Nojoto: Largest Storytelling Platform

Best sujoy Shayari, Status, Quotes, Stories

Find the Best sujoy Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about sujoy da and puchki, sujoy name meaning, sujoy biswas, puchki sujoy da, un ko majak suj raha hai shayri 0,

  • 1 Followers
  • 9 Stories

sujoy adhikari

#sujoy's diary# लोक डाउन क्या सिखाया?#

read more
लोक डाउन क्या सिखाया?

लोक डाउन हमें सिखाया जीना कैसे है।
लोक डाउन हमें सिखाया परिवार में कैसे रहना है।
लोक डाउन हमें सिखाया आदतों को कैसे परिवर्तन करना है।
लोक डाउन हमें सिखाया खुशी कैसे लानी है।
लोक डाउन हमें सिखाया आच्छे नियमों को कैसे पालना है।
लोक डाउन हमें सिखाया कैसे आपने आप को शुद्ध रखना है।
लोक डाउन हमें सिखाया कैसे सबको एक हि रहना है।
लोक डाउन हमें दिखाया प्रकृति कितनी सुंदर है।
लोक डाउन हमें दिखाया हमने कैसे समाज को दूषित किये हैं।
लोक डाउन हमें दिखाया एक के हि बिगड़ने से पुरी दुनिया कैसे बिगड़ती है।
इसलिए हमें आगर वसुधा को बचानी है तो सबको एक हि सांथ चलना हैै। #sujoy's diary# लोक डाउन क्या सिखाया?#

sujoy adhikari

#sujoy's diary# ছিন্নপত্র#

read more
আপন হতে আসিনি, তুবুও আপণ হয়ে যাই।
কিছুটা সময় পেরিয়ে গেলে, পর হয়ে যাই।।
স্বার্থ যদি থাকতো আমার, তাহলে ছুটে যেতাম।
স্বার্থটা যে তোমার ছিলো, এটা পরেই জানলাম।।
আমার যে আছে মানভিমান, তাইতো হচ্ছে পিছুটান।
 মানভিমান চুলোয় দিয়ে, তুমি যে এখন অন্যের শান।। #sujoy's diary# ছিন্নপত্র#

sujoy adhikari

#sujoy's diary# Indian culture#

read more
Hi! Hello! मास्तु हरिओं वदतु ।
हरिओं वदतु नमस्कारं करतु।
Good morning मास्तु सुप्रभातं वदतु।
handshake मास्तु नमस्कारं करतु।
Breakfast मास्तु स्वल्पाहारं वदतु।
physical work मास्तु शरीरचर्चा करतु।
Only eating मास्तु उदकपानम् करतु।
selfish मास्तु दाता भव
depression मास्तु हसनं करतु।
good evening मास्तु शुभसंध्या वदतु।
Milk tea मास्तु आयुष चायं पिवतु।
Heavy diner मास्तु नैशभोजनम् स्वल्पं भवतु।
Good Night मास्तु शुभरात्री वदतु।
Western Coulter मास्तु भारतीयसंस्कृतिः भवतु। #sujoy's diary# Indian culture#

