Nojoto: Largest Storytelling Platform
nojotouser2419347760
  • 162Stories
  • 0Followers
  • 0Love
    0Views

শুভেন্দু মুখার্জি

  • Popular
  • Latest
  • Video
faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

উড়ো চিঠি
_____________
দীপ্ত শূন্যে ভাসিয়ে দিয়েছি
তোমাকে লেখা শব্দ গুচ্ছ,
যদি পাও তুলে নিও
পারলে যত্নে আগলে রেখো।
মন খারাপের রাতে
যদি মনে আসি!
চিঠিটা কে নৌকা বানিয়ে 
ভাসিয়ে দিও অথৈ জলে।
ওটা কিনারা চায়না,
ভাসতে চায় তোমার ছোঁয়ায়।
ছোটছোট বাষ্প কনা জড়ো করে,
বিন্দু বিন্দু তে সিন্ধু তৈরি করে,
কোনো এক তপ্ত দুপুরে
বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দেবে।
তৃপ্ততা অনুভব হলে..
বাতাসের কানে কান পেতো,
দেখো শুনতে পাবে..
ভালোবাসার মৃত্যু নেই। ❤️❤️

❤️❤️

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

কাউকে ভালোবেসেছো?
তাহলে মুক্ত করো...
যদি সে দিনশেষে তোমার কাছে ফিরে আসে,তাহলে সে তোমার।

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

অন্যকে পেতে গিয়ে,নিজেকে হারিয়ে ফেলো না।
যে তোমার,সে তোমার মধ্যকার তুমি টাকে হারাতে দেবেনা।🙂🖤

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

আপনারা রূপের প্রেমে পড়েন,
 আমি কথার প্রেমে পড়ি।
আপনারা ভালো থাকতে ভালোবাসেন,
আমি ভালোবেসে ভালো থাকি। 🖤🙂

🖤🙂

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

দিনের শেষে তুমি শাড়ি খুলতে ভয় পাও? 
তাহলে তুমি সাধারণ।
দিনের শেষে তুমি শাড়ি খোলো!?
তাহলে তুমি বং ক্রাশ ।
আর বলি দিদি, বোন,বন্ধু
ব্রায়ের হুক খুলে,নাভি থেকে শাড়ি টা নামিয়ে  দিয়ে,
হাজার হাজার লাইক কমেন্ট পেলে
বং ক্রাশ হওয়া যায় না ।

_______©শুভেন্দু মুখোপাধ্যায়🖤 👍😊

👍😊

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

দেখ কেমন লাগে 😜
    

ক্যাপসানে দেখুন😁😂😜 #দেখ_কেমন_লাগে 😁

বেশ কিছুদিন ধরে মনটা খুব খারাপ ছিলো,কোনো কাজেই মন নেই। বাড়িতে এসেও কারো সাথে কোনো কথা বলতাম না,মা প্রতিদিন জানার চেষ্টা করেছে তাও বলতে পারিনি। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয় মানে অফিসের কাজ করতে না,বন্ধু দের সাথে একটু আড্ডা দেই কোনো এক চায়ের দোকানে। শনি দেবের পুজো দেওয়ার একটা রেওয়াজ আছে আমাদের,তাই প্রতি শনিবার আমি পুজো দিয়ে অফিস যাই,ওই দিনটা সবাই জানে আমার কেনো দেরি হয়। বাবার কাছে আজকের দিনে শুধু একটাই পার্থনা করি ওর যেনো বিয়ে টা হয়ে যায়। বিকালের দিকে অফিস

#দেখ_কেমন_লাগে 😁 বেশ কিছুদিন ধরে মনটা খুব খারাপ ছিলো,কোনো কাজেই মন নেই। বাড়িতে এসেও কারো সাথে কোনো কথা বলতাম না,মা প্রতিদিন জানার চেষ্টা করেছে তাও বলতে পারিনি। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয় মানে অফিসের কাজ করতে না,বন্ধু দের সাথে একটু আড্ডা দেই কোনো এক চায়ের দোকানে। শনি দেবের পুজো দেওয়ার একটা রেওয়াজ আছে আমাদের,তাই প্রতি শনিবার আমি পুজো দিয়ে অফিস যাই,ওই দিনটা সবাই জানে আমার কেনো দেরি হয়। বাবার কাছে আজকের দিনে শুধু একটাই পার্থনা করি ওর যেনো বিয়ে টা হয়ে যায়। বিকালের দিকে অফিস

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

মন ভাঙার যদি শব্দ হতো!?🙂🖤

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

...... #________________আহুতি_______________

ঋতু দ্বাদশ শ্রেণীতে পড়ে, বাড়ি হুগলির একটি প্রত্যন্ত গ্রামে। বাবা নিউজ রিপোর্টার,মা সরকারি কর্মচারী।ঋতুকে সেই ভাবে দুজনেই সময় দিতে পারেনা। বোর্ডিং স্কুলে ছোটো থেকেই সময় কাটে তার,বাবা মার সঙ্গে সময় কাটানো বলতে গেলে রাতে ঘুমানোর আগে ডিনার টেবিলেই একবার তারা একসাথে থাকে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তার বাবা তাকে স্কুলে ছেড়ে যাওয়া,আবার সমস্ত কাজ সেরে রাতে ফেরার সময় তাকে সঙ্গে করে নিয়ে আসে।ঋতুর জীবনের এটাই সারা মাসের সারা বছরের রুটিন।

ঋতু ছোটো থেকেই ম

________________আহুতি_______________ ঋতু দ্বাদশ শ্রেণীতে পড়ে, বাড়ি হুগলির একটি প্রত্যন্ত গ্রামে। বাবা নিউজ রিপোর্টার,মা সরকারি কর্মচারী।ঋতুকে সেই ভাবে দুজনেই সময় দিতে পারেনা। বোর্ডিং স্কুলে ছোটো থেকেই সময় কাটে তার,বাবা মার সঙ্গে সময় কাটানো বলতে গেলে রাতে ঘুমানোর আগে ডিনার টেবিলেই একবার তারা একসাথে থাকে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তার বাবা তাকে স্কুলে ছেড়ে যাওয়া,আবার সমস্ত কাজ সেরে রাতে ফেরার সময় তাকে সঙ্গে করে নিয়ে আসে।ঋতুর জীবনের এটাই সারা মাসের সারা বছরের রুটিন। ঋতু ছোটো থেকেই ম

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

রাত নামে শরীরে বিকাল থেকে আকাশের মুখটা ভার করে আছে,মাঝে মাঝে মেঘ ভেদ করে বৃষ্টির কণা গুলো যেনো ভিজিয়ে দিয়ে ক্লান্ত করে দিতে চায় তাকে। সব কিছু কে স্তব্ধ করে যেনো তার আঁচল ধরে তাকে সোহাগ মাখাতে ব্যাস্ত,তার মন চায়না কিছুতেই আজ বাইরে যেতে। দেবেশের মুখটা দেখলে তার কষ্ট হয় খুব,সে যেনো চঞ্চল হয়ে ওঠে।যেনো ফিরে যেতে চায় ফেলে আসা অতীতে,তারা যেনো তাকে কিছু বলতে চায় । 

পেয়সি এখন অনেক বেশি বুঝতে শিখেছে,আগে ঠিক যেমন সে ছেলে মানুষী করতো ,এখন সে আর এসব করেনা। প্রতি সেকেন্ডের গুরুত্ব সে উপলব্ধি করে আজ। অনেক চেষ্টা করা

বিকাল থেকে আকাশের মুখটা ভার করে আছে,মাঝে মাঝে মেঘ ভেদ করে বৃষ্টির কণা গুলো যেনো ভিজিয়ে দিয়ে ক্লান্ত করে দিতে চায় তাকে। সব কিছু কে স্তব্ধ করে যেনো তার আঁচল ধরে তাকে সোহাগ মাখাতে ব্যাস্ত,তার মন চায়না কিছুতেই আজ বাইরে যেতে। দেবেশের মুখটা দেখলে তার কষ্ট হয় খুব,সে যেনো চঞ্চল হয়ে ওঠে।যেনো ফিরে যেতে চায় ফেলে আসা অতীতে,তারা যেনো তাকে কিছু বলতে চায় । পেয়সি এখন অনেক বেশি বুঝতে শিখেছে,আগে ঠিক যেমন সে ছেলে মানুষী করতো ,এখন সে আর এসব করেনা। প্রতি সেকেন্ডের গুরুত্ব সে উপলব্ধি করে আজ। অনেক চেষ্টা করা

0 Love

faa31248ab38e383a20a33b522e70220

শুভেন্দু মুখার্জি

কতটা চেনো,বোঝো আমাকে?
পুরোটাই!একটা মানুষকে চিনতে বুঝতে গেলে যতটা জানা দরকার ঠিক ততটাই।
উত্তর টা সঠিক নয়।
আমি যতটা চেনাতে বোঝাতে চাই ঠিক ততটাই।

 হারানো স্বর🖤

হারানো স্বর🖤

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile