Nojoto: Largest Storytelling Platform

Best বলতো Shayari, Status, Quotes, Stories

Find the Best বলতো Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 46 Stories
    PopularLatestVideo

Anjali Das Gupta

#অনেক অসম্মানের বেড়া জালে আটকে থেকে ,প্রতি মুহূর্তে একটু মুক্ত বাতাস খোঁজা। #poem #আশা #অঞ্জলী

read more
#আশা
#অঞ্জলী দাশ গুপ্ত
ঘর আলো করে আসল আশা,
স্বপ্ন হলো সত্যি।
আগে বলতো বন্ধ্যা নারী,
কেউ বলতো কুলটা
এখন নাকি লক্ষী শুধু,
তারা করে যে কেবল ভণিতা। #অনেক অসম্মানের বেড়া জালে আটকে থেকে ,প্রতি মুহূর্তে একটু মুক্ত বাতাস খোঁজা।

Priya Saha

#Nojoto

read more
তোর সাথে কথারা হারানোর পর জানিস তো কষ্টটা আরো বেড়েছে।
নাহ্ নিজের জন্য নয়, তোর জন্য।
আমার রাগ হলে, অভিমান হলে, কষ্ট হলে, ওই ডাইরি, কলম, শব্দ, ছন্দ, ওরা সবাই লাইন দিয়ে এসে হাজির হয় আমার রাগ ভাঙাতে, কষ্ট ভোলাতে।
কিন্তু তোর রাগ হলে তো ঘুম হয়না। কষ্ট বাড়তে থাকে। যতক্ষণ নাহ্ বকে দিস, চিৎকার করিস, জড়িয়ে ধরে কাঁদিস তার আগে পৰ্যন্ত তো তোর নিজেকেই সহ্য হয় নাহ্। গরম লাগতে থাকে, গোটা শরীর ঘেমে যায়। অস্থির লাগে তোর!
এখন কিভাবে সামালে নিস বলতো?
শুনলাম, রাগ আরো বেড়েছে!
সবার ওপর অকারণেই চিৎকার করিস!
তারপর কি নিজের থেকেই চুপ করে যাস?
কিভাবে অভিমান গুলো কে ভাসিয়ে দিস বলতো?
নাকি রাগ অভিমানের ভেলায় চড়ে মাঝ দরিযায় এখনো অপেক্ষায় থাকিস, একই ভাবে জড়িয়ে ধরে কাঁদার!
                         
                                              -PRIYA Saha

 #nojoto

Shibshankar Sarkar

"আমার পরিচয়" মা ডাকে "মানা "-বলে, বাবা নাম রেখেছিল- "শিব শঙ্কর," সাধ করে কেউ কেউ" বাপ্পা"- বলে ডাকতো, ঠাকুমা ডাকতো- "অভিজিৎ"। ছোটবেলায় একটু বেশি নাচতাম বলে আমাকে অনেকেই "ড‌্যান্সার "-বলেছেন। মাঝে মাঝে school এ পড়া বলতাম তাই বলতো -"good student." ভাল কাজ করার উদ্দেশ‌্য আমার ছিল, অন‌্যায় এর প্রতিবাদ করার সাহস ছিল তাই বেশির ভাগ সময় ঝামেলায় জরিয়ে পরতাম, D. M. Sir বলতেন-" মাতব্বর"। ব‌্যাগের মধ‌্যে লুকিয়ে রাখা কবিতার ডায়েরী টা বন্ধু-বান্ধবীর নজর এরাতে পারিনি, ওরা আমাকে "কবি "-বলতো। school এর teac #Books

read more
"আমার পরিচয়"
মা ডাকে "মানা "-বলে, বাবা নাম রেখেছিল- "শিব শঙ্কর," সাধ করে কেউ কেউ" বাপ্পা"- বলে ডাকতো, ঠাকুমা ডাকতো- "অভিজিৎ"। 
ছোটবেলায় একটু বেশি নাচতাম বলে আমাকে অনেকেই "ড‌্যান্সার "-বলেছেন। 
মাঝে মাঝে school এ পড়া বলতাম তাই বলতো -"good student." 
ভাল কাজ করার উদ্দেশ‌্য আমার ছিল, অন‌্যায় এর প্রতিবাদ করার সাহস ছিল তাই বেশির ভাগ সময় ঝামেলায় জরিয়ে পরতাম, D. M. Sir বলতেন-" মাতব্বর"। 
ব‌্যাগের মধ‌্যে লুকিয়ে রাখা কবিতার ডায়েরী টা বন্ধু-বান্ধবীর নজর এরাতে পারিনি, ওরা আমাকে "কবি "-বলতো। 
school এর teac


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile