Nojoto: Largest Storytelling Platform
animeshhazra2289
  • 82Stories
  • 25Followers
  • 685Love
    0Views

Animesh Hazra

  • Popular
  • Latest
  • Video
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

ভালোবাসা
বিট্টু প্রামানিক
ভুলে যদি যাও আমায়, করবো না গো বারন,
আমায় কেন মনে রাখবে, আছে কি তার কারণ।
যদি কখনো মনে পরে, ডাক দিও একবার,
মন থেকে ডাকলে আমি, আসিব শতবার।
আঘাত দিবে যত খুশি, অবজ্ঞা অবহেলার বক্ষে,
শিরোধার্য করিব সব হেসে, নিথর মনে নীরব হয়ে যাবো তোমায় ভালোবেসে।
এই দুনিয়া হল আমার শ্রেষ্ঠ উপহার, বৃহ মালা গলায় দিয়েছি এবার, তোমায় হারিয়ে ভালোবাসা বুকের মধ্যে হাহাকার, অঝোরে অশ্রু ঝরে ,দুটি আঁখি হয়েছে আষাঢ় ।
হৃদয়ের আকাশে অসংখ্য ছোট তারা, আমার পাঁজরে সহস্ত্র লাগা পিড়া, জীবন পড়েছে টানাপোড়েনের হাতে ধরা, দিশাহারা নদীর তীরে আমার ঘর হারা। #lovebirds
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

ভালোবাসা
অনিমেষ হাজরা
ভালোবাসার দীপশিখা অমর প্রেমের ঊষা, তার প্রতি অধিক নেশা, যদি থাকে সেই প্রেমে আশার বাসা।
ভালোবাসো মনটাকে শরীরটাকে নয়,
মনের সাথে মনের মিলন, দেহটাকে করো না ক্ষয়।
যত দূরে থাকুক না কেন, এক নিমিষে কাছে পায়, আত্মা আত্মা শান্তি দ্যাও,
ভালোবাসার সততা এটাই কয়।
লোহা চুম্বকের আকর্ষণ কাছাকাছি,
ভালোবাসা এত সস্তা নয় মাখামাখি,
হাজার মাইল দূরে থেকেও পাশাপাশি,
সত্তিকারের ভালবাসাই একমাত্র শ্রেষ্ঠ খাঁটি। #lovebirds
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

জন্মদিন
অনিমেষ হাজরা
বন্ধু রইবে চিরসুখী, প্রেয়ার করি আমি,
তোমার খুশিতে আমি হাসি, তোমাকে অনেক ভালোবাসি।
প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত, তোমার আমার প্রেমে নেই কোনো শর্ত,
তোমার নিকট শুভেচ্ছা আগত, জন্মদিবস আসিবে শত ।
কবুল করো আমার দোয়া,
হে আমার পরদিগার খোদা,
ভালোবাসা নয় কোনো বাঁধা,
তোমার আমার ভালোবাসা অটুট  ওয়াদা। #WorldHeartDay
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

শুভকামনা
অনিমেষ হাজরা
ভালো থেকো সুখে থেকো, সুখের পরশ পেয়ো।
শুভকামনা আমারে নিও, সর্বোচ্চ সিঁড়িতে নিজের স্থান করিও।
মুক্ত পাখির মত খোলা আকাশে, স্বপ্ন তোমার ভাসে,
নক্ষত্র স্বরূপ জ্বলতে রহিবে, আশীর্বাদ সবার মুখে।
প্রার্থনা আমার অন্তর আত্মা থেকে,
তুমি জাজ্বল্যমান হও শুকতারা রূপে,
সৎ নিষ্ঠা আদর্শ রেখো বুকে, সুখ বিচল সদা তোমার পাশে।
তোমার জন্য এক বুক আশা, কখনো আসিবেনা নিরাশা,
সঙ্গে রইবে ভালোবাসা, তুমি আগামী উজ্জ্বল দিশা।
জুঁই চামেলী টগর মালতি, সুগন্ধা সৌরভে মাতামাতি,
তার থেকে আমি বেশি খুশি, তোমার মুখের একটু দেখে হাসি।
রইব দূরে অজানা এক কোণে, একাকীত্বে অবকাশে,
দূর থেকে যাবো ভালোবেসে, তোমার শ্রোতা হয়ে শ্রদ্ধা রাখিবো মনে।
আমার এই চিঠি খানি, তোমার মঙ্গল কুশল  বাণী,
এখানেও করোনা অবহেলা বেইমানি,
আমার কিন্চিত আবদার পূর্ণ  করো প্রিয় সজনী। #raindrops
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

রূপ
অনিমেষ হাজরা
মনের খবর কজন রাখে, থাকে রূপ নেহারের খোঁজে,
কেনাবেচা জনে জনে, হচ্ছে অনর্গল মানুষের মাঝে।
চক্ চক্ করলে সোনা নয়,  ক'জন সেটা বোঝে,
রুপ ঘর্ষণে অভিলাষায় সাজে, কে কার মন বুঝে ।
প্রেমের হাটে কেনাবেচা, জেতার বড়ো নেশা,
মানুষ চেনে না করিলে সৌদা, জীবনভর সইতে হবে ঘাটা।
জোয়ার নদীতে নৌকা ভাসালে, সমিরনের তালে তালে,
নৌকার ঠেকিবেনা চড়া ভূমিতে, গোনের জলে নৌকা চলে হেলে দুলে।
মনটা দেখে প্রেম করো, রূপের নেশা ছাড়ো,
প্রেমের হাটে একটু ঘোর, প্রেমের মালিক কে আপন করো।
কচুর পাতার জলের মতো, ক্ষনিকে রূপ হয়ে যায় ক্ষত,
মনের নিকট মন নিয়ে মাত, ভালোবাসা হবে চির সার্থক।
রূপ হল কাঁচের আসবাবপত্র, আঘাত লাগলে নষ্ট,
মনের সাথে মনের বাঁধন কর সক্ত, ভালোবাসা শুধু এর ভক্ত।
যে তোমাকে ভালবাসে, তার সঙ্গে আপন করে মিসো,
মনের সাথে মন মিলাইয়া থাকো, মনো প্রান দিয়ে তাকে ভালোবাসো। #seaside
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

খোকন
অনিমেষ হাজরা
খোকন সোনা চাঁদের কণা,খুশির একটা আয়না,
তোর মুখে দেখি হাজার স্বপ্ন,
তুই একবার কোলে আয়না।
আধো-আধো মুখে যখন বলবি বাবা মা,
তোকে কোলে নিয়ে আমরা ঘুরবো সারা গা,
আয় আয় চাঁদের বুড়ি কালো টিপ দিয়ে যা,
মিষ্টি সন্দেশ খই দিলাম পেট পুরে খা।
রোগবালাই দূরে থেকো মঙ্গল মূর্তির মত,
দীর্ঘজীবী খোকন সোনা অবিরত,
অর্জন করুক আমার কখনো পণ্য শত শত।
বাবার আঙুল ধরে এক পা দুপা,
মায়ের নিকট আশা,
সন্তানের খুশিতে পিতা-মাতা সুখী সদা,
পিতা মাতা দেয়  স্নেহের অগাধ ভালোবাসা। #reading
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

গণপতি বাপ্পা
অনিমেষ হাজরা
তুমি পিতা ,তুমি মাতা, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা,
চতুর্ভূজা ঋদ্ধি সিদ্ধি, তুমি গণপতি দেবা।
সর্ব অগ্রে পূজা তোমার, তুমি প্রাণের ঠাকুর আমার,
দয়ার তুমি করুণাসাগর, তুমি মোর হৃদয়েরপাঁজর।
শঙ্খচূড় মারি তুলসীর সতীত্ব রাখি, দেবা উদ্ধারকারী,
বেদ রচয়িতা মঙ্গল মূর্তি ,মাতা-পিতা শংকর গৌরী।
দেবী দেবতার দেবা তুমি, সকলের তুমি মন ও প্রাণ,
সাধ্য মতো দিয়েছিধান দুর্বা ,জবা ,লাড্ডু ,সঙ্গে আছে পান।
অতি প্রিয় তোমার ইঁদুর ,সঙ্গে লইয়া এস ঠাকুর,
তুমি জগতের শ্রেষ্ঠ ভাবুক ,তুমি অন্তর্যামী মিশুক।
কুবেরের গর্ব লজ্জায় শরণাগতি, তুমি হরি গণপতি,
আধার ঘরে তুমি প্রদীপ, তুমি উজ্জ্বল নক্ষত্র দীপ।
তোমার ইশারায় প্রবাহিত সর্ব দিক, তুমি সর্ব শ্রেষ্ঠের অধিক,
তোমাকে হারালে স্বর্গ ব্যথিক, তোমার মুখ নিঃসৃত বাণী সঠিক।
গজানন পার্বতী নন্দন ,প্রেমের ডোরে বাঁধো বন্ধন,
স্তুতি করি তোমার চরণ ,বরণ ডালায় করি তোমায় বরণ।
নিরাশার আসা তুমি, অন্ধের চোখের মনি,
বধির শোনে মঙ্গল ধ্বনি,  কথায় ভরে যায় বোবা মুখ খানি।
সকল বাঞ্ছা পূর্ণ করে বাপ্পা, ভক্তি ভাবে যদি করো কামনা,
মনে আসে আঘাত সান্তনা  ,তুমি আমাদের অমূল্য পরম সাধনা #ganesha
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

