরের গায়ে কান পেতে, 
বিস্মৃতির দেশে থাকা তার প্রাণের দ্যোতক সেই প্রাগৈতিহাসিক মহাকল্লোল শুনতে চেয়েছে কি কেউ!!

                          পিনাকী

e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

সকাল সাড়ে আটটা। প্রান্তিক উপনগরীর বুকের উপর দিয়ে ছুটে চলেছে বাইক। মনে হল, আজ চারপাশের আলো যেন বেশ অন্য রকম। কেমন যেন নরম পেলব আর মেদুর। রোদচশমা নয়, মেদুরতা সৃষ্টি  করছিল নিজেরই ভেতর থেকে বেরিয়ে আসা আরেক আলো...😌

e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

যখন ওরা আমাকে একান্তে কোথাও বসে থাকতে দেখে বলে: ছেলেটি উদাস ও চুপচাপ, আমি আসলে তখন তোমার সঙ্গে কথা বলতে ব্যস্ত...

e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

जिनके आप सजदा किया करते हैं 
उनसे आप कहां कुछ कह पाते हैं...
 जिनको आप दिल में लिए फिरते हैं
 उनसे इजहार कहां कर पाते हैं... #peace
e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

প্রিয়-অভিযোজন

তোমার কালোর আলো,
আলোর চেয়েও ভালো।
তোমার গহন বন,
তোমার (আমার) নিভৃত আলাপন।
তোমার সবুজ মন,
পুড়ছে আমাজন(অনুক্ষণ)।

তোমার উদাসী ঝরা পাতায়, 
তুমিও পোড়ো
আর পোড়াও বারংবার। 
তোমার আশা-নিরাশা-ভয়,
তোমার অজানা সংশয়।
তোমার আনন্দ,
তোমার ক্ষণিক পরাজয়।

ঝঞ্ঝা তোমার দোলা,
তোমার মনের নরম ভোলা...।
তোমার কুয়াশা-মেঘ,
তোমার গভীর উদ্বেগ।
তোমার মনের নরম,
মুক্ত-অনাবরণ,
সবাই ভাবে ঢাকা,
চাই সমানুভূতির পাখা।

তোমার মনের কালো,
জানি আলোর চেয়েও ভালো,
তুমি হাজার প্রদীপ জ্বালো।
হে আনন্দ ধন,
তোমার সবুজ-কলি মন।
তোমায় খুঁজতে যায়না আর
আমার জগৎ পারাবার।

তবুও তুমি আমার,
একান্ত আমার।
আমার ক্ষেতখামার, 
আমার নিকানো উঠোন,
আমার নিঝুম নদীর ধার,
আমার অবুঝ মন,
আমার মস্ত জলাধার।

তবুও তুমি আমার,
আমার ত্রিভূবনের পার, 
আমার জগৎ পারাবার, 
আমার জগৎ পারাপার... 

পিনাকী #NightPath
e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

ভাব-তরঙ্গ

 কথারা যার মুখ চেয়ে
 বসে থাকে সারাক্ষণ,
 সে সামনে এলেই
 'শব্দ' হারায়...

বোঝে কি সে,
 'নৈঃশব্দ্য' যখন তাকে
 আখরহীন গল্প বলে  যায়...!

 -পিনাকী #dawn
e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

অজ্ঞাতবাসেও মুক্ত রাত্রিহাস

ভালোবাসারও অজ্ঞাতে
 আমি তোমাকে ভালোবাসবো। 
তুমি ঠিক বুঝবে না,
যখন সাঁঝের বেলায় 
চাঁপার গন্ধ হয়ে
 তোমার কাছে আসবো,
 অতীন্দ্রিয়ে তোমার 
'একাকিত্বের ভালোলাগা' 
হয়ে মিশবো।

 তুমি হয়তো বলবে
 'ফাঁকি, এ শুধুই ফাঁকি'
 কিন্তু ভালবাসার যতোটুকু বাকি,
 আমিই তো তোমার
 ভাবনার আড়ালে-আবডালে
 'মাঝরাতের কাফি' হয়ে থাকি। 

কখনো বুঝিবা তুমি খুব বিচলিত;
ভাবনার সেই মিশকালো রাতেও
 আমি তোমাতে
 চাঁদের স্বপ্ন নিয়ে হাসবো।

 তুমি একটুও  আঁচ পাবে না 
যখন তোমার প্রেমে শান্ত-শীতল 
ধিকি-ধিকি পুড়বো
 বা যখন তোমার চোখের
 নিশ্চল দীঘিতে কোকনদ হয়ে ফুটবো।

-পিনাকী

e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

তবু কৈফিয়ৎ

ভালোবাসা যার
 প্রথম ও শেষ আকাঙ্ক্ষা
 সে নাকি উচ্চাকাঙ্ক্ষী নয়!
 
বুকের ভেতর যার
 রকমারি মেঘের ভেলা--
 আসমানী,সাদা, রংবাহারি...,
 তবু লোকে কেন বলে 
 তার 'ভাবের' সঙ্গে আঁড়ি!
 
বুকের অসীমে যে
 লাটাই ছেড়ে দেয় অকৃপণ,
 আর বাষ্প ঘনীভূত করতেও জানে,
 সে নাকি শুধুই 'সাহারা',
 ধু-ধু বালি, মরীচিকা...!

 যারা প্রশ্ন করতে চায়, করুক।

 তার আগে শুধু তারা
 জনপদ থেকে দূরে
 নিজেদের মনের বনপ্রান্তে
 দুদন্ড নিরিবিলিতে দাঁড়াক।
 ফুসফুসের প্রকোষ্ঠে
 চলুক হাওয়ার দামামা।
 জ্বলুক দাবানল।

 তারপর না হয় শোনা যাবে/শুনবো...


 পিনাকী #peace
e0da0e9c05f7dbd6910e56329857f0cc

pinaki mondal

যেমন তুমি (আমাতে)

দুশো নয়,
 মনের তার ছুঁয়ে যাওয়া
 দুটি মাত্র অক্ষর বা
 একটা সাধারন সূর্যাস্ত,
 অবিশ্রান্ত ঝিঁঝিঁ, নিস্তরঙ্গ দিঘি,
 শসা-ঝিঙে-করলা ক্ষেতে
 অকারন কে সার্থক করতে
 কোন ভাবে বেড়ে ওঠা
 একটি মাত্র সর্ষেফুল
 এর মৃদু কম্পন, 
আপাত ছন্দহীনতার মধ্যেও
 ছন্দকে দিগন্ত প্রসারিত করে তোলা
 আকাশ,কলকাকলি আর সবুজের ছায়া; 
ওরা আছে আমাতে
 অলক্ষ্যে-নীরবে-নিভৃতে।
 ওরা আমার 'তুমি' ,
ওরা শুধু তোমাকেই চায়...
 শুধু তোমাকেই খোঁজে...
 শুধু তোমার কথাই বলে...
 শুধু তোমার কথায় ভোলে...
-পিনাকী #peace
loader
Home
Explore
Events
Notification
Profile