#safar মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সবকিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু সে যেতে পারে না। তাকে অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা তাও সে ভালমতো জানে না।
--হুমায়ূন আহমেদ।
তিনি ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। ... নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
(১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২)
#Poetry
আমার আরেকবার মৃত্যু হবে, সবুজ পালকের এক হাঁস মুখ গুঁজে দেবে হৃদপিন্ডে, আমাকে একা ফেলে তুমি ছুটে যেতে চাইলেই, গির্জার ঘন্টার মতো করে, সশব্দে বেজে উঠবে তোমার রুপালী নুপুর, ওরা জেনে যাবে, তুমি পাশে ছিলে! তোমাকে হারাবার ব্যাথাই আমার মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের খাতায় লেখা হবে, আমার মৃত্যুর পর হয়তো তোমাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। তারচেয়ে আর কিছুক্ষন অপেক্ষা করো, এই মুঠো থেকে হাত সরিয়ে নিওনা, তোমার যাবার দরকার নেই, আর কয়েকটা মুহুর্ত পরেই আমি চলে যাবো, শোন, ইথারের কোল বেয়ে নেমে আসে মৃত্যু পরোয়ানা। #Poetry