Nojoto: Largest Storytelling Platform

Best মায়ের_ভালবাসা Shayari, Status, Quotes, Stories

Find the Best মায়ের_ভালবাসা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 11 Stories

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Shubham Nayek অপেক্ষাটাই ছিল ভালো আজকে লাগছে ফাঁকা অপ্রত্যাশিত টেস্টি তাই দিলাম তোকে একটা ‌‌। তুই যদিও চাস না কিছুই উদাসীন এক ছেলে পর পর দুটো টেস্টি কিইবা হয়েছে লিখলে? আমার ইচ্ছা রোজ একটা করে দেবো তোকে কবিতা কে যে কি ভাববে তাই ভর্তি করি ডাইরির পাতা। #yqdada #উপহার #ছেলেবেলা #রাতের_কবিতা #তোমায়দিলামআজ #মায়ের_ভালবাসা #অতীত_স্মৃতি

read more
বালিশটা দূরে ঠেলে হাতের উপর মাথা
মায়ের গলা জড়িয়ে ধরে নতুন গল্পগাঁথা।
বানিয়ে বললে চলবে না তোর যুক্তি কিছু চাই
ঘটনাগুলো চোখের সামনে ছবি হয়ে যায়।
ছবির কথায় মনে পড়লো ফ্রক পড়া দুর্গা
তখন কতো হবে?পাঁচে দিয়েছিস পা।
খেলা তোর উদ্ঘট ছিল পটতো না কারো সঙ্গে
কাগজের সাপ বানিয়ে জড়িয়ে নিতিস অঙ্গে।
বাবাকে অসুর সাজিয়ে নিজে হতিস সিংহ
মাকে দুর্গা করে চলতো রণরঙ্গ।
খেলাধুলা নিয়ে সে এক মজার কাণ্ড আছে
মাঝখান থেকে লেবু নিয়ে দৌড়ে মায়ের কাছে।
স্টেজে উঠে প্রথম আবৃত্তি শুধুই নিরবতা
আজকে ভীষন হাসি পায় মনে হলে সে কথা।
ক্লাস ওয়ানের বাংলা পরীক্ষা অর্ধেক লিখেই জমা
লিখতে নাকি ভালো লাগছিলো না,শুধালে বলিস মা।
এমনি অনেক গুণের কথা পড়ছে আমার মনে
উদ্ভট যত কাণ্ড -কারখানা তুইও হাসছিস তাই শুনে। Dedicating a #testimonial to Shubham Nayek
অপেক্ষাটাই ছিল ভালো আজকে লাগছে ফাঁকা
অপ্রত্যাশিত টেস্টি তাই দিলাম তোকে একটা ‌‌।
তুই যদিও চাস না কিছুই উদাসীন এক ছেলে
পর পর দুটো টেস্টি কিইবা হয়েছে লিখলে? আমার ইচ্ছা রোজ একটা করে দেবো তোকে কবিতা
কে যে কি ভাববে তাই ভর্তি করি ডাইরির পাতা।

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to Shubham Nayek আমার এক চোখের সূর্য তুই আরেক চোখের তারা তোকে ছাড়া জীবনটা মোর সত্যি দিশাহারা। তোকে ঘিরে হাজার স্বপ্ন সাজাই দুটি চোখে কাজ এমন করিস যাতে চিনবে সব লোকে। চাকরি বাকরি গাড়ি বাড়ি করে তো সবাই সত্যিকারের মানুষ হয়ে মানুষের পাশে থাকা চাই। শুভ জন্মদিনে অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা #yqdada #বাংলা_কবিতা #শুভজন্মদিন #মায়ের_ভালবাসা #বাবার_ভালোবাসা

read more





 Dedicating a #testimonial to Shubham Nayek 
আমার এক চোখের সূর্য তুই আরেক চোখের তারা
তোকে ছাড়া জীবনটা মোর সত্যি দিশাহারা।
তোকে ঘিরে হাজার স্বপ্ন সাজাই দুটি চোখে
কাজ এমন করিস যাতে চিনবে সব লোকে।
চাকরি বাকরি গাড়ি বাড়ি করে তো সবাই
সত্যিকারের মানুষ হয়ে মানুষের পাশে থাকা চাই।
শুভ জন্মদিনে অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা

Srimati Tumpa Nayek

আগামী কাল আমার মাতৃত্বের জন্মদিন #সন্ধ্যারকবিতা #অদ্ভুত_অনুভূতি #মায়ের_ভালবাসা #বাংলা_কবিতা #yqdada

read more
দুঃখের কবিতা যতই লেখো কাঁদবো না আমি আজ
নতুন কিছু হবে কালকে চলছে তারই সাজ।
কাল কিছু লেখা হবেনা কবিতা কিংবা গল্প
মাঝে মাঝে উঁকি দেবো সময় থাকলে অল্প।
হরিসভার মন্দিরেতে যাবো পুজো দিতে
রাধাগোবিন্দের চরণে প্রার্থনা জানাতে।
তারপর তো কোমর বেঁধে রান্নাবান্না হবে
ফোন কলও আসবে অনেক শুভেচ্ছা জানাবে।
হাজার ব্যস্ততার মাঝে দুদণ্ড সময়
আপনজনের সঙ্গে কথা না বললেই নয়।
এক জীবনে অনেক সম্পর্ক পেয়েছি আমি জেনো
এই একটা জায়গায় নিঃস্বার্থ একেবারে সত্যি বলে মেনো।
তার থেকে কিছুই চাইনা আমি শুধু চাই দিতে
সে যদি ভালো নাও বাসে ভুলবোনা আশীর্বাদ দিতে।
কালকের দিনটা বিশেষ কারণ আমার মাতৃত্বের জন্ম
নিজের মধ্যে ধারণ করে তাকে হয়েছি আমি ধন্য।
মা শব্দটা বড়ই মধুর বলতে লাগে ভালো
মা ডাক শুনলে জ্বলে ওঠে হাজার দীপের আলো। আগামী কাল আমার মাতৃত্বের জন্মদিন


#সন্ধ্যারকবিতা 
#অদ্ভুত_অনুভূতি 
#মায়ের_ভালবাসা 
#বাংলা_কবিতা 
#yqdada

Srimati Tumpa Nayek

#রাতের_কবিতা #আজেবাজে_লেখা #মায়ের_ভালবাসা #বাংলা_কবিতা #yqdada

read more
কে যেন বলেছিল নিন্দা করবে সামনে আর প্রশংসা পিছনে
তাই নিজের ছেলের হাজার ভালো পড়েনা চোখে
অন্য ছেলেদের সামনেই প্রশংসা করি উৎসাহ দেবার কারণে।
এতে আমার রাজপুত্রের রাগ হয় ভারী
সে ভাবে মা তাকে ভালোবাসে না মোটেও
অন্যেরা তার মাকে নিচ্ছে বুঝি কাড়ি।
তাই সে মায়ের উপর খুব অভিমান করে
নিজের ছেলের চেয়ে দরদ তোমার অপরের তরে ‍?
কিন্তু সে তো অবুঝ নয়, জ্ঞান আছে টনটনে
কেউ আমরা পর নই আছি একই দৈবী সূত্রের বন্ধনে।
আর মায়ের ভালোবাসা ভাগ করলেও কমে না কখনো
বরং অনেক ভাইবোন পেয়ে তা শতগুণ বাড়ে জেনো।
যত বাড়বে জানাশোনা তত হবে চেনাজানা
আর এভাবেই বিস্তৃত হবে ভালোবাসার সীমানা।
একই কুটুমবাড়ি ভালো লাগে কি বারবার যেতে
কি সুন্দর যাবো আমরা নতুন ভালোবাসার দেশে।
তারাও সকলে আসবে আমাদের গরীবের কুটিরে
এতে ক্ষতি কি? বরং লাভই হবে আখেরে।
 #রাতের_কবিতা 
#আজেবাজে_লেখা 
#মায়ের_ভালবাসা 
#বাংলা_কবিতা 
#yqdada

Srimati Tumpa Nayek

#মায়ের_ভালবাসা #প্রার্থনা #স্বপ্ন #দুলাইনেমনেরকথা #yqdada

read more
তোর জন্য হাজার স্বপ্ন আমি সাজাই দুচোখে
জীবনটাও দিতে পারি তুই থাকিস যদি সুখে। #মায়ের_ভালবাসা 
#প্রার্থনা 
#স্বপ্ন 
#দুলাইনেমনেরকথা 
#yqdada

Srimati Tumpa Nayek

একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত? বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়। সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না। তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ। কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের কিন্তু তারা কি সবার সাথে প্রেম করে? বোধহয় না কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা। হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমা #yqdada #রাতের_কবিতা #মায়ের_ভালবাসা #আজেবাজে_লেখা

read more
একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত?
বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়।
সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না।
তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ।
কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের
কিন্তু তার আগে সবার সাথে প্রেম করে বোধহয় না
কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা।
হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমার কাছে।
তবে বলবো বাচ্চাদের প্রতি সেই ছোট থেকে আমার বিশেষ দুর্বলতা
আপন সন্তানের মতো কাছে টেনে নেই ওদের পাইনি করোনা তুমি মাথা ব্যথা।
নিজের বয়স করবোনা আমি গোপন , আমি কিন্তু নয় অন্যদের মতন।
টাইম কাকিমা জেঠিমা মাসিমা যে নামেই ডাকো আমি খুব খুশি
প্রতিটা শব্দের শেষে যে মা আছে আর আমি ভীষণ ভালোবাসি।
কচি কচি চারা গাছে জল দিয়ে খুব যত্ন করে
ফুল ফুটলে গাছগুলোতে আনন্দে মনটা যায় ভরে।
সব সময় সতর্ক থাকি আর দেই পাহারা, ছাগল না ঢোকে বাগানে না আসে দুষ্টু ভ্রমরা।
গাছ হতে পারব না আমি তাই হতে চাই বাগানের মালি
আমার হৃদয়পুষ্প দিতে চাই তোমার পায়ে  অঞ্জলি।
কৌসাল্যা বা দেবকী নাইবা হলাম হতে চাই যশোদা মাতা 
কৃষ্ণ বললাম দাম সুদাম বসুধাম সবার জন্যই আমার অঞ্চল পাতা।
 একসঙ্গে একাধিক মানুষের সাথে কি প্রেম করা যায়? নাকি তা উচিত?
বোধহয় কোনোটাই নয়, কিন্তু একই সাথে একাধিক স্নেহের বাঁধন অনায়াসেই পড়া যায়।
সে ক্ষেত্রে আমার আঁচলে এতোটুকু টান পড়ে না।
তুমি হয়তো বলবে যতসব ফালতু লোক দেখানো দরদ, আমি বলব স্নেহের ধারা করিনা রদ।
কত যুবক-যুবতী তরুন-তরুনীর আলাপ হয় পরস্পরের
কিন্তু তারা কি সবার সাথে প্রেম করে? বোধহয় না
কিন্তু আমার সাথে আলাপ হয় যার অপত্যস্নেহে বন্ধনে আটকে পড়ে ভালো না বেসে পারিনা।
হ্যাঁ আমার নিজের গর্ভজাত সন্তান আছে , বর্ণনা করা যাবে না সে যে কতখানি আমা

Srimati Tumpa Nayek

#মনকেমন #মায়ের_ভালবাসা #মিস্টি_মেয়ে #রাতের_ডাইরি #yqdada

read more

কনকাঞ্চলী দিলাম মায়ের আঁচলে, তারপর একবারও তাকাইনি পিছু ফিরে
শুনেছি আমার থেকেও মা কেঁদেছিল অনেক বেশি
ফুল দিয়ে সাজানো গাড়িতে উঠে বসলাম, শ্বশুরবাড়ি অনেক দূরে।
নাহ্ পুরো রাস্তা কাঁদিনি, আধঘন্টা চল্লিশ মিনিট পর 
বন্ধ হয়ে গেছিল কান্না
রেল গেটের সামনে গাড়িটা আটকা পড়েছিলো অনেকটা সময়
তারপর যখন পৌঁছলাম, নতুন বৌ দেখার কৌতুহল 
চন্দনের সাজ মুছে গেছিলো প্রায় ‌।
অচেনা অজানা একটা পরিবেশে এসে পড়লাম
আস্তে হাসবো না জোরে এটা বুঝতে বুঝতেই লেগেছিল কয়েকমাস
বাচ্চা আমার ভীষন প্রিয়, এখানে তেমনি একটা মেয়ে পেলাম।
ও সেই সকালে বেরিয়ে ফেরে অনেকটা রাতে
দিদিভাইয়ের সাথে হাতে হাতে কাজ করেও সময় কাটেনা মোটে
ও আধো আধো সুরে ছোতোমা বলে ডাকে খুব ভাব হয় আমার সাথে।
এখন ও অনেকটাই বড় হয়েছে পড়ছে কলেজে
দু একটা বিয়ের সম্বন্ধও আসছে, বাড়িতে আপত্তি নেই কারো
কিন্তু মা ডাকের আগে শুনেছি ছোটমা,বুকটা আমার ফাঁকা ফাঁকা লাগছে যে! #মনকেমন 
#মায়ের_ভালবাসা 
#মিস্টি_মেয়ে 
#রাতের_ডাইরি 
#yqdada

Srimati Tumpa Nayek

মায়ের মন সারাদিন বাড়িতে বসে অনেক পড়াশুনা করেছে ছেলেটা। বিকেলের দিকে মার কাছে বায়না ধরল, বন্ধুদের সাথে একটু বাইরে যাবে। মায়ের মনে একটু মায়া হল, সর্বক্ষণ বই মুখে বসে থাকে,যাক তবে, একটুখানি ঘুরে আসুক বাইরে থেকে।তাতে যদি ওর মনটা ভালো হয়।যদি বাইরের হাওয়া লেগে একটু খিদে বাড়ে।ছেলেটার মুখে রুচি নেই মোটে। এই নিরিখ চিরিক খাওয়ার জন্য শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন ‌।আর ছেলে যদি না খায়, কোন্ মায়ের ভালো লাগে ভালো মন্দ মুখে তুলতে? কিন্তু এতোটা সময় পেরিয়ে গেল ছেলেটা এখনো ঘরে এলোনা? ম #yqdada #মায়ের_ভালবাসা

read more
মায়ের মন          মায়ের মন
সারাদিন বাড়িতে বসে অনেক পড়াশুনা করেছে ছেলেটা। বিকেলের দিকে মার কাছে বায়না ধরল, বন্ধুদের সাথে একটু বাইরে যাবে। মায়ের মনে একটু মায়া হল, সর্বক্ষণ বই মুখে বসে থাকে,যাক তবে, একটুখানি ঘুরে আসুক বাইরে থেকে।তাতে যদি ওর মনটা ভালো হয়।যদি বাইরের হাওয়া লেগে একটু খিদে বাড়ে।ছেলেটার মুখে রুচি নেই মোটে। এই নিরিখ চিরিক খাওয়ার জন্য শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন ‌।আর ছেলে যদি না খায়, কোন্ মায়ের ভালো লাগে ভালো মন্দ মুখে তুলতে? কিন্তু এতোটা সময় পেরিয়ে গেল ছেলেটা এখনো ঘরে এলোনা? ম

Srimati Tumpa Nayek

#মায়ের_ভালবাসা #বাংলালেখা #yqdada

read more

কেন যে তুই জেদ করিস,শুনিস না কোন কথা
গোটা পাড়া জানতে পারে আমার মাথা ব্যাথা।
তুই তো থাকিস ভিজে বেড়াল,রা করিস না কোন
একাই আমি চেঁচিয়ে মরি,সব দোষ আমারি যেনো।
ছুঁচ পড়লেও আওয়াজ শুনি, তুই থাকিস এমন করে
আমার গলার শব্দ শুনে কাক চিল সব পালায় উড়ে।
পাড়ার লোকে দোষারোপ করে, আমিই নাকি বাজে
মায়ের নামে নিন্দা শোনা, ভালো ছেলের কি সাজে?
আমাদের তো এমনই হয়, আবার মিটেও যায় সব
তৃতীয় কেউ এসে গেলেই বাঁধে কলরব।
ছেলের গায়ে হাত দেওয়া নিয়ে কত কথাই না বলে
আধ ঘন্টা পর ছেলেটা সেই বসে আমারি কোলে।
ছেলে ভালো রেজাল্ট করলে, 
আমার নাতি, আমার ভাইপো আরো কত কিছু
মায়ের কথা বলে না কেউ,যেন সবার আমি নীচু।
বেশ করেছি,মেরেছি,মারবো ওকে আবার
ওর ভালো করতে গিয়ে, খারাপ হবো সবার। #মায়ের_ভালবাসা 
#বাংলালেখা #yqdada

Srimati Tumpa Nayek

Dedicating a #testimonial to #স্বার্থপর 💔 #উপহার #মায়ের_ভালবাসা #শ্রীমতীটুম্পা #পক্ষীরাজ #yqdada

read more
কালিতে তোর ভীষন ধার
বড্ড লাগে ব্যথা,
নিজেকেই তো খুঁজে চলেছি শুধু
সবাই আমরা একা।
বড় মাপের প্রেমিক তুই
করিস গল্পের ফেরী,
মাথার পোকাগুলো অবাধ্য বখাটে
স্বভাবটা এক্কেবারে টেরিমেরী।
জন্ম যখন হয়েছে মরণ হবে একদিন
হতভাগ্য ভাবিস না রে নিজেকে
দেহটাকে শুধুমুধু করিস না আত্মাহীণ।
লেখা তোর অনবদ্য সবার কাড়িস মন
মৃত্যুভয় দেখিয়ে স্বার্থপর হয়েছিস এখন?
এই পৃথিবীতে কিছু না কিছু কাজ আছে সবার
অমূল্য জীবনটাকে ভাবিস না কুলাঙ্গার।
মনের আগুন যা আছে তোর জ্বালিয়ে দে কবিতাতে
মরার কথা বললে পরে পিঠ ভাঙবো উইকেটে। Dedicating a #testimonial to #স্বার্থপর 💔
#উপহার 
#মায়ের_ভালবাসা 
#শ্রীমতীটুম্পা 
#পক্ষীরাজ 
#yqdada
loader
Home
Explore
Events
Notification
Profile