Nojoto: Largest Storytelling Platform

#প্রেমের_কবর, #মহঃ_হাবিবুল্লাহ_হাবিব। পাগলি'রে তো

#প্রেমের_কবর,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।

পাগলি'রে তোর অন্য কেহ বর,অন্য মনে বাঁধলি সুখের ঘর,
সে'জন এখন সব চাইতে আপন,আমি যে তোর আপন হয়েও পর। 
আমায় তুই সত্যি ভুলে গেছিস,দিব্যি আছিস নতুন শ্বশুর বাড়ি,
চূড়িদার কি এখনো তুই পরিস?নাকি এখন বাটী প্রিন্টের শাড়ি?
নিয়ম করে কাজল পরিস চোখে?সুরমা আতর যখন তখন মাখিস?
সাজলে তোকে আজকে কেমন দেখায়,দেখার জন্য নতুন ওকে ডাকিস?
আচ্ছা আগের মত হি হি করে হাসিস?খাস মাটিতে হেসে লুটোপুটি?
ইচ্ছে মত দামী জুতো পরিস?নাকি দিদির মত আজো হাওয়াই চটি!
আগের মত দেরিতে ঘুম ভাঙে?নাকি নিয়ম করে ভোরবেলাতে ওঠা,
ঘরের কাজ সবকিছু তুই পারিস?নাকি তার জন্যে শাশুড়ি দেয় খোটা?

আজ বিজ্ঞানের এই উন্নতিরই যুগে,কথা হল বহু দিনের পরে,
চোখের আলোয় পাইনা তোরে দেখা,দেখার জন্য মনটা কেমন করে।
বিয়ের পরে প্রথম যেদিন গেলি,বন্ধ হল সকল কোলাহল,
আমি যে তোর আপন মানুষ ছিলাম,পর হতে কি সময় লাগে,বল্! 
তোর মত কেউ আমার পাশেও থাকে,তোর মত তার হয়তো সবই একই,
তবুও কেনো মন খারাপের দিনে,বারে বারে স্বপ্নে তোকেই দেখি।
আমি কেবল একাই তোকে ভাবি,আমার জন্যে কাঁদে কি তোর হিয়া?
কেমন আছি খবর কি আর নিবি?নাকি সেসব বলবি পরকীয়া।
তোর রাগটা সবগুলো সে মানে?অভিমানও সয়ে নেয় মুখ বুজে?
নাকি কোনো ঝগড়া ঝাটি হলে,একা কাঁদিস বালিশে মুখ গুঁজে।

সেকি তোর মনের কথা বোঝে?নাকি শরীর খোঁজে রক্তক্ষরণ হলে,
অসুখ বিসুখ হলে এখন দ্যাখে?নাকি বাপের বাড়ি দিয়ে আসে ঠেলে।
অল্পেতে তোর ঠান্ডা লাগে এখন?ধোঁয়া,ধুলোয় লাগে কি তোর হাঁচি,
জ্বর হলে তোর,জল পটি সে দেয়?থাকে কি তোর মনের কাছাকাছি?
ওকে এখন 'তুই' বলে কি ডাকিস?ও নিশ্চয়ই আমার চেয়েও ভালো?
আমি তো আর আগের মতন নই,তুই টা আমার আপনি হয়ে গেলো।
আমায় নিয়ে অসুবিধা হলে,নিস না আর নতুন করে খবর,
এমনি করে হঠাৎ বিদায় নেবো,খুঁজবি কি আর কোনটা আমার কবর।
আমার মত তোরও মরণ হবে,তোর দেহটা সেদিন খাবে মাটি,
তুই তো আমার মিথ্যে ভালোবাসা,তোর চেয়েও মৃত্যু চরম খাঁটি।
                    __--__

© #Hopeless
#প্রেমের_কবর,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।

পাগলি'রে তোর অন্য কেহ বর,অন্য মনে বাঁধলি সুখের ঘর,
সে'জন এখন সব চাইতে আপন,আমি যে তোর আপন হয়েও পর। 
আমায় তুই সত্যি ভুলে গেছিস,দিব্যি আছিস নতুন শ্বশুর বাড়ি,
চূড়িদার কি এখনো তুই পরিস?নাকি এখন বাটী প্রিন্টের শাড়ি?
নিয়ম করে কাজল পরিস চোখে?সুরমা আতর যখন তখন মাখিস?
সাজলে তোকে আজকে কেমন দেখায়,দেখার জন্য নতুন ওকে ডাকিস?
আচ্ছা আগের মত হি হি করে হাসিস?খাস মাটিতে হেসে লুটোপুটি?
ইচ্ছে মত দামী জুতো পরিস?নাকি দিদির মত আজো হাওয়াই চটি!
আগের মত দেরিতে ঘুম ভাঙে?নাকি নিয়ম করে ভোরবেলাতে ওঠা,
ঘরের কাজ সবকিছু তুই পারিস?নাকি তার জন্যে শাশুড়ি দেয় খোটা?

আজ বিজ্ঞানের এই উন্নতিরই যুগে,কথা হল বহু দিনের পরে,
চোখের আলোয় পাইনা তোরে দেখা,দেখার জন্য মনটা কেমন করে।
বিয়ের পরে প্রথম যেদিন গেলি,বন্ধ হল সকল কোলাহল,
আমি যে তোর আপন মানুষ ছিলাম,পর হতে কি সময় লাগে,বল্! 
তোর মত কেউ আমার পাশেও থাকে,তোর মত তার হয়তো সবই একই,
তবুও কেনো মন খারাপের দিনে,বারে বারে স্বপ্নে তোকেই দেখি।
আমি কেবল একাই তোকে ভাবি,আমার জন্যে কাঁদে কি তোর হিয়া?
কেমন আছি খবর কি আর নিবি?নাকি সেসব বলবি পরকীয়া।
তোর রাগটা সবগুলো সে মানে?অভিমানও সয়ে নেয় মুখ বুজে?
নাকি কোনো ঝগড়া ঝাটি হলে,একা কাঁদিস বালিশে মুখ গুঁজে।

সেকি তোর মনের কথা বোঝে?নাকি শরীর খোঁজে রক্তক্ষরণ হলে,
অসুখ বিসুখ হলে এখন দ্যাখে?নাকি বাপের বাড়ি দিয়ে আসে ঠেলে।
অল্পেতে তোর ঠান্ডা লাগে এখন?ধোঁয়া,ধুলোয় লাগে কি তোর হাঁচি,
জ্বর হলে তোর,জল পটি সে দেয়?থাকে কি তোর মনের কাছাকাছি?
ওকে এখন 'তুই' বলে কি ডাকিস?ও নিশ্চয়ই আমার চেয়েও ভালো?
আমি তো আর আগের মতন নই,তুই টা আমার আপনি হয়ে গেলো।
আমায় নিয়ে অসুবিধা হলে,নিস না আর নতুন করে খবর,
এমনি করে হঠাৎ বিদায় নেবো,খুঁজবি কি আর কোনটা আমার কবর।
আমার মত তোরও মরণ হবে,তোর দেহটা সেদিন খাবে মাটি,
তুই তো আমার মিথ্যে ভালোবাসা,তোর চেয়েও মৃত্যু চরম খাঁটি।
                    __--__

© #Hopeless
waseemalhabib9305

New Creator