sujoy adhikari

#sujoy's diary# ছিন্নপাতা#

read more
আমি কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছি। দিনে দিনে আমার ব্যবহারে ও পরিবর্তন লক্ষ্য করছে আমার কাছের মানুষগুলো। আমি নাকি খিট খিটে স্বভাবের হয়ে গেছি। আমি নাকি ভালো করে চেনা এবং কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলছি না। সবসময় নাকি অন্যমনস্ক থাকছি। খাওয়াতে, খেলাতে , পড়াতে এবং যেটা আমার খুব প্রিয় ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিছুতেই নাকি মনোসংযোগ করে উঠতে পারছি না। অন্যমনস্ক হয়ে আপণমনে ঘুরে বেড়াচ্ছি। কখনো সাইকেলের কিড়িং কিরিং আওয়াজে, কখনো গাড়ির হর্নের আওয়াজে চমকে উঠে ওগুলোর উপর গিয়ে পড়ছি। কখনো বা ব্দ্ধ ঘরে নিজেকে বন্দী করে রাখছি দিবারাত্রির ঘড়িকে স্তব্ধ করে। কখনো বা খোলা আকাশের নীচে বেলাভূমিতে বসে বালুকারাশির সঙ্গে খেলা করে যাচ্ছি। আবার কখনো প্যাকেট প্যাকেট সিগারেট ধরিয়ে শেষ করে দিচ্ছি। যেটা না বললেই নয় সেটা হলো চেনা পৃথিবীর থেকে অনেক যোজন ক্রোশ দূরে গিয়ে আমি আমার বাসা বেঁধেছি। আমার না কারুর ওপর মান আছে না অভিমান আছে, শুধুই লেখনীর অগ্রদেশ থেকে বেরিয়ে চলেছে অজানা অচেনা কিছু আত্মকথা। কেনো এমন হচ্ছে জানিনা। উত্তর থাকলে কমেন্ট করে জানাবেন। #sujoy's diary# ছিন্নপাতা#

sujoy adhikari

#sujoy's diary#চেতনা#

read more
চেতনা
সুজয় অধিকারী

হতবাক দেশের ! হতবাক আমি,
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
স্বাধীন দেশের আমরা যে পরাধীন,
আজও  আমরা কোনো ক্ষমতার অধীন।
ধিক তুল্য ক্ষমতা অবাক করছে আমাদের,
এতেও যে ভ্রুকুটি মাত্র ভ্রুক্ষেপ নাইকো তাদের।
অন্ন, বস্ত্র, বাসস্থান এবং উদ্যোগে পড়েছে টানাটানি,
ক্ষমতা এখন করছে বোমা বন্দুক নিয়ে হানাহানি।
শত শত আমি বুকে বেঁধেছে অনেক আশা,
আজও যে এরা আমাদের কাছে সর্বনাশা।
রাস্তায় এখনো চলছে বোমা বন্দুকের লড়াই,
কফিন বন্দি দেহ নিয়ে করছি ক্ষমতার বড়াই।
সাধারণের অশ্রু কণা, রক্ত বিন্দু ঝরছে প্রতিদিন,
তাতেও কি কিছু যায় আসে এই ক্ষমতারই কোনোদিন!
এদেশে জন্মে আমরা শুধু পদাঘাতই পেলাম,
হতবাক দেশের এই ক্ষমতাকে রক্তক্ষরিত সেলাম।
বোম - বন্দুকের লড়াই, আর রক্তক্ষরণের হবে শেষ,
তাইতো আজ গোটা দেশে চলছে বিদ্রোহের রেশ।
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আকাশে বাতাসে বিদ্রোহের ধ্বনি,
স্বপ্নের দেশে ঘুরে বেড়ানো মানুষদের দিচ্ছে হাতছানি।
শত শত জীবন যৌবনে লেগেছে আজ ধিক্কারের আগুন,
হে স্বদেশ! তুমি কি নিভাতে পারবে এই রেসের আগুন?
শেরশাহ থেকে ঔরঙ্গজেব ক্ষমতার জন্য দিয়েছে অনেক বলি,
আজও কি স্বদেশ তাদের স্মরে দিচ্ছে দেশকে বলি।
এখন যে আর সময় নেই ঔরংজেবদের  স্মরণ করার ,
এখন যে আমাদের সময় এসেছে বিবেকানন্দকে স্মরণ করার।
জাগাও বিবেক, আনো চেতনা, নুতন রূপে লিখতে হবে স্বদেশের ঠিকানা,
হাতে হাত রেখে চলবো মোরা এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ ভাবনা। #sujoy's diary#চেতনা#

sujoy adhikari

#sujoy's diary# মনে হওয়া#

read more
সভ্যতার শীর্ষে পৌঁছে এখন আমাদের অবস্থা ঠিক:
হঠাৎ করে আসা একটি ঝড়ের সাঁঝবেলায় মাঝ নদীতে মাঝি সহ নৌকা, রয়েছে দাঁড় এবং পাল তবুও তীরে পৌঁছাবো কিনা জানেনা কেউ। #sujoy's diary# মনে হওয়া#

