Find the Latest Status about Yale from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
BANGLE TIMES
মনের রাস্তা গিয়ে মেলে পেটে, দাবি ইয়েলের গবেষণায় ইয়েল বিশ্ববিদ্যালয় সম্প্রতি সামাজিক যোগাযোগ নিয়ে একটি গবেষণা করেছিল। তাতে দেখা গিয়েছে, পেটের রাস্তা দিয়ে মন পাওয়া যাক বা না-যাক, মনের রাস্তা পেটে গিয়ে মেলে। ইয়েল বিশ্ববিদ্যালয় সম্প্রতি সামাজিক যোগাযোগ নিয়ে একটি গবেষণা করেছিল। তাতে দেখা গিয়েছে, পেটের রাস্তা দিয়ে মন পাওয়া যাক বা না-যাক, মনের রাস্তা পেটে গিয়ে মেলে। কাছের বন্ধুদের মধ্যে অনেক সময়েই দেখা যায়, একই বিষয়ে আগ্রহ, প্রিয় খাবার এক, জীবনযাপনের ধারা একই রকম, আরও বহু বিষয়ে মিল। ইয়েলের গবেষণাপত্রে বলা হয়েছে, এমন ঘনিষ্ঠ বন্ধুদের স্বাস্থ্যপরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁদের পেটের ভিতরে থাকা মাইক্রোবস বা অণুজীবগুলিও এক। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘নেচার’ জার্নালে। ©BANGLE TIMES #Yale_University