Nojoto: Largest Storytelling Platform

Best আজগদ্যকবিতা Shayari, Status, Quotes, Stories

Find the Best আজগদ্যকবিতা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 7 Stories

Jayanta Roy

#আজগদ্যকবিতা #অভাব #Challenge #yqdada

read more
শিল্পী পথ ধরলেন;গ্রাম্য মেঠো পথ |দুধারে হরিয়ালি ক্ষেত,মাথার উপর স্বচ্ছ নীলের সামিয়ানা,আরও দূর দিগন্তপারে সরু ফিতের মতো মিশে গেছে নদী|শিল্পীর মনও তখন মিশে যেতে চাইছে এই নৈসর্গিক সমারোহের কাছাকাছি,পীচ রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে তাঁর সুইফ্ট গাড়িটা,ড্রাইভার বলেছে আরও ঘন্টা তিনেক,অগত্যা এতটা সময় শুধুই প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ|অসামান্য দৃশ্যপটগুলি ধরা থাক মনের ক্যানভাসে;তবু একটা চরম আফসোস এই সময় তাঁর কাছে রং-তুলি বা ছবি আঁকবার কোনও উপকরণই নেই;'বড্ডো ভুল হয়ে গেল',গাড়িতে গিয়ে একবার যদি... এমনটা ভাবতে ভাবতে তিনি যখন আরও খানিকটা নির্জনতার মুখোমুখি,আচমকাই তাঁর চোখ চলে গেল মস্ত বটের গুঁড়িতে হেলান দিয়ে বসে থাকা এক ভদ্রলোকের দিকে,অবিন্যস্ত চুলদাড়ি,বোতামহীন শার্ট,শূন্যের পানে নিক্ষিপ্ত সম্মোহিত দৃষ্টি | কিছু যেন বিড়বিড় করছে;শিল্পী কাছে যেতেই তাঁকে দেখে একগাল হাসি দিয়ে বললো--'দাদা আপনার কাছে একটুকরো কাগজ হবে?কয়েকটা লাইন লিখতাম'|
বেচারা শিল্পী নিজের অভাবের কথা তখন কাকেই বা শোনাবেন.....  #আজগদ্যকবিতা
#অভাব 

#challenge
#yqdada

Monisha Biswas

#আজগদ্যকবিতা

read more
পরিবারের সবাই মিলে একসাথে সাথে বসে চা
পান করে যে যার কাজে মন দেই
পাছে যদি কিনা দেরি হয়ে যায়
তাই পরিবারের কিছু সদস্য ছোটা, ছুটি শুরু করে দেই
তবে এসব এক্ষণ অতীত
ছোটাছুটি দৌড়াদৌড়ি এক্ষণ স্থগিত
এখন সকাল হয় অন্য রকমের
সবাই আমরা শান্ত ধির স্থিরতা এসেছে জিবনে
একটা মারাত্মক রোগ আমাদের কি নিদারুণ ভাবে শিক্ষা দিয়া যাচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে ও টিকে থাকার... #আজগদ্যকবিতা

Monisha Biswas

#আজগদ্যকবিতা #yqdada

read more
এমনি কোনো গোলাপী বিকেলে
সোনালী দিনের গান আর এক কাপ পেয়ালায়
তোমাকে পাবো তো... #আজগদ্যকবিতা #yqdada

শ্রীতমা ☘️

🥀 বন্ধুরা, আজ রইল একটি গদ্য কবিতা লেখার কনটেস্ট। বিষয় তোমাদের ইচ্ছে মতন। ( এই কনটেস্টের সেরা লেখাগুলি স্থান পাবে আমাদের ওয়েব ম্যাগাজিন আগমনীতে। ) 🥀 কনটেস্টটিকে আরও মজাদার করে তুলতে আমাদের তরফ থেকে রইল একটি ছোট্ট প্রয়াস। এই কনটেস্টে অংশ ননেওয়ার পর তোমরা তোমাদের বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারো মেনশনিং এর মাধ্যমে। কাব্যকাহন চ্যালেঞ্জ করল ❣️ Sanchari Mondal ❣️উন্ডে কোলাব করতে পারো অথবা নিজেদের পছন্দের ছবিতে লিখতে পারো। শুধু ক্যাপশনে রেখো #গদ্যকবিতা১ #আজগদ্যকবিতা #আগমনী২

read more
             ।। রঙওয়ালা ।।
এক বুক বাঁচার তাগিদ আর হাতে একটা সস্তার পেন্টব্রাশ,
নতুন শহর আঁকার দাবি তুলে, ফুটিফাটা জলরঙে কয়েক ফোঁটা বিপ্লব মেশায়,
হিমালয়রূপী মই বেয়ে উঠে দাঁড়ায়, জীবন-পটে গড়া নরম অবয়বটা।
দুপায়ের জান্তব শক্তিতে, স্বপ্ন-দেখা চোখে কয়েক ছটাক স্পন্দন ছুঁড়ে দিই,
নিশীথ সূর্যের অত্যুজ্জ্বল আলোয় স্পষ্টতা পায় তিলে তিলে পোষ মানানো ইচ্ছেপুরী।