sujoy adhikari

#sujoy's diary# বাস্তবতা#

read more
নীরবতা শ্রেষ্ঠ  আজ প্রতিবাদের থেকে।
পরিবর্তন শ্রেষ্ঠ আজ নীরবতার ফাঁকে।।
সম্পর্কে হীনতা আজ মিথ্যে অজুহাতে।
বাস্তবতায় চরম লাভ সত্য যখন জাগে।। #sujoy's diary# বাস্তবতা#

sujoy adhikari

#sujoy's diary#অদ্যানামা#

read more
Alone   সত্যিটা বলনা কভু, এ যে ছলনার দেশ।
মিথ্যেটা সাজিয়ে বলো, তাহলে তুমিই বেশ।।
দুঃখটা ফুটিয়ে তলো না, তোমার নিজের মুখে।
দুঃখটা যে তোমার বন্ধু, চেপে দাও নিজের বুকে।।
স্মৃতিটা আজ খুবই ফিকে, যেন সুপ্ত আগ্নেয়গিরী।
সময় পেলেই ভেসে উঠে, করে দেয় মুডটা বিছরী।।
যতই তুমি লালন হও, কষ্টটা তোমার মনেই বটে।
শান্ত চিত্তে গান ধরলেও, ওরই মধ্যে প্রকাশ ঘটে।।
ভালকাজের দাম নাইগো, নাই কোনো ভালো মানুষ।
তাইতো তুমি সবারকাছে, এখনো যেনো একটা ফানুস।।
মরচে তে যতই প্রলেপ দাও, মর্চেটা শুধু পড়েই ঢাকা।
সময় হলেই বেরিয়ে পড়ে, সেটাযে শুধু ভুলেই ঢাকা।।
চিত্তে যেখানে নেইকো ভয়, উন্নত সেথায় নাকি শীর।
এটা যে কেবল বাণী মাত্র, প্রকাশে আজকের বীর।।
মহিলারা এখন ময়লা হচ্ছে, নেইকোনো তাদের মান।
পুরুষেরা এখন খেলায় মত্ত, এটাই নাকি ওদের শান
 উন্মাদ, উন্মত্ত চিত্ত যখন, মন সংযমী হয়না তখন।
ঘোরকলীর এটাই বৈশিষ্ট্য, দোষ দেওয়া বারণ এখন ।
মন এবং চিত্তের মধ্যে, যদি রাখো কোনো সংযোগ।
তাহলেতো পোয়াতে হবে না, অনেক অনেক  দুর্ভোগ।।

***বললামনা মনের কথা প্রকাশিত শুধু বাস্তবতা
কলীর পাঁচালিতে থাকবে এমনই অনেক নিরন্তরতা।*** #sujoy's diary#অদ্যানামা#

sujoy adhikari

#sujoy's diary#বাঁচার মন্ত্র#

read more
ভয় আর ভয়, ভয় আজ চারিদিকে।
করোনার দিশা যে, আমাদের দিকে।।
পাশ্চাত্যের ফল হলো, নোবেল কোরোনা।
এর থেকে বাঁচাতে হলে, প্রাচ্য ভুলো না।।
আজ যে বন্ধ, হুকোর টান আর মদিরা পান।
 বন্ধ যদি না করো, তবে যেতে পারে অসংখ্য প্রাণ।।
সবকিছু জেনেও অবুঝ হওয়া, এটাই কি সভ্যতা?
না, ভোগ বিলাসেই ধংস হবে এই মানব সভ্যতা।।
ঠিক এখন করার পালা, আমাদের কাছে।
ঠিক যদি না করি তবে মরব মহামারীর আঁচে।।
আর কিছু বলবো না আজ, বলবো শুধু একটাই।
কোরোনা দূর হয়ে যাক থেকে যাক শুধু শিক্ষাটাই।। #sujoy's diary#বাঁচার মন্ত্র#


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile