Find the Latest Status about download dha lahore maps from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, download dha lahore maps.
BANGLE TIMES
‘বিষাক্ত’ লাহোরে এক দিনে অসুস্থ ১৫ হাজার, ভর্তি হাসপাতালে! তিন মাসের নিষেধাজ্ঞা বিয়ের অনুষ্ঠানে স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের মতো উপসর্গ বাড়ছে। আর সেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। আর্থিক সঙ্কটের সঙ্গে যুঝছে পাকিস্তান। খাদ্যসঙ্কটও দেখেছে ভারতের প্রতিবেশী এই দেশ। এ বার স্বাস্থ্য ‘সঙ্কটের’ মুখে পাকিস্তানের একাংশ। দূষণে জেরবার গোটা পাকিস্তান। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি লাহোরে। এই শহরে বাতাসের গুণগত মান (একিউআই) ১৯০০। যা অতি অতি ভয়ানক। ©BANGLE TIMES #Lahore
BANGLE TIMES
লাহোরের ঘরে ঘরে অসুখ! কৃত্রিম বৃষ্টি নামিয়ে বিশ্বের দূষিত শহরকে পরিচ্ছন্ন করছে পাকিস্তান এখন লাহোরে বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৯৪। ভয়ানক দূষণের জন্য গত বছরেও এক বার কৃত্রিম উপায়ে মেঘ সৃষ্টি করা হয়েছিল লাহোরে। এ নিয়ে দ্বিতীয় বার লাহোরকে বিশ্বের দূষিত শহর বলে ঘোষণা করা হয়েছে। শীতের আগে ঘন কুয়াশার আস্তরণে ঢেকেছে পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে বাসিন্দাদের। চোখ জ্বালা, শরীরে প্রদাহের মতো শারীরিক সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনার কথা ঘোষণা করল প্রশাসন। মঙ্গলবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে ওই কথা বলা হয়েছে। ©BANGLE TIMES #Lahore