অগুন্তি ইলেকট্রিক তারের জটাজালে তিনমাথার মোড়টাও লোডশেডিংয়ের রঙ খোঁজে,
টহলরত কাকগুলোর চোখে চিকচিক করে আঁশটে গন্ধওয়ালা শকুনের মাংসাশী দৃষ্টি,
রঙিন বাড়িঘরে উপুড় করে ঢেলে দেয় কোটি টাকার আলকাতরা, উপচে পড়া হয়রানিতে পাঁচ মিনিটের বিশ্রাম নিই,
ফের জীবন রাঙানো জলরঙের খোঁজে ছুটি, ভুলিনি গো ভুলিনি, আমি যে রঙওয়ালা!
নখের কোণে কালো ছোপ ধরে, ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়ায়, হামাগুড়ির ভঙ্গি শেখে কোমরটাও,
শুধু বুকের ভেতরের হৃদপিন্ডটার অবিরাম দাপাদাপিতে থামাতে পারিনি ইচ্ছেপুরীর দেওয়াল লিখন।। 
মাথার ঘাম ফেলা চপ্পলে জাঁকিয়ে বসেছে রঙচটা চামড়ার কাটাকুটির নিখুঁত দাগ,
তা হোক, এই রঙওয়ালার ছেঁড়া শার্টের শরীরখানা জব্বর রঙিন থাকবে.. ছিটে লাগা রঙে।।
          -শ্রীতমা

 

🥀 বন্ধুরা, আজ রইল একটি গদ্য কবিতা লেখার কনটেস্ট। বিষয় তোমাদের ইচ্ছে মতন।
( এই কনটেস্টের সেরা লেখাগুলি স্থান পাবে আমাদের ওয়েব ম্যাগাজিন আগমনীতে। )

🥀 কনটেস্টটিকে আরও মজাদার করে তুলতে আমাদের তরফ থেকে রইল একটি ছোট্ট প্রয়াস। এই কনটেস্টে অংশ ননেওয়ার পর তোমরা তোমাদের বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারো মেনশনিং এর মাধ্যমে।

কাব্যকাহন চ্যালেঞ্জ করল ❣️ Sanchari Mondal ❣️উন্ডে কোলাব করতে পারো অথবা নিজেদের পছন্দের ছবিতে লিখতে পারো। শুধু ক্যাপশনে রেখো #গদ্যকবিতা১

Sangita Saha

#আজগদ্যকবিতা নয়😭 কাল আসা হয়নি এদিক পানে, miss হয়ে গেল । #piu_sangita #একটা_বাজে_লেখা

read more
তোমার কাছে কি কি আছে
বলে দিতে পারো। দেরী ক'রো না আর!
এ তো অস্ত্রোপচার নয়
যে তোমায় ফালা ফালা করবো!
তুমি বলে দিতে পারো-
মেঘ, রুমাল, আর ভাতের হাঁড়ির কথা

আমাদের ঘুমের ভেতর বেড়াল শুয়ে আছে
বেরিয়ে পড়লে কান্না নিয়ে
দুজনেই দাঁড়িয়ে পড়বো মাথা উঁচিয়ে;
খুবলে খাওয়া চোখে
শিকেয় তোলা স্বপ্নের স্পর্ধায়।

ছুটে আসবে কিছু ধড়ফড়িয়ে
সামনে থেকে তৎক্ষণাৎ
যেন ঘন অন্ধকারে ভালোবেসে 
তীব্র আলোর অসুখ!

কবির চোয়াল, কলিজা, লুকোনো খোয়াব, 
অশরীরী যা কিছু আদিমতর গন্ধ,
বা দুব্বোঘাস। লেখা হয়ে যাবে 
ময়নাতদন্তের আগেভাগেই। #আজগদ্যকবিতা নয়😭 কাল আসা হয়নি এদিক পানে, miss হয়ে গেল । 
#piu_sangita  
#একটা_বাজে_লেখা

কলমে আমি_Jit sah

#আজগদ্যকবিতা #Challenge #yqdada

read more
এখন মানুষ চিনতে আমার বড্ড ভুল হয়ে যায়।
বয়সের ভার,
হৃদয়েও গভীর ক্ষত গিরিখাতের মত!
তবুও আমি যে সূর্য--- জ্বলে পুড়ে ছারখার, শুধু কৃতজ্ঞতা আর সৌজন্যবোধের দায়ভারে চলছে সৌরশাসন।।
এখন মাঝে মধ্যেই মানুষ চিনতে যদিও আমার ভীষন ভুল হয়ে যায়, তবুও সেই ভুল মানুষদের আঁকড়ে ধরেই পার করে দিতে চাই_এক সৌর যুগ।। #আজগদ্যকবিতা
#challenge
#yqdada

A Non Entity

#আজগদ্যকবিতা নয়😭 কাল আসা হয়নি এদিক পানে, miss হয়ে গেল । #piu_sangita #একটা_বাজে_লেখা

read more
তোমার কাছে কি কি আছে
বলে দিতে পারো। দেরী ক'রো না আর!
এ তো অস্ত্রোপচার নয়
যে তোমায় ফালা ফালা করবো!
তুমি বলে দিতে পারো-
মেঘ, রুমাল, আর ভাতের হাঁড়ির কথা

আমাদের ঘুমের ভেতর বেড়াল শুয়ে আছে
বেরিয়ে পড়লে কান্না নিয়ে
দুজনেই দাঁড়িয়ে পড়বো মাথা উঁচিয়ে;
খুবলে খাওয়া চোখে
শিকেয় তোলা স্বপ্নের স্পর্ধায়।

ছুটে আসবে কিছু ধড়ফড়িয়ে
সামনে থেকে তৎক্ষণাৎ
যেন ঘন অন্ধকারে ভালোবেসে 
তীব্র আলোর অসুখ!

কবির চোয়াল, কলিজা, লুকোনো খোয়াব, 
অশরীরী যা কিছু আদিমতর গন্ধ,
বা দুব্বোঘাস। লেখা হয়ে যাবে 
ময়নাতদন্তের আগেভাগেই। #আজগদ্যকবিতা নয়😭 কাল আসা হয়নি এদিক পানে, miss হয়ে গেল । 
#piu_sangita  
#একটা_বাজে_লেখা


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile