Nojoto: Largest Storytelling Platform
aniruddhapaul5227
  • 27Stories
  • 3Followers
  • 175Love
    0Views

aniruddha paul

  • Popular
  • Latest
  • Video
eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

সবকথাই বিষের মতো লাগে 
আজ শুধু চাওয়ার মধ্যে 
একটুখানি শান্তির আবেদন রাখো।
যানি আজ তোমাই শান্তিটাও দিতে পারিনি
কথাগুলোও আজ আমার সাথে বেইমানি করে।
রাত্রের অন্ধকার গুলো মনেহয় 
আমার সাথে খেলা করে
আজ এতোটাই শয়তানের বন্ধু আমি
আমার প্রেমিক হওয়াটা ও যেনো তার কাছেই বন্দি রাখে।

অনিরুদ্ধ পাল

©aniruddha paul #flowers  love#pain

#flowers lovepain

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

ভাবনাগুলি বাস্তবেই হয়
তাই মনেহয় ভয় পাবো তা
কাল্পনিক নয় 
নিজেকেই প্রতিবার অন্ধকারে নেওয়া 
অভ্যাস আমার তাই
সময়গুলো ক্লান্ত হয়ে পড়ে 
চিন্তা আজ কাঁপুনি দেই
মনটা আজ নিজের সাথেই
তাই তর্কে বহুদূর পারি দেই



অনিরুদ্ধ পাল

©aniruddha paul

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

কতোটা পারি জিজ্ঞেস করো
কতোটা বলতে জানি জানতে চাও?
আজ ও আমার নীরবতাই থাকা হয় 
শব্দকটা আজ কলমে বন্দি হয় 
শব্দ গুলো ছড়ানো ছেটানো 
ডায়রীর পাতা থেকে সে মুত্তি চাই
মুক্তি কে আমার ভয় গ্রাস করেছে
আজও সে তাই ডায়রীর পাতাতেই ভালো থাকতে চাই



অনিরুদ্ধ পাল

©aniruddha paul #SunSet
eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

শোনা আর ভাবায়
আমাদের সৃষ্টি
কাজ করি আমরাও 
করি নতুন গড়ার কীর্তি
চিন্তার কুয়োয় ডুবে
ভুলেযায়নী কেমন লাগে 
মাটির গন্ধ আর বৃষ্টি


 অনিরুদ্ধ পাল #veins#সৃষ্টি#কীর্তি#শোনা#ভাবা

#veins#সৃষ্টি#কীর্তি#শোনা#ভাবা

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

শিকড় ওঠে  ছায়া বানায় 
তাতে আমরা বাসা বাধি
তুমি আজ পরোনা ভেঙে 
আমাদের তো এখনো বাঁচতে অনেকটাই বাকি


অনিরুদ্ধ পাল #veins#গাছ#যত্নেরজিনিস

#veins#গাছ#যত্নেরজিনিস

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

নতুন করে ফিরবে তোমরা 
লিখবে নতুন করে আবার বাঁচার গান।
তাতেই ফিরবে আবার
সুন্দরবনের সৌন্দর্য এর প্রাণ।


অনিরুদ্ধ পাল #Freedom#আবারওহাসবোআমরা#সুন্দরবন

#Freedom#আবারওহাসবোআমরা#সুন্দরবন

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

সুন্দরবণ তুমি সুন্দরী হয়েই থেকো 
ওরম ভাবেই আবারও গাছের ছায়ায় থেকো।


অনিরুদ্ধ পাল #twilight #সুন্দরবন#ভালোথেকোতোমরা

#twilight #সুন্দরবন#ভালোথেকোতোমরা

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

চাইনি আমরা লিঙ্গ নিয়ে ভাবতে 
চাইনি আমরা ভেদাভেদের মধ্যে দিয়ে ভালোবাসতে।
চেয়েছি আমরা মানুষটাকে জড়িয়ে 
মানুষ এর শরীরকে ভালোবাসতে।

চাইনি আমরা বর্ণের মধ্যে সৌন্দর্য খুঁজতে
চাইনি আমরা সাদা-কালো-খয়রিতে-ভেদাভেদ করতে।
শুধু চেয়েছি আমরা মানুষের মধ্যে সৌন্দর্য খুজতে।

অনিরুদ্ধ পাল #Freedom#বর্ণ#আমরা সবাইএক #মানুষ#বর্ণবিদেশচলতেপারেনা

#Freedom#বর্ণ#আমরা সবাইএক #মানুষ#বর্ণবিদেশচলতেপারেনা

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

আমার শহর ক্লান্ত হয়েছে 
থেমে আছে।
কিন্তু হাটতে ভোলেনি।

অনিরুদ্ধ পাল #Freedom#শহর#আবারওআসবোফিরে

#Freedom#শহর#আবারওআসবোফিরে

eb5244de972a74d8945e0ede6ce40d86

aniruddha paul

আমার শহর ঝড়ের দাপট আজও নিতে পারে 
নতুন করে ভাবনার আশায় সেতো আজও
"রাত্রিতে জেগে থাকে।
আমার শহরে রাজনীতি,জাতি নিয়ে 
বিবাদ আর নয়
চলো আমরা আগের মতো শুধু শহরের 
স্বপ্নগুলোকেই আজ সাজাই।

অনিরুদ্ধ পাল #Freedom#শহর#স্বপ্ন#আবারওআসবোফিরে#নতুন

#Freedom#শহর#স্বপ্ন#আবারওআসবোফিরে#নতুন

loader
Home
Explore
Events
Notification
Profile