Nojoto: Largest Storytelling Platform
subhothepoet8335
  • 199Stories
  • 510Followers
  • 2.0KLove
    10.7KViews

SUBHOTHEPOET

জীবন আমার কবিতা. কবিতা আমার জীবন

  • Popular
  • Latest
  • Video
f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

তোর আজ ভালো ভাবতে গিয়ে 
       পাগল আখ্যা পেলাম 
তাও তো দেখ না দোষী হয়ে আমি 
      তোকে তো বাঁচিয়ে নিলাম 
প্রতি টা মানুষই নিজ দিক দেখে
       তুই তা বোঝালি আজ 
পাগল ও বোঝে নিজের ভালোটা 
      আমারই ছিল না কাজ 
    তুই যে আমার প্রকৃত বন্ধু 
        শিখিয়ে মানিয়ে চলিস 
          যখন কিছু খারাপ ঘটবে 
           আমায় বুঝিয়ে বলিস 
         এমন কিছু জিনিস আছে 
          তাকে ছাড়া থাকা যায় না 
       এমন কারোর কথা সোনা ছাড়া
                  এমন শান্তি পায় না 
          কবিতা টা আজ তুই বিরোধী 
               ভাবিস না ভুল আমায় 
          লেখা লেখি টাই ধরে রেখেছি 
                  সেটাই চিন্তা কমায় 
           সুন্দর ভাবে কাটিয়ে যে চল 
                 জীবনের প্রতি বেলা 
             পালন করবে সকল কথা 
                  যত দিন চোখ মেলা

©SUBHOTHEPOET তুই  poetry lovers

তুই poetry lovers #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

White দেখছি শুধু তোকেই দেখছি 

   তোকে নিয়ে লেখা লেখি 

জানি তুই তো দূরে চলে যাবি 

    ছবিটা একটু দেখি 

  থাকছি আমি চোখ বুজে আজ 

     স্মৃতির রঙিন বেলায় 

  দিব্বি কাটছে আমার জীবন 

         সুক্ষ অবহেলায় 

আশার সুতোয় বেঁধে আছি আমি 

      ঘুড়ির মতো উড়ে 

 তুই তো আকাশ তুই তো বাতাস 

        আমার এ মন জুড়ে 

     সিগারেটের প্রতি সুখ টানে 

      ধোয়া হয়ে উড়ে যাবি 

    আমার হৃদয়ে সকল কোনে 

        নিকোটিনে তোকে পাবি

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

White আজ কি কিছু রইলো বাকি।
শুধু সময় দিচ্ছে ফাঁকি 
    তোকে পাওয়ার আশায় 
পাবো না জানি তাও তো মানি 
    ফুরোবি না মোর ভাষায় 
যেখানে যাবি হাওয়া হয়ে যাবো 
 তোর ওই চুলের গন্ধ টা পাবো 
     সেটা নিয়ে যাবো মরে 
 যেমন ভাবে গাছটা বাঁচে 
   বৃক্ষ জানে মাটি তো আছে 
      বাঁচে সে আঁকড়ে ধরে 
   তোমার চোখের রঙিন চাওনি 
      যেটা তুমি ধরতে দাওনি 
         সেটা তোমার ই থাক 
     প্রতি টা রাতের গভীর জলে 
      ডুবতে থাকা আশার স্থলে 
          আমায় বাঁচিয়ে রাখ

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

White আজও কেন কোনো উত্তর তুমি
          দিলেনা  সুপ্রভাত এ 
   আমার আবেগ ফুরিয়ে গেছে 
       মৃত মোবাইলের হাতে 
 আমাকে কি আর ভালো লাগে না 
      বলতে পারো আমায় 
তোমার প্রতিটা অভিযোগ লেখা 
      কষ্টে ভেজা জামায় 
 আমায় তুমি সত্যি টা বলো 
        কিসের এতো ভয়?
 জীবনে সে তোর শুধু এসেছে 
     জীবন কিনতে নয় 
আমার থেকে ও অনেক ভালো 
         সেও হতে পারে 
ভয় দেখিয়ে ভালো লাগা হয় 
    ভালো না বাসতে পারে 😏

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

White তোমার সাথে কাটানো আমার
      আরেকটা দিন এলো 
      আবার খুশির মুহূর্ত সব 
   এমন মন গুছিয়ে নিলো 
 তোমার হাতের গভীর আদরে 
     শিহরণ খেলা করে 
  এটা ভাবতে লাগছে যে লোভ 
     বৌ হতে তুমি ঘরে 
তোমার কোলে মাথা টা রেখে 
  কোথায় হারিয়ে যেতাম 
তোমায় আদর সুখের ঠেলায়
   নিজের করে নিতাম 
প্রতি টা আসরে শুন্য বাসরে 
 খোঁজে যে তোমায় জান 
আমার বুকে হাত টা রেখে 
  বাঁচিয়ে রেখো প্রাণ

