Nojoto: Largest Storytelling Platform

Best অঞ্জলী Shayari, Status, Quotes, Stories

Find the Best অঞ্জলী Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 20 Stories

Anjali Das Gupta

Anjali Das Gupta

Anjali Das Gupta

Anjali Das Gupta

#coldwinter nojoto❤ #Like#Comment#share# miss u baba#🙏🙏😥😥# #না #অঞ্জলী

read more

Anjali Das Gupta

#নিরুত্তর
#অঞ্জলী দাশ গুপ্ত

দিনের পর দিন চলে যায় ,
ভগ্ন হৃদয় একটা কথা কয় ।
মেঘের রঙে কেমন সেজেছে আকাশ,
সে ফেরেনি  তবুও ঘুচাতে অবকাশ !

দীর্ঘ প্রতীক্ষা রুদ্ধ হচ্ছে শ্বাস ,
কাঁটা তারে আটকে হারানো বিশ্বাস।
মনের কথাগুলো আজ নিরুত্তর রয় ,
আঁধারের মাঝে প্রবল ঝড় বয় ।

হৃদয়ে হচ্ছে তোলপাড় , ভাঙছে পাড় ,
একবার বল,  তুই শুধু কার ?
মিথ্যা সান্তনায় দিয়েছিলি বহু আশা ...
মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে , কেবলই হতাশা । #yqbengali quotes#bengalipoem#
#letter

Anjali Das Gupta

#বৃষ্টি মাখা অভিমান
#অঞ্জলী দাশ গুপ্ত

অভিমানী মন বৃষ্টি মেখে
আবেগী সুর তুলেছে ঝড়,
বাঁধন ছেড়া অভিমান দেখে
থরথর কাঁপে একলা ঘর।

চোখের পলকে বেঁধেছিল যাকে
পালিয়ে গেল  মিথ্যা অজুহাতে ,
পাগল মন হাতড়ায় তাকে
রোমন্থনে বারবার ফিরে আসে।

অচেনা হলো চেনা সেই মুখ
মিথ্যা অন্নেষনে সুখের ক্ষয়,
পুরাতন স্মৃতি বাড়িয়েছে দুখ
এরই নাম "হৃদয়ের বিপর্যয়" ! #InspireThroughWriting 
#bengali poem

Anjali Das Gupta

#আগন্তুক #অঞ্জলী দাশ গুপ্ত #poem

read more
#আগন্তুক
#অঞ্জলী দাশ গুপ্ত

বেলা শেষে গাইবে কি গান?
মনের আগুন জুড়াবে ,বাঁচবে প্রাণ,
দিগন্তের পর দিগন্ত ছুটে যায়
স্বপ্ন ভরা চোখ সমুদ্রের পানে ধায়।

দুর্গম পথ রুদ্ধ করেছে দ্বার
এ জনম হয়েছে যেন ভার,
চোখের জলের মূল্য বোঝে কতজন?
লড়াইয়ে বাঁচতে হবে করেছে এই পণ।

স্বপ্ন গুলো থাক ভাবুকের দেশে
রূপ করবে বদল নতুন বেশে,
ফুটবে ফুল গন্ধে ভাসবে ভুবন
আগন্তুক হয়ে রইল পড়ে জীবন। #আগন্তুক
#অঞ্জলী দাশ গুপ্ত

Anjali Das Gupta

#মনে পড়ল খোঁজ নিও কখনো# #অঞ্জলী দাশ গুপ্ত#

read more
#খোঁজ নিও কখনো
#অঞ্জলী দাশ গুপ্ত
কখনো পড়লে মনে খোঁজ নিও
ব্যাকুল নদী প্লাবিত হলো কেন?
কখনো মনে পড়লে খোঁজ নিও
তেপান্তরের মাঠে বসে অপেক্ষা কাকে বলে?
কখনো মনে পড়লে খোঁজ নিও
তোমার নামে কি স্বপ্ন, আজও চোখে ভাসে?
কখনো মনে পড়লে খোঁজ নিও
থমকে যাওয়া জীবনের মাঝে, বাঁচা কাকে বলে?
কখনো মনে পড়লে খোঁজ নিও
ফেলে আসা পথে, মন আজও কি হাঁটে?
পারলে একবার খোঁজ নিও
শেষ বেলা উপস্থিত হলে।
বহু দিনের জমানো কষ্টকে সঙ্গী করে
চলে যাবো ঘুম পাড়ানির দেশে।
✍️অঞ্জলী দাশ গুপ্ত #মনে পড়ল খোঁজ নিও কখনো#
#অঞ্জলী দাশ গুপ্ত#

Anjali Das Gupta

#চেনা মুখ বদলায় অভিজ্ঞতায়# #বিধাতা #অঞ্জলী

read more
#বিধাতা
#অঞ্জলী দাশ গুপ্ত

বিধাতা এ কেমন তোমার বিধান ?
ক্ষুধার জ্বালায় মরছে শুধু প্রাণ !
হাহাকার রূপে খেলছে ধ্বংসের খেলা
হাসির আড়ালে রয়েছে কান্নার জ্বালা।

জ্বলেনি দীপ কেটেছে বহু রাত
অন্নের অভাব তবু পাতিনি হাত,
স্বপ্ন গুলো হারিয়ে গেল যে তখন
বাস্তবতার চিত্র দেখতে পেলাম যখন।

অবুঝ মনকে মিথ্যা সান্তনায় ঢাকি
চোখ বুঝলেই উড়ে যাবে পাখি,
মিথ্যার খেলায় রচিত পৃথিবীর মান
প্রাণ দিয়ে বোঝাবো দিলাম  বলিদান।

রক্ষা করো প্রভু তাকাও মুখটি তুলে
নইলে আসবো না এপথ ভুলে,
রচিত হবে নতুন এক মৃত্যুর কবর
সময় হলে পাবে সর্বনাশের খবর। #চেনা মুখ বদলায় অভিজ্ঞতায়#

Anjali Das Gupta

#আজ অনেকদিন পর #অঞ্জলী দাশ গুপ্ত #Quote #আজ_অনেকদিন_পর #অঞ্জলী_দাশ_গুপ্ত

read more
#আজ_অনেকদিন_পর
#অঞ্জলী_দাশ_গুপ্ত

আজ অনেকদিন পর মনে হলো
নতুন এক সূর্য উদয় হয়েছে।
আমার কবিতারা আজ যেন দিশেহারা
মনে যেন প্রাণের স্পন্দন ঘটেছে।

বীজ থেকে যে চারা গাছটি বেরিয়েছিল
তাতে আজ ফুল ধরেছে।
কত পরিযায়ী পাখির কিচির মিচির শব্দ
শান্তির দূত হয়ে শরীর স্পর্শ করেছে।

ঘাস ও শিশিরের আবার নতুন করে দেখা হয়েছে
ঘাসের উপর শিশিররা সুখের চাদর বিছিয়ে দিয়েছে।
নদী দিয়ে সুন্দর শীতল বাতাস এসেছে
যা একাকিত্বকে দূর করে দিয়েছে।

মনের সব গ্লানি আজ যেন
জলে কচুরিপানার মত ভাসছে।
আজ যেন ঘরের কোণ্ গুলোও
কি এক উৎসবে নতুন করে সাজছে।
দীর্ঘ অপেক্ষার আজ যেন অবসান হয়েছে
অশান্ত মন ও অনিদ্রা যেন তার সঙ্গী পেয়েছে। #আজ অনেকদিন পর
#অঞ্জলী দাশ গুপ্ত
loader
Home
Explore
Events
Notification
Profile