বুধবার মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা ভোট, সন্ধ্যায় বুথফেরত সমীক্ষার ফল, নজরে কোন কোন প্রার্থী মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ন’কোটি ৭০ লক্ষেরও বেশি। তাঁরা ৪১৩৬ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবেন। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। রাত পোহালেই বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রের। এক দফাতেই ভোট হবে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের (জনসংখ্যার নিরিখে) ২৮৮টি বিধানসভা কেন্দ্রে। বুধবার একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হবে বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও। সন্ধ্যায় জানা যাবে, দুই রাজ্যের বুথ ফেরত সমীক্ষার ফল। যদিও ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। যার সাম্প্রতিকতম উদাহরণ গত মাসে হরিয়ানার বিধানসভা ভোট। ©BANGLE TIMES #Assembly_Election_2024