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

Unsplash আজ কি কিছু রইলো বাকি।
শুধু সময় দিচ্ছে ফাঁকি 
    তোকে পাওয়ার আশায় 
পাবো না জানি তাও তো মানি 
    ফুরোবি না মোর ভাষায় 
যেখানে যাবি হাওয়া হয়ে যাবো 
 তোর ওই চুলের গন্ধ টা পাবো 
     সেটা নিয়ে যাবো মরে 
 যেমন ভাবে গাছটা বাঁচে 
   বৃক্ষ জানে মাটি তো আছে 
      বাঁচে সে আঁকড়ে ধরে 
   তোমার চোখের রঙিন চাওনি 
      যেটা তুমি ধরতে দাওনি 
         সেটা তোমার ই থাক 
     প্রতি টা রাতের গভীর জলে 
      ডুবতে থাকা আশার স্থলে 
          আমায় বাঁচিয়ে রাখ

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

a-person-standing-on-a-beach-at-sunset গাড়ি টা চলছে পথে
আমি শুধু বসে সিধা হয়ে 
জীবন উল্টো রথে 
হাজার রাস্তায় চাপা পরে আজ 
সুসাইড করেছে মন 
কোনো দিন আমি মর্গের স্তূপে  
নিজেই বিসর্জন 
সোনা যাই নাকি হিংস্র পশুরা 
খাচ্ছে তোমার প্রাণ 
এখন তাঁদের খেতে দেওয়া হয় 
ভুলে সব অভিমান 
আমার সময় শত অভিযোগ 
তোমার মুখে চাপা 
তোমার প্রতি প্রত্যেক কথা 
আমার হৃদয়ে মাপা

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

Unsplash তুই খুশি থাক আমিও হাসি 
   আনন্দ থাক ভরে রাশি রাশি 
        তোর ওই দুটি পায়ে 
   ভালো থাক তুই প্রতি টা আসরে 
          পদ্ম ফটুক তোর ওই বাসরে 
                 রঙিন গোলাপি গায়ে 
         আমি তো থাকবো তোরই তোরে 
              আলোকিত হোক তোর ওই ঘরে 
                   যে ঘরে পা তুই রাখিস 
                  আমার প্রতি টা স্বপ্ন জুড়ে 
              সাফল্যতা রাঙিয়ে সুরে 
                  আমায় জুড়ে থাকিস 
          ভাবিস হাজার ভাবনা যতই 
              ফিরবো আমি ধরবো ততই 
                    আঠার মতো লেগে 
            খারাপ যতই সময় আসুক 
                একলা আকাশ দুঃখে ভাসুক 
               আমায় বোঝাস রেগেই 🙂🙂
             তুই ছিলি তুই তোর ই থাকবো 
                 তোর ওই রাগে নিজেকে রাখবো 
                 যতই আমায় তারাশ 
                তোর কাছে আজ একটা চাওয়া 
                      আর নাই যে কিছুই অন্য পাওয়া 
                  আমায় সামনে না দেখেই তুই 
                     আমায় চোখে হারাশ 
                     আমায় চোখে হারাশ 😍

©SUBHOTHEPOET #তুই  poetry lovers

#তুই poetry lovers #Poetry

f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

White নকশা কাঁটা সোনালী আলোয় 
     তোমার চোখের চাওয়া 
আলতো হাসির নাকছাবি তে 
     তোমায় যে আজ পাওয়া 
সত্যি বলতো কোথা হতে আজ 
    মর্তে এসোছো নেবে 
লিপস্টিক ঠোঁটে এক চোখ মেরে 
    ছবিটা আমায় দেবে??🙂
এক এক সময় সেজে ওঠো যেন 
        হাজার পরীর রানী 
 তোমার হাসি তে সকাল যে হয় 
       এটাই আমি জানি

©SUBHOTHEPOET #love_shayari
f263bdae9c8f87a8aa0d609e29a3dcf1

SUBHOTHEPOET

Unsplash প্রত্যেক দিন হলো যে দেখা 
প্রতি টা ছবি গুছিয়ে রাখা 
   মুখ ভরা তোর হাসি।।
যত বার ভাবি এড়িয়ে যাবো 
    তোর ওই বাঁধনে মুক্ত হবো 
ততবার এ রোজ ফাঁসি 
কি হবে আজ বেকার তাকিয়ে 
  বুকের পকেট এ ছবিটা সাজিয়ে 
       বার বার উঁকি মারি।
  তোর ওই জীবন এ অন্য আছে 
      তাকিয়ে দেখছে সব টা কাছে।
           আমি তা দেখছি দাড়ি 🙂

©SUBHOTHEPOET #তুই

#তুই #Poetry

loader
Home
Explore
Events
Notification
Profile