Nojoto: Largest Storytelling Platform

Best সহজ Shayari, Status, Quotes, Stories

Find the Best সহজ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about সহজ জীবন, সহজ হাতের কাজ, সহজ মেহেদী ডিজাইন ছবি, সহজ পাঠ pdf, সহজ পাঠ,

  • 8 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Raju Sarkar

সবচেয়ে সহজ কাজ আর কঠিন কাজ! #Reels #পৃথিবী #সহজ #কঠিন #কাজ #কান্না #হাসি #কষ্ট #দুঃখ #ভালোবাসা #শায়রি

read more
mute video

Merajul Islam

মনের কথা মনেই থাক, মন আর ক'জন বুঝতে চায় ? মন বোঝা কী সহজ ? মন তো সেই বুঝতে পারে, যার একটি মন আছে, মনে ভাবনা আছে, ভাবনার হৃদয় আছে, হৃদয়ে ভালোবাসা আছে, #nojotophoto

read more
 মনের কথা মনেই থাক, 
মন আর ক'জন বুঝতে চায় ? 
মন বোঝা কী সহজ ? 
মন তো সেই বুঝতে পারে, 
যার একটি মন আছে, 
মনে ভাবনা আছে, 
ভাবনার হৃদয় আছে, 
হৃদয়ে ভালোবাসা আছে,

Penname Sayan

read more
হতাশা আসে , যায় !
শেখায়ও অনেক কিছু।।
প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে হতাশার শিকার হয় সে যে কোনো কারনেই হোক।
কেউ এরকম পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি জন্ম থেকেই অর্জন করেনা , তোমার ভেতরের অজেয় মানসিকতা কে জাগ্রত করার কাজটা ই যে বড় কঠিন।
হ্যাঁ , তবে কেউ পারে , কেউ পারেনা।
যারা পারে তারা উদাহরন আর যারা চলে যায় তারা স্মৃতি হয়ে থেকে যায়।
আমার ও একই দশা হয়েছিল।
হ্যাঁ তবে ঘুরে দাড়াতে পেরেছি হয়তো আজকে।
তবে উদাহরন হিসেবে নয় , হতাশা জয় করাটাই মানুষের পরিচয়।
আমার প্রিয় এক বন্ধু হারিয়ে গেছে এ পৃথিবীর থেকে, তাই হতাশা কে হারিয়ে সেই বন্ধু হারানোর মধুর প্রতিশোধ আমি নিয়েছি , জীবনের জয়গান গেয়েছি ।
আমার বন্ধুর জন্য লেখা কিছু লাইন তার জন্য ই উৎসর্গ করলাম।

"জীবনের বন্ধুর পথে হাটঁতে হাটঁতে আজ আমি ক্লান্ত , পরিশ্রান্ত।
মন গুমরে কেদেঁ উঠে বলে শুরুটা তো ভালোই হয়েছিল , তবে কোথায় সেই লক্ষ্য কে জয় করার দূর্নিবার আকাঙ্খা , যা প্রতিনিয়ত আমার ক্ষনভঙ্গুর মনে কষাঘাত হানে??

নেমেছিলাম এই সমুদ্রে নিজেকে বিন্দু জলকনা থেকে জলতরঙ্গে পরিনত করতে , কিন্তু আমার শরীর বিষাক্রান্ত , আমি ক্লান্ত , আমি পরিশ্রান্ত।চেয়েছিলাম সেই ঐশ্বরিক বলে আমার অঙ্গে অঙ্গে ছড়িয়ে যাবে বসন্তের চিরলালিত্যের বাহার , উন্মাদনা , অজেয় মানসিকতা।।

কিন্তু জীবনের বিংশসনে আপাদমস্তক বিষক্রিয়ায় জর্জরিত আমি।

দোষটা আমারই ছিল!সহজ রাস্তা ছেড়ে বন্ধুর পথ ধরেছিলাম আমি , কিন্তু আমার অগ্রজ দের এ কেমন ত্রিকালদৃস্টি যা সহজ তরুন তনয়ের জীবনে আনে অমাবস্যার ছায়া??

তবে হাটঁতে হবে ওদেরই দেখানো পথ ধরে , তাই তো শিখে এসেছি এতদিনে।
তবে ভয় পাই ! যখন দেখি আমারই সমাবস্থাপ্রাপ্ত আমার চেয়ে তরুন , সবুজ , সতেজ প্রানগুলি যারা মাথা উচুঁ করে বাচঁতে চেয়েছিল , তারা বেদনার গাঢ় রসে নিমজ্জিত হয়ে , বিদায় জানিয়েছে এ ধরিত্রী কে!!
তখন বড্ড একা লাগে ! কিন্তু এই শরীর সঙ্গ দিচ্ছেনা , সে নিস্তেজ!!
জীবনের এই পথে চলতে চলতে আমি পড়ে যাই বারে বারে , আমি ক্লান্ত , আমি পরিশ্রান্ত।
তবুও ঘনোঘোর মেঘের মধ্যে যদি একফালি আলো ফোটে , সে আশায় হাল ছাড়িনি এখনও।হেটেঁ যাচ্ছি আমি দুরন্ত এই পৃথিবী তে , জানিনা কবে সকাল হবে , কবে আমি পাব সেই পুরাতন ছন্দ!
আজ আমি ক্লান্ত , পরিশ্রান্ত ।।"

সকাল হয়নি , সে হারিয়ে গেছে চিরতরে,
আমি বেচেছিঁ , সে আমার মধ্যে বেচেঁ আছে।।

## তমাল স্বরনে

 - সায়ন

Ohida Tabassum

read more
হয়ত সহজ ছিলাম বলে
সহজ মানুষটিকে সহজে
সহজ করে নিতে পারোনি'

Preksha Acharya

#চেষ্টা

read more
জীবনে কঠিন বা সহজ কোন কাজ হয় কি? 

 অভ্যেস ই যে কোন কাজকে কঠিন বা সহজ বানিয়ে দেয় #চেষ্টা

সায়ের এ ইকবাল

#সহজ - সরল মানুষের জন্য পৃথিবীটা বড্ড বেমানান - এখানে কেউ কারও ভাল চায় না। _____ইকবাল হোসেন রোমেছ

read more
 #সহজ - সরল  মানুষের জন্য পৃথিবীটা বড্ড বেমানান  - এখানে  কেউ  কারও  ভাল  চায় না।
_____ইকবাল হোসেন রোমেছ


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile