Find the Latest Status about _ rohit_ from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, _ rohit_.
BANGLE TIMES
পার্থ টেস্টে খেলবেন না রোহিত, ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা, ওপেনার হিসাবে নিশ্চিত রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। বোর্ডের কাছে আরও কিছুটা ছুটি চেয়েছেন। ফলে পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। ওপেনার হিসাবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দ্বিতীয় বার বাবা হওয়ার পর পরিবারকে সময় দিতে বোর্ডের কাছে আরও কিছুটা ছুটি চেয়েছেন। ফলে পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে দেবদত্ত পাড়িক্কলকে। ওপেনার হিসাবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। ©BANGLE TIMES #Rohit_Sharma
BANGLE TIMES
আরও এক বার বাবা হলেন রোহিত, পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। শুক্রবার রাতে তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবারের কেউ সরকারি ভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবারের কেউ সরকারি ভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। স্ত্রীয়ের পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত। ©BANGLE TIMES #Rohit_Sharma