Nojoto: Largest Storytelling Platform
sachindhang1322
  • 270Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Sachin Dhang

  • Popular
  • Latest
  • Video
ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

এই শহরের প্রতিটা স্থানে,
প্রতিটা নামে,প্রতিটা গানে,
মিশে আছো তুমি,
তোমায় ভুলি কেমনে?

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

তোমাকে দেখছি কিন্তু দেখছি না!
তোমার মধ্যেই জড়িয়ে আছি কিন্তু তোমার কাছে না!
প্রতিদিন তোমাকে বলছি কতো কথা কিন্তু তোমাকে বলছি না!
তোমার প্রতি অনুগত হয়ে আছি কিন্তু 
তোমায় ঠিক অনুগমন করতে পারছি না!
উপগ্রহের মতো ঘুরপাক খেয়ে চলেছি তোমাকে কেন্দ্র করে।
তোমার সম্মুখে গিয়ে দাঁড়াবার সাধ্য আমার নেই,
কি যেনো এক বিকর্ষণ বল কাজ করে দু-জনার মধ্যে।।
তবুও এই মন হিম হয়ে আসে,ঘিরে ধরে অস্থিরতারা,
যখন ভাবনায় ভেসে আসা তোমার ওই প্রিয় মুখ।। #love

love

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

যেই কাদা ছুঁয়ে দাগ লাগে আমার শুভ্র জামায়,
ঘুরে ফিরে কেনো সেই কাদাতেই পা ডুবাই?

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

নিদ্রাহীন অবসন্ন চোখ
ঠোঁট জোড়া নিকোটিনে আসক্ত।
সত্যি ভালোবাসি এই কথাটি,
এখন বিষের চেয়েও অতি বিষাক্ত।।

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

জানালার গায়ে জমা বৃষ্টির ফোঁটা,
যতোসব মিথ্যে প্রতিশ্রুতির প্রলোভন।
জানালার গ্রিল ধরে বেড়ে ওঠা,
অপ্রাপ্তি স্বপ্নবিলাসে সম্মোহিত মন।।

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

★জন্মাষ্টমী★

আজকের এই জন্মাষ্টমীর পবিত্র তিথিতে
বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ আসিয়াছিলেন ধরণীতে
দুরাচারি দুষ্টুদের দমন আর সজ্জনদের রক্ষার্থে।

এই জন্মাষ্টমীর পবিত্র দিবসে
সকল ভক্তেরা থাকে উপবাসে।
ঘরে ঘরে মন্দিরে মন্দিরে সকল ভক্তেরা,
শ্রী কৃষ্ণের আরাধনা ও পূজা পদাবলী কৃতন করে।

জন্মেছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন 
কংসের কারাগারে,
চারিদিকে আলোয় উদ্ভাসিত অষ্টমী তিথিতে,
চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধরে।

চারিদিকে শ্রাবণ ধারায় ঝর ঝর বৃষ্টি ঝরে,
কড় কড় শব্দে মেঘ গর্জে ওঠে অম্বরে-অম্বরে।
বিজলির ঝলকানি নিবিড় কালো মেঘে,
কৃষ্ণ মাথায় লইয়া বসুদেব ধায় দ্রুতবেগে।

বসুদেব নামিয়া পড়িল উত্তাল যমুনার জলে,
শৃগাল দেখাইলো পথ তার অগ্রে অগ্রে চলে।
মুষল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে,
বাসুকি ধরিলো ফণা মস্তক ওপরে।

যমুনার পারে আছে নন্দনের ভবন,
সেখানে কৃষ্ণ বাড়ে অনুক্ষণ।

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

এ কেমন আঘাত!
   যায় না দেখা তবুও 
        গায়ে লাগে ব্যাথা,
  তোমার ওই রূঢ় কথা।
          এ কেমন ক্ষত!
           এক ফোঁটাও           
     ঝরে নাতো রক্ত,
তবুও ওঠে যন্ত্রণা।

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

এখন চোখের জলটাও বুঝে গেছে
‘আমি একারণেই ঝরি,মূল্যহীন'!
তাই চোখের ডগায় এসে থমকে যায়।।

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

এই মন তোমায় দিলাম তুমি নিও!
নিয়ে সাজিয়ে রেখো তোমার বাড়ির 
আলমারিতে শোভনীয় মনে হলে,
আর বিশ্রী মনে হলে ভেঙে দিও!

ee2e6f6516f43ceb75dd47fbf44e8604

Sachin Dhang

তাল তলে যেওনা তুমি
বলে নাকি তাল কানা।
সত্যি জীবন অতি সুন্দর,
শুধু প্রেমে পড়া মানা।

loader
Home
Explore
Events
Notification
Profile