তুই শুধু তুই
অনিমেষ হাজরা
যার জন্য এত কান্না, সে তো বোঝেনা,
হৃদয়গগনে বৃষ্টির বন্যা, তার শুধু বাহানা।
মনের দুঃখে অন্তর পুরে, আর তো সহেনা,
বোবা মনে কান্না করে, তুমি কি বুঝে ও বুঝনা।
না দেখিলে প্রাণে মরে, তোকে চায় বারে বারে,
বুঝলি নারে তুই মরে , মনের দুঃখ কইবো কারে।
এ যে বড় বিষের জ্বালা, কেমন তোর নিঠুর খেলা,
শুধু করো ছলকলা, আমার হৃদয় পুরে কালা।
ইচ্ছা করে ডুব দি জলে, রইবোনা আরএই কূলে,
মারছে আমায় তিলে তিলে, তোর পাষাণ হৃদয় মূল।
বৃক্ষ স্বরূপ পড়েছি হেল, তুমি চড়েছো সেই ডালে,
ফুল নিচ্ছে অনর্গল তুলে, আমি যে মরছি দুলে দুলে।
বাঁকা ঠোটে মুখের হাসি, মধুর মায়া অহর্নিশি,
তোকে না দেখিলে দুঃখী, কাছে পেলে আমি খুশি।
মনে যখন আসে ক্ষোভ, কত যাগে শোক,
রোগ বিনা রোগের ভোগ, বোঝানো যাবেনা এ দুর্ভোগ।
ভালোবাসার এমন জ্বালা, অশ্রুজলে চক্ষু উতলা,
মন পেতে চায় প্রেমের মেলা, করতে সদা খেলা। #worldphotographyday
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

পরাণ বান্ধব
অনিমেষ হাজরা
তব পদে নুপুর হইয়া, 
বাজিবো যুগল  চরণ ঘেরিয়া,
দেখিবো ন য় ন  ভরিয়া,
 শ্যাম কিশোরী আশায় আছে তাকাইয়া।
বাজিবো রুনুঝুনু শুনিবে  ব্রজ বালা ধেনু,
লইয়া হাতে মোহন বেনু,
 নাচ রে রাঙা চরণে আনন্দিত কানু।
প্রেম ও প্রীতম বড়, প্রেমের ও সরোবর,
হেলিয়া দুলিয়া বাজিবো থর থর,
যুগল চরণ হইতে ,করোনা মোরে পর।
মুরলি মনোহর ওগো প্রাণেশ্বর,
দেবার মত নাই গো প্রভু ,আমার কোন কর।
বন্ধুর ও বান্ধব তুমি হে প্রাণের রঘুবর,
ঐরূপ হারাইয়া ঘরি আমি দ্বার দ্বার,
এবার দয়া করোওগো হরি, মিনতি রাখো একবার,
না দেখিলে প্রাণে মরি, তুমি যে আমার। #peace
f8c149377a48e25a0f39c0b2eea1f6ee

Animesh Hazra

অমার স্বাধীনতা
অনিমেষ হাজরা
যে মেয়েটা কাগজ কুড়ায়,
 খাবার নিয়ে কুকুরের সঙ্গে করে লড়াই,
মনে মনে সুধায় স্বাধীনতা তুমি দেখতে কেমন,
এস ভালোবেসে দুহাতে বুকে জরাই।
কালকে যারা তোমাকে বলেছে স্বাধীনতা,
আজকে তাদের পায়ের নিচে জর্জরিতা,
আমি কুড়িয়ে নিয়েছি সবকয়টা পতাকা,
বাবুরা স্বাধীনতাকে করোনা এতটা সস্তা।
যার স্থান সর্বোপরি,শিরোধার্য সম্মান প্রতিজ্ঞা করি,
তাকে অবহেলা অনাদরে নর্দমায় চুরি,
যে পতাকা আমাদের দেশে উজ্জ্বলো ভবিষ্যৎ তরী।
ফুটপাতে থাকি কাগজ কুঁড়িয়ে বাঁচি,
বন্দে মাতরম গানের সুরে নাচি,
হাজার মাইল হাটি কষ্টের ক্লান্তিতে মাখামাখি,
তার মাঝে খুঁজি নি দেশের ভালোবাসা অমৃতসুধা তৃপ্তি। #independenceday2020
loader
Home
Explore
Events
Notification
Profile